লাইফস্টাইল Bhaiphonta 2024: একঘেয়ে জিনিস আর নয়,বোন বা দিদিকে ভাইফোঁটায় ভিন্ন উপহার দিয়ে চমকে দিন! Gallery November 2, 2024 Bangla Digital Desk আগামীকাল ভাইফোঁটা, ভাইয়ের দীর্ঘায়ু কামনায় কপালে ফোঁটা এঁকে দেন বোন বা দিদি। ভাই-বোনের মধ্যে ঝগড়া,খুনসুটি, মনোমালিন্য থাকলেও এই দিনটা যেন সব ভুলে শুধু আনন্দের দিন। আর এই দিন দিদি বা বোনকে কী উপহার দেবেন? ভেবে পাচ্ছেন না? প্রতীকী ছবি পারফিউম, চকোলেট এই ধরনের জিনিস তো সবাই দেয়। আপনি যদি এইসব উপহার থেকে অন্য কোনও উপহার দিতে চান, রইল সেইসব উপহারের সুলুকসন্ধান। প্রতীকী ছবি। সাবস্ক্রিপশন- আপনার বোন যদি সিনেমা কিংবা ওয়েব সিরিজ ভালবাসেন সেক্ষেত্রে আপনার উপহারের তালিকায় থাকতেই পারে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। আপনার বোন বা দিদিও খুশি হবেন এই উপহার পেয়ে। প্রতীকী ছবি। স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট- বিভিন্ন কাজ সহজেই করে দেওয়ার জন্য ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। সেইক্ষেত্রে অ্যালেক্সার নাম প্রায় প্রত্যেকেই আমরা জানি। ভাইফোঁটাতে বোন বা দিদিকে এই উপহার দিয়ে চমকে দিতে পারেন। প্রতীকী ছবি। পোষ্য- আপনার দিদি বা বোন যদি কুকুরছানা বা বিড়াল ছানা পছন্দ করেন, এবং বাড়িতে আনার বহুদিন ধরে পরিকল্পনা করে থাকেন। এই ভাইফোঁটায় পোষ্য এনে চমকে দিতে পারেন আপনার প্রিয় দিদি বা বোনকে। তবে পোষ্য বাড়িতে আনা কিন্তু বড় দায়িত্বের বিষয়। আনার পর যেন প্রাণীটি কিংবা পরিবারের সদস্য কেউই বিড়ম্বনায় না পড়েন। সেই বিষয় নিশ্চিত হয়ে তবেই পোষ্য বাড়িতে আনুন। প্রতীকী ছবি। স্টেকেশনের পরিকল্পনা- আমাদের সকলেই কমবেশি কর্মব্যস্ত জীবন যাপন করি। সবসময়েই আমাদের সময়ের বড় অভাব। তাই পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার থেকে শহরেই সপ্তাহান্তে কোনও বিলাসবহুল হোটেলে স্টেকেশনের পরিকল্পনা করতে পারেন। প্রতীকী ছবি। শপিং ভাউচার- কেনাকাটা করতে প্রায় কমবেশি সমস্ত মেয়েরাই ভালবাসেন। আর যদি আপনার বোন বা দিদিরও সেই শখ থাকে সেই ক্ষেত্রে শপিং ভাউচার উপহার হিসাবে দিতে পারেন। তিনি তাঁর পছন্দমতো কেনাকাটা করতে পারবেন। পোশাক হোক বা প্রসাধনী, তাঁর প্রয়োজন অনুযায়ী তিনি জিনিস কিনে নিতে পারবেন। প্রতীকী ছবি