ভরত্রুহরি মেহতাব৷

Bhartruhari Mahtab: লোকসভার প্রোটেম স্পিকার হলেন বিজেপির ভরত্রুহরি মেহতাব,রীতি ভাঙার অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি: লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে বিজেপি সাংসদ ভরত্রুহরি মেহতাবকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ এ দিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন৷ যদিও প্রোটেম স্পিকারের দায়িত্ব সাময়িক৷ সংসদে স্থায়ী ভাবে স্পিকার পদে কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই লোকসভার অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন৷

এর পাশাপাশি সংসদের নতুন নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর ক্ষেত্রে প্রোটেম স্পিকারকে সহযোগিতার জন্য সুরেশ কোদিকুন্নিল, থালিক্কোট্টাই রাজুথেভর বালু, রাধা মোহন সিং, ফগন সিং কুলাস্তে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি৷

ভরত্রুহরি মেহতাব ওড়িশার কটকের সাত বারের সাংসদ৷ তাঁর আরও একটি পরিচয় তিনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরেক্রুষ্ণ মেহতাবের পুত্র৷ লোকসভা নির্বাচনের আগে বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেন ভরত্রুহরি মেহতাব৷ ওড়িশায় এই মুহূর্তে বিজেপির অন্যতম প্রধান মুখই ভরত্রুহরি মেহতাব৷

আরও পড়ুন:আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

প্রোটেম স্পিকার হিসেবে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন পরিচালনার দায়িত্ব সামলাবেন ভরত্রুহরি মেহতাব৷ পাশাপাশি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়াও পরিচালনার ভার থাকবে প্রোটেম স্পিকারের উপরে৷

আগামী ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশন৷ স্পিকার নির্বাচন করা হবে ২৬ জুন৷

যদিও ভরত্রুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার পদে নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস৷ তাঁদের দাবি, লোকসভার রীতি অনুযায়ী আট বারের কংগ্রেস সাংসদ হিসেবে এই দায়িত্ব পাওয়ার কথা ছিল সুরেশ কোদিকুন্নিলের৷