আফ্রিকার সেরা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে নামতে হবে সেনেগালকে, মাথায় বজ্রপাত

#দোহা: যারা আধুনিক ফুটবল দেখে থাকেন তারা জানেন সেনেগালের তারকা সাদিও মানে কতটা ধারাবাহিক ফুটবল খেলেন। কয়েক মাস আগে নিজের দেশকে আফ্রিকার সেরা করেছিলেন মিশরকে হারিয়ে। লিভারপুল থেকে রেকর্ড ট্রান্সফারে যোগ দিয়েছিলেন জার্মানির বায়ার্ন মিউনিখে। স্বয়ং লিওনেল মেসি পর্যন্ত প্রশংসা করেছিলেন মানের। সেই মানেই এবার খেলতে পারবেন না কাতার বিশ্বকাপে।

সেনেগালিজ তারকা সাদিও মানে বায়ার্ন মিউনিখের হয়ে ওয়েডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমেছিলেন ৯ দিন আগে। কিন্তু ওই ম্যাচেই ইনজুরির শিকার হলেন তিনি। যে কারণে ২০ মিনিটের মাথায় মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন। তখনই জানা হয়ে গিয়েছিল, মানে বিশ্বকাপ খেলতে পারবেন না। তবুও সেনেগাল ফুটবল কর্তৃপক্ষ আশায় বুক বেধেছিলেন। যদি কোনোভাবে খেলানো যায় বিশ্বকাপে।

আরও পড়ুন – ইতালি নেই বিশ্বকাপে, মেসির আর্জেন্টিনার জন্য গলা ফাটাবেন কিংবদন্তি মালদিনি

অন্তত প্রথম ম্যাচ না হলেও যেন পরের দুই ম্যাচ খেলতে পারেন মানে, সে জন্য চেষ্টার কোনো কমতি রাখেনি সেনেগাল ফুটবল ফেডারেশন। কিন্তু কাজের কাজ কিছুই হল না। শত চেষ্টাতেও বিশ্বকাপের জন্য সাদিও মানেকে সুস্থ করে তুলতে ব্যর্থ হল তারা। শেষ পর্যন্ত সেনেগাল ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার রাতে জানিয়েছে, বিশ্বকাপেই আর খেলতে পারবেন না সাদিও মানে।

পুরো বিশ্বকাপের জন্যই ছিটকে গেলেন তিনি। সেনেগাল টিম ডাক্তার ম্যানুয়েল আফোনসো বলেন, আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ, তা হল গত ৮ নভেম্বর যে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন মানে, সাথে সাথেই আমরা বায়ার্ন মিউনিখের সঙ্গে যোগাযোগ করি। পরের দিন, ক্লাব কর্তৃপক্ষ আমাদের কাছে তার এমআরআই রিপোর্ট পাঠিয়ে যোগাযোগ করে।

যেখানে দেখা গিয়েছিল তার একটা ইনজুরি রয়েছে ডান হাঁটুতে। এরপর আমরা তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তই নিই।ডান পায়ের নিচের মাংশপেশি এবং হাঁড়ে চোট লেগেছিল তার। ডাক্তারি ভাষায় যাকে বলে ফিবুলা ইনজুরি। খুব দ্রুতই তার পায়ে অস্ত্রোপচার হবে। নিজেদের গ্রুপে শক্তিশালী নেদারল্যান্ডস ছাড়াও কাতার এবং ইকুয়েডরের বিপক্ষে খেলতে হবে সেনেগালকে।