Biggest box office flop in Indian cinema

Biggest box office flop in Indian cinema: ১৭০ কোটি টাকা ডুবেছে, ভারতীয় সিনেমার সবথেকে বড় ‘ফ্লপ’ ছবি কোনটা বলুন তো? ছিল নামীদামি নায়ক-নায়িকা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট-ফ্লপের খেলা চলতে থাকে। এই কোন-ও ছবি মারকাটারি হিট করল তো পরের ছবিটাই মুখ থুবড়ে পড়ল বক্স-অফিসে! কিন্তু এরমধ্যে এমন কিছু ছবি আছে ভারতীয় সিনেমার ইতিহাসে, যাদের ব্যর্থতা সত্যিই দাগ কেটে যায়! এত বিশাল টাকার ক্ষতি? ভাবা যায়! বলুন তো, ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় ফ্লপ ছবি কোনটা?
ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট-ফ্লপের খেলা চলতে থাকে। এই কোন-ও ছবি মারকাটারি হিট করল তো পরের ছবিটাই মুখ থুবড়ে পড়ল বক্স-অফিসে! কিন্তু এরমধ্যে এমন কিছু ছবি আছে ভারতীয় সিনেমার ইতিহাসে, যাদের ব্যর্থতা সত্যিই দাগ কেটে যায়! এত বিশাল টাকার ক্ষতি? ভাবা যায়! বলুন তো, ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় ফ্লপ ছবি কোনটা?
সম্প্রতি একাধিক মেগা ছবি বক্স-অফিসে ফ্লপ করেছে! যেমন- রণবীর কাপুরের 'শামশেরা'। আমির কাপুরের 'লাল সিং চাড্ডা', প্রভাশের 'আদিপুরুষ'! তবে ফ্লপের মাত্রায় এই ছবিটা সবাইকে ছাপিয়ে গিয়েছে! পেয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় ফ্লপ-এর তকমা। কোন ছবি বলুন তো?
সম্প্রতি একাধিক মেগা ছবি বক্স-অফিসে ফ্লপ করেছে! যেমন- রণবীর কাপুরের ‘শামশেরা’। আমির কাপুরের ‘লাল সিং চাড্ডা’, প্রভাশের ‘আদিপুরুষ’! তবে ফ্লপের মাত্রায় এই ছবিটা সবাইকে ছাপিয়ে গিয়েছে! পেয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় ফ্লপ-এর তকমা। কোন ছবি বলুন তো?
ভারতীয় সিনেমার সবথেকে বড় ফ্লপ ছবি ডুবিয়েছিল ১৭০ কোটি টাকা। ছবিটির নায়ক প্রভাস।
ভারতীয় সিনেমার সবথেকে বড় ফ্লপ ছবি ডুবিয়েছিল ১৭০ কোটি টাকা। ছবিটির নায়ক প্রভাস।
ছবিটার নাম হল 'রাধে-শ্যাম'। ২০২২ সালে মুক্তিপ্তাপ্ত এই রোম্যান্টিক ছবিতে দেখা গিয়েছিল পূজা হেগড়েকেও।
ছবিটার নাম হল ‘রাধে-শ্যাম’। ২০২২ সালে মুক্তিপ্তাপ্ত এই রোম্যান্টিক ছবিতে দেখা গিয়েছিল পূজা হেগড়েকেও।
সূত্রের খবর, 'রাধে-শ্যাম'-এর বাজেট ছিল ৩০০ কোটি। বিশ্বজুড়ে ছবিটা ব্যবসা করেছিল মাত্র ১৩০ কোটির। এরমধ্যে ভারতে ব্যবসা করেছিল ১০১ কোটির, বিদেশে ২৫ কোটি। ডুবেছিল ১৭০ কোটি।
সূত্রের খবর, ‘রাধে-শ্যাম’-এর বাজেট ছিল ৩০০ কোটি। বিশ্বজুড়ে ছবিটা ব্যবসা করেছিল মাত্র ১৩০ কোটির। এরমধ্যে ভারতে ব্যবসা করেছিল ১০১ কোটির, বিদেশে ২৫ কোটি। ডুবেছিল ১৭০ কোটি।
'রাধে-শ্যাম'-এর পরিচালক রাধা কৃষ্ণ কুমার। হিন্দি ও তেলুগু, দুই ভাষাতেই ছবির শ্যুটিং হয়েছিল।
‘রাধে-শ্যাম’-এর পরিচালক রাধা কৃষ্ণ কুমার। হিন্দি ও তেলুগু, দুই ভাষাতেই ছবির শ্যুটিং হয়েছিল।
ভারতের অন্যান্য বড় ফ্লপ ছবির মধ্যে পড়ে অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ'। পিরিয়ড ড্রামাটি ১৪০ কোটি টাকার ক্ষতি করেছিল। রণবীর কাপুরের 'শমশেরা'-র লস ছিল ১০০ কোটির।
ভারতের অন্যান্য বড় ফ্লপ ছবির মধ্যে পড়ে অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’। পিরিয়ড ড্রামাটি ১৪০ কোটি টাকার ক্ষতি করেছিল। রণবীর কাপুরের ‘শমশেরা’-র লস ছিল ১০০ কোটির।