বাবার সঙ্গে চায়ের দোকান চালাচ্ছে রাহুল

WBJEE Result 2024: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ভাগ্যবদল! চায়ের দোকানে কাজ করে সোজা ডাক্তারি

বীরভূম: লক্ষ্মীর ভান্ডারের টাকায় ফিরল ভাগ্য। বিনা কোচিংয়ে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকায় সুযোগ পেল মাহফুজ আলম। দিনে বাবার চায়ের দোকানে কাজ। অবসর সময়ে পড়া। আর তাতেই কিস্তিমাত। প্রথমবার পরীক্ষা দিয়েই ৭২০ নম্বরের পরীক্ষার মধ্যে রাহুল পেয়েছে ৬৭৩। সর্বভারতীয় ক্ষেত্রে র‍্যাঙ্ক ১২ হাজারের কাছাকাছি।

বাবা মজিবুর জানান, “আমার বাবা আমাকে এই দোকান দিয়ে গিয়েছেন। আমি আর ছেলে মিলে  সামান্য এই চায়ের দোকান চালাই।  তিন বছর আগে আবাস যোজনার একটা পাকা ঘর পেয়েছি।” তবুও স্কুলে পড়াশোনার ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষায় মিলেছিল ৯২ শতাংশ। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়তে শুরু করে রাহুল।

রাহুলের মা জানান, লক্ষীর ভাণ্ডারে যে টাকা পেতাম সেই টাকা থেকে রাহুলকে নেটের কানেকশন রিচার্জ করে দিতাম। আর তাতেই ইউটিউব দেখে পড়াশোনা করত রাহুল। রাহুল জানায়, তার প্রথম ইচ্ছা ছিল নেভিতে যাওয়ার। একটা সংস্থায় যোগ দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে বসে পরীক্ষা দিতেন রাহুল। বাড়িতে কম্পিউটার নেই। টিভি রয়েছে তাও খারাপ। বাবার চায়ের দোকানে সাহায্য করতে গিয়ে অনেক কিছু ছাড়তে হয়েছে রাহুলকে। এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি এলাকার বাসিন্দারা।

সৌভিক রায়