BJP Candidate In Diamond Harbour: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করল বিজেপি? নাম ঘোষণা হতেই তোলপাড়

কলকাতা: অনেকদিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ আর বিজেপির প্রার্থী ঘোষণার আগে নানারকম আলোচনা চলছিল৷ উঠে এসেছিল এক আইনজীবী ও এক মহিলা আইনজীবীর প্রসঙ্গও৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকেই প্রার্থী করল না গেরুয়া শিবির৷ বরং প্রার্থী করা হল একেবারে স্থানীয় এক নেতাকেই৷ আর সেই কারণেই আরও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে৷ কেন, এই প্রার্থীকে ওই কেন্দ্রে দাঁড় করানো হল? তা নিয়েও নানারকম আলোচনা হচ্ছে৷

উল্লেখ্য, এই আসনে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অভিজিৎ দাস ববিকে৷ ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁকে৷ শোনা গিয়েছে, তিনি ডায়মন্ডহারবার কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজ করছেন৷ কেন্দ্রের আনাচ-কানাচ হাতের তালুর মতো তিনি চেনেন৷ সেই কারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে খবর৷

ডায়মন্ড হারবার কেন্দ্র এমনিতেই হাইভোল্টেজ কেন্দ্র৷ প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে আলোচনা চলছে৷ এ কথা ঠিকই ছিল, সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার পর বিরোধী দল আইএসএফের নেতা নৌশাদ সিদ্দিকি ঘোষণা করেছিলেন, তিনি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি৷ তবে এই কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী দিয়েছে বামেরা, প্রার্থী দিয়েছে আইএসএফ-ও৷ সেখানে এ বার প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ ফলে সেখানে এক চারমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

তবে  সে কেন্দ্রের ভূমিপূত্র, প্রার্থী অভিজিৎ দাস কিন্তু সে কথা বলছেন না৷ তিনি বলছেন, এটি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক লড়াই৷ তিনি একাধিকবার অভিযোগ করেছেন, তৃণমূলের হামলায় তিনি আহত হয়েছিলেন৷ প্রার্থী পদে তাঁর নাম ঘোষণার পরেও তিনি বলেছেন, এ বার সরাসরি ডায়মন্ডহারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার লড়াইয়ে নামতে তিনি প্রস্তুত৷ সেখানে একদিকে তিনি যেমন স্থানীয় স্তরে সন্ত্রাসের অভিযোগ তুলছেন, তেমনই তিনি এতদিন ধরে তৃণমূলের রাজনৈতিক আধিপত্যের কথাও তুলছেন৷ বলছেন, সে সব এ বার তিনি উৎখাত করবেন৷ 

যদিও তৃণমূল এসবে আমল দিতে নারাজ৷ তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল৷ তার এত পরে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ তার মানেই বোঝা যাচ্ছে, বিজেপি ভয় পেয়েছে৷ সব মিলিয়ে ১ জুনের ভোটে এ বার জমে উঠেছে লড়াই৷