প্রতীকী ছবি

Government land capturing case: সরকারি জমি দখল করার অভিযোগে এবার গ্রেফতার আরও দুই রাজনৈতিক নেতা

শিলিগুড়ি: সরকারী জমি দখল করার অভিযোগে এবার গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম উত্তম রায়। গজলডোবার ভোরের আলো থানা থেকে অভিযুক্ত উত্তমকে গ্রেফতার করে ভোরের আলো থানার পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, সরকারী জমি দখলের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। শুক্রবার ধৃতকে তোলা হয় জলপাইগুড়ি আদালতে। প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় জমি মাফিয়াদের চক্র সক্রিয়, তারপরেই আরও তৎপর হয় পুলিশ।

আরও পড়ুন: আর পুরী যেতে হবে না, দিঘাতেও হবে রথযাত্রা, কবে থেকে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্য দিকে, বিজেপি করেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে, দাবি উত্তম রায়ের। সরকারি জমি দখলের অভিযোগে গজলডোবা এলাকার বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেফতার করে পুলিশ। এদিন জলপাইগুড়ি আদালতে হাজির করা হয় অভিযুক্তকে। আদালত চত্ত্বরে উত্তম রায়ের দাবি, বাম আমলে জমির পাট্টা পেয়েছেন তিনি, সেই জমিতেই রিসোর্ট বানিয়েছেন। অভিযুক্ত আরও দাবি করেন, বিজেপি করেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি উত্তম রায়ের।

প্রসঙ্গত, ধৃত উত্তম রায়ের স্ত্রী তথা জলপাইগুড়ি বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। সেই সঙ্গে ফুলবাড়ি জমি কেসে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা, ধৃতের নাম গৌতম গোস্বামী। ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক সহ-সভাপতি গৌতম গোস্বামী। দিল্লি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত গৌতমকে। সূত্রের খবর আজই তাঁকে আনা হবে শিলিগুড়িতে। প্রসঙ্গত, এর আগে ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় পুলিশের জালে এ বার গৌতম! যদিও দেবাশীষকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে।