আরজি কর কাণ্ডে আজ রাজপথে ধিক্কার মিছিল বিজেপির মহিলা মোর্চার (Photo: PTI)

RG Kar Case: আরজি কর কাণ্ডে আজ রাজপথে ধিক্কার মিছিল বিজেপির মহিলা মোর্চার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আজ, বুধবার দুপুরে কলেজ স্কোয়্যারে দুপুর ২টোয় জমায়েত করতে চায় বিজেপি।

এদিকে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরপরই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘‘এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা ওই মৃতার পরিবারের সদস্যদের ঘিরে বসেছিলেন যাতে ওই পরিবার মুখ খুলতে না পারে। ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয়, ঘটনায় আসল দোষীদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা করা হচ্ছিল। কলকাতা হাইকোর্টের কাছে আমার যে জনস্বার্থ মামলা সেখানে আমি বলেছিলাম, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করবে। অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক।’’

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

শুভেন্দু আরও বলেন, ‘‘আমরা অতীতেও দেখেছি মানুষের প্রত্যাশমত সিবিআই অনেক ঘটনারই তদন্ত করতে পারেনি। আমি তাই চেয়েছিলাম আরজিকরের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রহস্য কিনারা করতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আমরা চাই আসল মাথা যাতে ধরা পড়ে।‌ শুধুমাত্র খুন বা যারা ধর্ষণ করেছে তারাই শুধু নয়, যারা অপরাধীদের রক্ষা করছেন আমি চেয়েছিলাম তারাও দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’’

আরও পড়ুন– ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ

শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ওই মৃতার বাড়ি সহানুভূতি দেখাতে যান নি, যদি সহানুভূতি দেখাতেই যেতেন তাহলে আরও অনেক আগেই যেতেন উনি। পরিবারের সদস্যদের ম্যানেজ করতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা খুশি আরজিকরের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ায়।’’

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার তদন্ত যদি সিবিআই করে সেক্ষেত্রে তাঁর সরকারের কোনও আপত্তি নেই বললেও সিবিআইয়ের তদন্তের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।‌ এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সিবিআই এর তদন্তের সাকসেস রেট খুব হাই।‌ রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই তদন্ত হওয়াতেই অনেক অপরাধী সাজা পেয়েছে। শুধুমাত্র সারদা মামলার সাকসেস রেটই শূন্য। আর আরজি করের ঘটনার তদন্তভার যেহেতু আদালতের নজরদারিতে চলবে তাই আমরা মনে করি এক্ষেত্রেও আসল কালপ্রিটরা শাস্তি পাবে।’’