ঘটনার দিন নিয়ে ৭ 'জরুরি' প্রশ্ন, এবার সিবিআই জেরার মুখে কলকাতা পুলিশের অফিসার! যা ঘটল...

CBI team in Kolkata: কলকাতায় পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল! সঙ্গে রয়েছে মেডিক্যাল, ফরেন্সিক টিম

কলকাতা: আর জি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর ইতিমধ্যেই সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে৷ সেখান থেকেই তারা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং বাকি তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন৷

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ সকালের মধ্যেই বাকি তথ্যপ্রমাণ সিবিআই-এর হাতে তুলে দিতে হবে পুলিশকে৷

আরও পড়ুন: ছেলের নাম জড়িয়ে ‘কুৎসা’ ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন

হাইকোর্টের নির্দেশের পরই গতকাল টালা থানায় গিয়ে আর জি কর কাণ্ডের এফআইআর-এর সার্টিফায়েড কপি সংগ্রহ করে সিবিআই৷ হাইকোর্টের নির্দেশেই এই মামলার সিবিআই তদন্ত চলবে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, তদন্তের কী অগ্রগতি হল, সে সম্পর্কে নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে সিবিআই-কে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন৷ রবিবারের মধ্যে কলকাতা পুলিশ রহস্যের কিনারা করতে না পারলে রাজ্য সরকারই তদন্ত ভার সিবিআই-কে দিয়ে দেবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগেই অবশ্য সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷