বিজেপির মহিলা মোর্চার ‘রাজ্য মহিলা কমিশন’ অভিযান

BJP on RG Kar Case: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি, মহিলা মোর্চার ‘রাজ্য মহিলা কমিশন’ অভিযান

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি। আজ, শুক্রবার বিজেপির মহিলা মোর্চার ডাকে মহিলা কমিশন দফতর তালাবন্ধ অভিযান। বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রর অভিযোগ, ‘‘রাজ্য একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। খুন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বাংলায় মহিলাদের কোনও সুরক্ষা নেই। শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্য জুড়ে আমরা একাধিক কর্মসূচি নিতে চলেছি।’’

আরও পড়ুন– টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী, জিজ্ঞাসাবাদেই ফাঁস হল আসল রহস্য, মাথায় হাত কাস্টমস অফিসারদের

করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত বিজেপির মহিলা মোর্চা প্রথমে একটি প্রতিবাদ মিছিল করবে তারপর সেখান থেকে রাজ্য মহিলা কমিশনের দফতরে গিয়ে ঘেরাও এবং তালাবন্ধ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিতে ফাল্গুনী পাত্র ছাড়াও লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মী সমর্থকরারাও উপস্থিত থাকবেন। বিজেপি শিবিরের অভিযোগ, ‘‘আরজি কর ঘটনার পর রাজ্য মহিলা কমিশন চুপ করে বসে রয়েছে। এ ছাড়াও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেসব ব্যাপারেও কোনও হেলদোল নেই রাজ্য মহিলা কমিশনের।’’

আরও পড়ুন– রুপোলি দুনিয়ায় পা রাখতে না রাখতেই সাইন করেছিলেন ১০৭টি ছবিতে; কিন্তু কোথায় হারিয়ে গেলেন একসময়ের এই তারকা অভিনেতা?

বলা বাহুল্য, আরজি কর ইস্যুকে হাতিয়ার করে একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বিজেপি। গতকাল থেকে ধর্মতলায় টানা সপ্তাহব্যাপী ধরনা অবস্থান কর্মসূচিও শুরু করেছে রাজ্য বিজেপি। যে কর্মসূচির আজ, শুক্রবার দ্বিতীয় দিন। এরই মধ্যে বিজেপির মহিলা মোর্চা শুক্রবার পথে নামছে মহিলা কমিশন ঘেরাও অভিযানে।