জ্যোতিষশাস্ত্রে কালো তিলের গুরুত্ব প্রচুর৷ বিভিন্ন অনুষ্ঠানের শাস্ত্রীয় আচারে তিলের উপস্থিতি প্রয়োজন৷ শনিদেবকেও উৎসর্গ করা হয় কালো তিল৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিদেবকে কালো তিল উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

Astrological Tips for Black Sesame: ১ চিমটে কালো তিলেই দূর কালসর্পদোষ! নাশ সাড়েসাতি দশা! জানুন জ্যোতিষ-টিপস

জ্যোতিষশাস্ত্রে কালো তিলের গুরুত্ব প্রচুর৷ বিভিন্ন অনুষ্ঠানের শাস্ত্রীয় আচারে তিলের উপস্থিতি প্রয়োজন৷ শনিদেবকেও উৎসর্গ করা হয় কালো তিল৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিদেবকে কালো তিল উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
জ্যোতিষশাস্ত্রে কালো তিলের গুরুত্ব প্রচুর৷ বিভিন্ন অনুষ্ঠানের শাস্ত্রীয় আচারে তিলের উপস্থিতি প্রয়োজন৷ শনিদেবকেও উৎসর্গ করা হয় কালো তিল৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিদেবকে কালো তিল উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

 

ভাতের সঙ্গে কালো তিল মিশিয়ে কাককে খাওয়ালে কালসর্প দোষ দূর হয়৷ শত্রুদের দুর্বল করে জীবনে অপ্রীতিকর সমস্যা নিয়ন্ত্রণ করে৷ জীবনে শান্তি ও সমৃদ্ধির জন্য রোজ সূর্যাস্তের পর প্রদোষে শনিদেবকে কালো তিল উৎসর্গ করতে বলা হয়৷
ভাতের সঙ্গে কালো তিল মিশিয়ে কাককে খাওয়ালে কালসর্প দোষ দূর হয়৷ শত্রুদের দুর্বল করে জীবনে অপ্রীতিকর সমস্যা নিয়ন্ত্রণ করে৷ জীবনে শান্তি ও সমৃদ্ধির জন্য রোজ সূর্যাস্তের পর প্রদোষে শনিদেবকে কালো তিল উৎসর্গ করতে বলা হয়৷

 

প্রতি শনিবার কোনও নদীর জলে তিলদান করলে শনির সাড়ে সাতী দশা থেকে মুক্তি পাওয়া যায়৷ প্রতি শনিবার দুধে সামান্য তিল মিশিয়ে সেটি হাতে সাতবার প্রদক্ষিণ করতে হবে কোনও অশ্বত্থ গাছকে৷
প্রতি শনিবার কোনও নদীর জলে তিলদান করলে শনির সাড়ে সাতী দশা থেকে মুক্তি পাওয়া যায়৷ প্রতি শনিবার দুধে সামান্য তিল মিশিয়ে সেটি হাতে সাতবার প্রদক্ষিণ করতে হবে কোনও অশ্বত্থ গাছকে৷

 

তার পর সেই তিলমিশ্রিত দুধকে ঢেলে দিতে হবে গাছের গোড়ায়৷ এতে দুঃসময় শেষ হয়ে সংসারে সমৃদ্ধি আসবে৷
তার পর সেই তিলমিশ্রিত দুধকে ঢেলে দিতে হবে গাছের গোড়ায়৷ এতে দুঃসময় শেষ হয়ে সংসারে সমৃদ্ধি আসবে৷

 

জন্মকুণ্ডলীতে রাহু কেতু শনির সমস্যা থাকলে কালো তিল উৎসর্গ করতে হবে৷ বিশ্বাস, এতে কালসর্প যোগ, সাড়ে সাতী দশা ও পিতৃদোষ দূর হয়৷ কেটে যায় আর্থিক সঙ্কট৷
জন্মকুণ্ডলীতে রাহু কেতু শনির সমস্যা থাকলে কালো তিল উৎসর্গ করতে হবে৷ বিশ্বাস, এতে কালসর্প যোগ, সাড়ে সাতী দশা ও পিতৃদোষ দূর হয়৷ কেটে যায় আর্থিক সঙ্কট৷