Bollywood News: এক ছবিতেই জনপ্রিয়তা! শৈশব থেকে অভিনয়, বলিউডে খানিক ‘ব্রাত্য’, ছোট্ট ছেলেটি কে

প্রায় পাঁচ দশকআগে মুক্তি পাওয়া 'শোলে' রাতারাতি অনেক তারকার ভাগ্য খুলে দিয়েছিল।  অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো তাবড় তারকাদের কেরিয়ার প্রায় বদলে দিয়েছিল। পাশাপাশি সুযোগ করে দিয়ছিল অপেক্ষাকৃত নতুনদেরও।
প্রায় পাঁচ দশকআগে মুক্তি পাওয়া ‘শোলে’ রাতারাতি অনেক তারকার ভাগ্য খুলে দিয়েছিল। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো তাবড় তারকাদের কেরিয়ার প্রায় বদলে দিয়েছিল। পাশাপাশি সুযোগ করে দিয়ছিল অপেক্ষাকৃত নতুনদেরও।
তাঁদের মধ্যে একজন শচীন পিলগাঁওকর। শিশু শিল্পী হিসাবে ছবিতে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৭৫ সালে যখন 'শোলে' প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর।
তাঁদের মধ্যে একজন শচীন পিলগাঁওকর। শিশু শিল্পী হিসাবে ছবিতে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৭৫ সালে যখন ‘শোলে’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর।
'শোলে' থেকে তিনি এমন স্বীকৃতি পেয়েছেন যে, তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শচীনের জন্ম  ১৯৫৭ সালে ১৭ অগাস্ট। তাঁর বাবা শরদ পিলগাঁওকর ছিলেন একজন প্রযোজক।  মুম্বাইয়ে একটি মুদ্রণ ব্যবসাও চালাতেন।
‘শোলে’ থেকে তিনি এমন স্বীকৃতি পেয়েছেন যে, তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শচীনের জন্ম ১৯৫৭ সালে ১৭ অগাস্ট। তাঁর বাবা শরদ পিলগাঁওকর ছিলেন একজন প্রযোজক। মুম্বাইয়ে একটি মুদ্রণ ব্যবসাও চালাতেন।
শচীন ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র 'হা মাজা মার্গ একলা'-এ প্রথম শিশু শিল্পী হিসাবে কাজ করেন। তবে বলিউডের তুলনায় মরাঠি ছবিতে তিনি বেশি স্বীকৃতি পেয়েছিলেন।  এবং আজও তিনি মরাঠি ইন্ডাস্ট্রিতে সক্রিয়।
শচীন ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র ‘হা মাজা মার্গ একলা’-এ প্রথম শিশু শিল্পী হিসাবে কাজ করেন। তবে বলিউডের তুলনায় মরাঠি ছবিতে তিনি বেশি স্বীকৃতি পেয়েছিলেন। এবং আজও তিনি মরাঠি ইন্ডাস্ট্রিতে সক্রিয়।
শচীনের স্ত্রী সুপ্রিয়া পিলগাঁওকর এবং মেয়ে শ্রিয়া পিলগাঁওকরও অভিনয় করেন। শ্রিয়া অনেক ছবির অংশ। তবে ওয়েব সিরিজের হাত ধরেই জনপ্রিয়  হয়েছেন।
শচীনের স্ত্রী সুপ্রিয়া পিলগাঁওকর এবং মেয়ে শ্রিয়া পিলগাঁওকরও অভিনয় করেন। শ্রিয়া অনেক ছবির অংশ। তবে ওয়েব সিরিজের হাত ধরেই জনপ্রিয় হয়েছেন।
শচীনকে শেষবার বলিউডে ২০১৮ সালের রানি মুখোপাধ্যায়ের ছবি 'হিচকি'-তে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে মরাঠি ছবিতে দেখা যায়।  তিনি অনেক হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।
শচীনকে শেষবার বলিউডে ২০১৮ সালের রানি মুখোপাধ্যায়ের ছবি ‘হিচকি’-তে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে মরাঠি ছবিতে দেখা যায়। তিনি অনেক হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।