Dilip Ghosh

Bardhaman News: মাঠ নিয়ে তুমুল চাপানউতোর, বর্ধমানে প্রধানমন্ত্রীর সভা কোথায় হচ্ছে ?

শরদিন্দু ঘোষ, বর্ধমান: প্রধানমন্ত্রীর সভার মাঠ নিয়ে বুধবার বর্ধমানে তুঙ্গে উঠল রাজনৈতিক চাপানউতোর। বর্ধমানের গোদার মাঠে এই সভা করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি সেই মাঠ ব্যবহারের অনুমোদন দেয় নি। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়েই বর্ধমান উন্নয়ন সংস্থা এই মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক সভাপতি দিলীপ ঘোষ। তাহলে প্রধানমন্ত্রী সভা করবেন কোন মাঠে ?

৩ মে শুক্রবার বর্ধমানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই একই দিনে পূর্ব বর্ধমান জেলায় কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন সমুদ্রগড় ও বর্ধমানের রায়নার আলমপুরে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভার জন্য বর্ধমান শহরে নবাবহাটের কাছে গোদা মাঠ চিহ্নিত করে বিজেপি। ওই মাঠ ব্যবহারের জন্য বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির কাছে লিখিত আবেদন জানায় বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা নেতৃত্ব। ওই মাঠের পরিকাঠামো খতিয়ে দেখেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কিন্তু সরকারি ওই মাঠ রাজনৈতিক সভার জন্য ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয় বর্ধমান উন্নয়ন সংস্থা কর্তৃপক্ষ। তা নিয়েই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন– কেউ খাচ্ছে তরমুজ, কেউ ORS ! গরমে বন্যপ্রাণীদের জন্য নানা ব্যবস্থা বন দফতরের

দিলীপ ঘোষ বলেন, ‘‘এই মাঠে বারে বারে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সেই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হলে প্রধানমন্ত্রীর সভার জন্য সেই মাঠ দেওয়া হবে না কেন? ’’

বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত জানান, ‘‘ওটি একটি সরকারি মাঠ। সেই সরকারি মাঠ শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের জন্যই ব্যবহার করা যায়। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মাঠে প্রশাসনিক সভা করেছেন। রাজনৈতিক সভা করার জন্য ওই মাঠ ব্যবহারের অনুমতি আমরা দিচ্ছি না।’’

আরও পড়ুন- এটা ছাড়া উড়তেই পারবে না বিমান, এয়ারক্রাফ্টের পিছনের অংশকে কী বলে জানেন ?

এ ব্যাপারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার নামে কি হয় তা আমাদের জানা আছে। প্রশাসনিক সভাযর ব্যানার টাঙিয়ে সেখান থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান কথা বলেন মুখ্যমন্ত্রী। অথচ ওরা দেশের প্রধানমন্ত্রীকে ওই মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছে না।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সুবিধার কথা ভেবেই এই মাঠ প্রধানমন্ত্রী সভা করার জন্য বেছে নেওয়া হয়েছিল। পাশেই জাতীয় সড়ক এবং জি টি রোড। বিভিন্ন গাড়ি সহজেই দাঁড় করানো যেত। তাছাড়া প্রধানমন্ত্রীর জন্য একসঙ্গে তিনটি হেলিকপ্টার নামবে। সেই জন্য প্রয়োজনীয় জমি এখানে ছিল। কিন্তু বর্ধমান উন্নয়ন সংস্থা এই মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ায় বিকল্প মাঠের কথা ভাবতে হয়েছে। বর্ধমান শহর থেকে কিছুটা দূরে তালিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই-এর মাঠকে প্রধানমন্ত্রী সভার জন্য চূড়ান্ত করা হয়েছে। সেখানেই ৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হবে। সেই অনুযায়ী পরিকাঠামো তৈরির কাজ চলছে। উল্লেখ করা যেতে পারে, এর আগে এই মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।