Bollywood News: যশ চোপড়ার পছন্দের! ঝুলিতে হিট ছবি! এক ঘটনায় সব শেষ, অকালে হারিয়ে গেলেন নায়িকা

নব্বই দশকের গুণী অভিনেত্রী সোনম খান। ৩০ বছর ধরে আলোকবৃত্তের বাইরে জীবন কাটাচ্ছিলেন। সানি দেওলের সঙ্গে ছবি করেছিলেন তিনি। একদা জনপ্রিয় এই অভিনেত্রী এখন নতুন করে অভিনয়ে কেরিয়ার গড়তে চান।
নব্বই দশকের গুণী অভিনেত্রী সোনম খান। ৩০ বছর ধরে আলোকবৃত্তের বাইরে জীবন কাটাচ্ছিলেন। সানি দেওলের সঙ্গে ছবি করেছিলেন তিনি। একদা জনপ্রিয় এই অভিনেত্রী এখন নতুন করে অভিনয়ে কেরিয়ার গড়তে চান।
১৯৮৮ সালে 'বিজয়' ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন সোনম। কেরিয়ারের শীর্ষে বিয়ে করার পর বিদায় জানান অভিনয় জগতকে। দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকেন অভিনেত্রী। ১৯৮৯ সালে তাঁর ছবির একটি গান তাঁকে জনপ্রিয়তা এনে। যশ চোপড়ার নজরে পড়েন তিনি।
১৯৮৮ সালে ‘বিজয়’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন সোনম। কেরিয়ারের শীর্ষে বিয়ে করার পর বিদায় জানান অভিনয় জগতকে। দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকেন অভিনেত্রী। ১৯৮৯ সালে তাঁর ছবির একটি গান তাঁকে জনপ্রিয়তা এনে। যশ চোপড়ার নজরে পড়েন তিনি।
'বিশ্বাত্মা' ছবির সময় সোনমের বিয়ে হয়েছিল। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনম খান। সানি দেওল, নাসিরুদ্দিন শাহ, চাঙ্কি পান্ডে, দিব্যা ভারতীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন সোনম।
‘বিশ্বাত্মা’ ছবির সময় সোনমের বিয়ে হয়েছিল। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনম খান। সানি দেওল, নাসিরুদ্দিন শাহ, চাঙ্কি পান্ডে, দিব্যা ভারতীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন সোনম।
বলিউডের পাশাপাশি সোনম তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।  তিনি প্রবীণ অভিনেতা মুরাদের নাতনি। ১৯৮৭ সালে তেলেগু ছবি 'সম্রাট'-এর হাত ধরে আত্মপ্রকাশ করেন। 'ত্রিদেব' ছবির জনপ্রিয় গান 'ওয়ে ওয়ে...তির্চি টোপি ওয়ালে'-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।
বলিউডের পাশাপাশি সোনম তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তিনি প্রবীণ অভিনেতা মুরাদের নাতনি। ১৯৮৭ সালে তেলেগু ছবি ‘সম্রাট’-এর হাত ধরে আত্মপ্রকাশ করেন। ‘ত্রিদেব’ ছবির জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে…তির্চি টোপি ওয়ালে’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।
সোনম 'আখেরি আদালত', 'আখেরি গোলাম', 'মিট্টি অর সোনা', 'ক্রোধ', 'অন্যায়'-এর মতো ছবিতে কাজ করেন। ১৯৯১ সালে পরিচালক রাজীব রাইকে বিয়ে করার পর অভিনয় জগতে বিদায় জানান তিনি।
সোনম ‘আখেরি আদালত’, ‘আখেরি গোলাম’, ‘মিট্টি অর সোনা’, ‘ক্রোধ’, ‘অন্যায়’-এর মতো ছবিতে কাজ করেন। ১৯৯১ সালে পরিচালক রাজীব রাইকে বিয়ে করার পর অভিনয় জগতে বিদায় জানান তিনি।
সোনমের বয়স ছিল মাত্র পনেরো বছর যখন বিখ্যাত বলিউড চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার নজরে এসেছিলেন। তাঁকে প্রথম দর্শনেই যশ 'বিজয়' ছবিতে তাকে কাস্ট করার সিদ্ধান্ত নেন প্রযোজক।
সোনমের বয়স ছিল মাত্র পনেরো বছর যখন বিখ্যাত বলিউড চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার নজরে এসেছিলেন। তাঁকে প্রথম দর্শনেই যশ ‘বিজয়’ ছবিতে তাকে কাস্ট করার সিদ্ধান্ত নেন প্রযোজক।