: বলিউড এক আজব জায়গা৷ এখানে সাফল্য আসে আবার সাফল্য চলে যেতে একটা ফ্লপ ফিল্ম নেয়! বি টাউনে অনেক তারকা আছেন যাঁরা তাঁদের প্রথম ছবি দিয়ে বক্স অফিসে আলোড়ন তৈরি করেছে। রাতারাতি স্টারডামে পৌঁছে গিয়েছেন৷ কিন্তু এর পরে অনেক সময়েই আবার পরপর  ফ্লপ কারণ তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি বক্স অফিসে আয় করতে পারেনি। এখানে যে হিরোইনের কথা বলা হচ্ছে তিনি ছাড়াও এরকম একটি সুপারহিট আর  তারপর শুধুই ফ্লপ সিনেমাগুলিতে রয়েছেন অর্জুন কাপুর থেকে দিনো মোরিয়ার মতো অভিনেতারাও।

Bollywood Gossip: প্রথম সিনেমায় উত্তর থেকে দক্ষিণে কেড়ে নিয়েছিলেন কোটি কোটি পুরুষ হৃদয়, শেষ ১০ বছরে তাঁকে দেখলে হিট অন্য রাস্তায় হাঁটে

: বলিউড এক আজব জায়গা৷ এখানে সাফল্য আসে আবার সাফল্য চলে যেতে একটা ফ্লপ ফিল্ম নেয়! বি টাউনে অনেক তারকা আছেন যাঁরা তাঁদের প্রথম ছবি দিয়ে বক্স অফিসে আলোড়ন তৈরি করেছে। রাতারাতি স্টারডামে পৌঁছে গিয়েছেন৷ কিন্তু এর পরে অনেক সময়েই আবার পরপর  ফ্লপ কারণ তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি বক্স অফিসে আয় করতে পারেনি। এখানে যে হিরোইনের কথা বলা হচ্ছে তিনি ছাড়াও এরকম একটি সুপারহিট আর  তারপর শুধুই ফ্লপ সিনেমাগুলিতে রয়েছেন অর্জুন কাপুর থেকে দিনো মোরিয়ার মতো অভিনেতারাও।
: বলিউড এক আজব জায়গা৷ এখানে সাফল্য আসে আবার সাফল্য চলে যেতে একটা ফ্লপ ফিল্ম নেয়! বি টাউনে অনেক তারকা আছেন যাঁরা তাঁদের প্রথম ছবি দিয়ে বক্স অফিসে আলোড়ন তৈরি করেছে। রাতারাতি স্টারডামে পৌঁছে গিয়েছেন৷ কিন্তু এর পরে অনেক সময়েই আবার পরপর  ফ্লপ কারণ তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি বক্স অফিসে আয় করতে পারেনি। এখানে যে হিরোইনের কথা বলা হচ্ছে তিনি ছাড়াও এরকম একটি সুপারহিট আর  তারপর শুধুই ফ্লপ সিনেমাগুলিতে রয়েছেন অর্জুন কাপুর থেকে দিনো মোরিয়ার মতো অভিনেতারাও।
এখানে  উল্লিখিত সুন্দরী অভিনেত্রী হলেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা৷ সামনেই তাঁর বিয়ে৷ পাত্রের নাম জাহির ইকবাল৷
এখানে  উল্লিখিত সুন্দরী অভিনেত্রী হলেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা৷ সামনেই তাঁর বিয়ে৷ পাত্রের নাম জাহির ইকবাল৷
বর্তমানে তৃণমূলের সদ্য নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীও সিনেমার দুনিয়া পা রেখেছিলেন বাবার মতোই৷   স্টারকিড অভিনয় জগতে প্রবেশ করেন ২০১০ সালে। তাঁর প্রথম ছবি 'দাবাং'-এ সলমান খানের নায়িকা হয়েছিলেন। তার চরিত্রের নাম ছিল রাজজো। মুক্তির পর ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে এবং সোনাক্ষী সিনহা রাতারাতি তারকা বনে যান।
বর্তমানে তৃণমূলের সদ্য নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীও সিনেমার দুনিয়া পা রেখেছিলেন বাবার মতোই৷   স্টারকিড অভিনয় জগতে প্রবেশ করেন ২০১০ সালে। তাঁর প্রথম ছবি ‘দাবাং’-এ সলমান খানের নায়িকা হয়েছিলেন। তার চরিত্রের নাম ছিল রাজজো। মুক্তির পর ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে এবং সোনাক্ষী সিনহা রাতারাতি তারকা বনে যান।
বক্স অফিস ইন্ডিয়ার মতে, সোনাক্ষী সিনহা এবং সলমান খানের ছবি 'দাবাং'-এর বাজেট ছিল প্রায় ৪১ কোটি টাকা এবং ছবিটি বিশ্বব্যাপী ২১৯ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ সোনাক্ষী সিনহার প্রথম ছবি বক্স অফিসে ব্লকবাস্টার ছিল৷
বক্স অফিস ইন্ডিয়ার মতে, সোনাক্ষী সিনহা এবং সলমান খানের ছবি ‘দাবাং’-এর বাজেট ছিল প্রায় ৪১ কোটি টাকা এবং ছবিটি বিশ্বব্যাপী ২১৯ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ সোনাক্ষী সিনহার প্রথম ছবি বক্স অফিসে ব্লকবাস্টার ছিল৷
ঠিক ২ বছর পর অক্ষয় কুমারের 'রাউডি রাঠোড়' এ অভিনয় করেন সোনাক্ষী সিনহা। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে একটি বড় হিট প্রমাণিত হয়েছিল। ৭৭ কোটি টাকায় নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী ১৯৮ কোটি টাকা আয় করেছিল। একই সময়ে অজয় ​​দেবগনের সঙ্গে সোনাক্ষী সিনহার 'সন অফ সর্দার' এবং সলমান খানের সঙ্গে 'দাবাং ২' হিট হয়েছে।
ঠিক ২ বছর পর অক্ষয় কুমারের ‘রাউডি রাঠোড়’ এ অভিনয় করেন সোনাক্ষী সিনহা। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে একটি বড় হিট প্রমাণিত হয়েছিল। ৭৭ কোটি টাকায় নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী ১৯৮ কোটি টাকা আয় করেছিল। একই সময়ে অজয় ​​দেবগনের সঙ্গে সোনাক্ষী সিনহার ‘সন অফ সর্দার’ এবং সলমান খানের সঙ্গে ‘দাবাং ২’ হিট হয়েছে।
সোনাক্ষী সিনহার কেরিয়ার যা ২০১৪ সালে 'হলিডে' হিট হওয়ার পরে হঠাৎ করেই  সাফল্যের ট্র্যাকের বাইরে চলে  যান৷ তারপর আর সাফল্যের রাস্তায় ফেরা হয়নি৷ 'লুটেরা', 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা', 'বুলেট রাজা', 'আর রাজকুমার', 'অ্যাকশন জ্যাকসন', 'তেভর', 'আকিরা', 'ফোর্স ২', 'নূর', 'ইত্তেফাক', 'ওয়েলকাম টু নিউইয়র্ক', 'হ্যাপি ফির ভাগ যায়েগি', 'কলঙ্ক', 'খান্দানি শাফাখানা', 'লাল কাপ্তান' এবং 'দাবাং ৩ বক্স অফিসে কাজের কাজ করতে পারেনি৷
সোনাক্ষী সিনহার কেরিয়ার যা ২০১৪ সালে ‘হলিডে’ হিট হওয়ার পরে হঠাৎ করেই  সাফল্যের ট্র্যাকের বাইরে চলে  যান৷ তারপর আর সাফল্যের রাস্তায় ফেরা হয়নি৷ ‘লুটেরা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’, ‘বুলেট রাজা’, ‘আর রাজকুমার’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘তেভর’, ‘আকিরা’, ‘ফোর্স ২’, ‘নূর’, ‘ইত্তেফাক’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’, ‘কলঙ্ক’, ‘খান্দানি শাফাখানা’, ‘লাল কাপ্তান’ এবং ‘দাবাং ৩ বক্স অফিসে কাজের কাজ করতে পারেনি৷
২০২২ সালে মুক্তি পায় সোনাক্ষী সিনহার 'ডাবল এক্সএল' ছবি। এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা, যেখানে হুমা কুরেশিও অভিনয় করেছিলেন, কিন্তু এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে৷
২০২২ সালে মুক্তি পায় সোনাক্ষী সিনহার ‘ডাবল এক্সএল’ ছবি। এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা, যেখানে হুমা কুরেশিও অভিনয় করেছিলেন, কিন্তু এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে৷

২০২৪ এপ্রিলে মুক্তি পাওয়া অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-তে কাজ করেছিলেন সোনাক্ষী সিনহা। প্রায় ৩৫০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিসে বিশাল ফ্লপ৷ এটা রোজগার করা তো দূরের কথা সিনেমার খরচও তুলতে পারেনি৷