আয়েশা টাকিয়া এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক৷

Bollywood Gossip: বিধায়কের বাড়ির বউয়ের হওয়ার জন্য বদলেছিলেন ধর্ম, ব্যবসায়ীর সঙ্গে বিয়ে, কেরিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে কোটি-কোটির মালকিন

: 'টারজন: দ্য ওয়ান্ডার কার', 'ওয়ান্টেড', 'পাঠশালা', 'ইয়ে দিল মাঙ্গে মোর', 'ক্যাশ', 'শাদি সে পেহেলে', 'শাদি নম্বর ওয়ান' এবং 'সানডে'র মতো ছবিতে  অভিনয় করেছিলেন৷ যৌবনোচ্ছ্বল সৌন্দর্য্যের মাখামাখি  এই অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তিনি ফিল্মে আর কামব্যাক করবেন না৷ তিনি জানিয়েছেন  তাঁর এখনকার জীবন নিয়ে তিনি খুব খুশি।
: ‘টারজন: দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, ‘ক্যাশ’, ‘শাদি সে পেহেলে’, ‘শাদি নম্বর ওয়ান’ এবং ‘সানডে’র মতো ছবিতে  অভিনয় করেছিলেন৷ যৌবনোচ্ছ্বল সৌন্দর্য্যের মাখামাখি  এই অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তিনি ফিল্মে আর কামব্যাক করবেন না৷ তিনি জানিয়েছেন  তাঁর এখনকার জীবন নিয়ে তিনি খুব খুশি।
ইনি ৩৭ বছর বয়সী আয়েশা টাকিয়া, আয়েশা বিনোদন দুনিয়ার সঙ্গে এখন আর যুক্ত নন৷  সক্রিয় না থাকলেও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের জন্যেও বারেবারে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তাঁরা৷ বলিউডে এখন হারিয়ে যাওয়া  অভিনেত্রীদের তালিকায় তাঁর নামও রয়েছে।
ইনি ৩৭ বছর বয়সী আয়েশা টাকিয়া, আয়েশা বিনোদন দুনিয়ার সঙ্গে এখন আর যুক্ত নন৷  সক্রিয় না থাকলেও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের জন্যেও বারেবারে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তাঁরা৷ বলিউডে এখন হারিয়ে যাওয়া  অভিনেত্রীদের তালিকায় তাঁর নামও রয়েছে।
আয়েশা এখন হারিয়ে গেলেও একসময় বলিউড অল্প  সময়ে  স্টারডমের শিখরে এসেছিলেন৷  তবে সেই স্টারডম বেশিদিন ধরে রাখতে পারেননি৷  নিজেকে তাই বিলাসবহুল  জীবনে টিকিয়ে রাখতে বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
আয়েশা এখন হারিয়ে গেলেও একসময় বলিউড অল্প  সময়ে  স্টারডমের শিখরে এসেছিলেন৷  তবে সেই স্টারডম বেশিদিন ধরে রাখতে পারেননি৷  নিজেকে তাই বিলাসবহুল  জীবনে টিকিয়ে রাখতে বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
আয়েশা টাকিয়া সম্পর্কে বলা হয় যে তাঁর ফ্লপ কেরিয়ারের পরিপ্রেক্ষিতে, তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সমাজবাদী পার্টি (এসপি) নেতা এবং বিধায়ক আবু আসিম আজমির পুত্রবধূ হয়েছিলেন।
আয়েশা টাকিয়া সম্পর্কে বলা হয় যে তাঁর ফ্লপ কেরিয়ারের পরিপ্রেক্ষিতে, তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সমাজবাদী পার্টি (এসপি) নেতা এবং বিধায়ক আবু আসিম আজমির পুত্রবধূ হয়েছিলেন।
২০০৯ সালে আয়েশা বিয়ে করেন। তাঁর এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর আয়েশা চলচ্চিত্রে কাজ বন্ধ করে মুম্বইয়ে অজ্ঞাতনামা হয়ে গেছেন। জানিয়ে রাখি আয়েশার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। তিনি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত। এ ছাড়া ফারহান রাজনীতিতে বেশ আগ্রহী
২০০৯ সালে আয়েশা বিয়ে করেন। তাঁর এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর আয়েশা চলচ্চিত্রে কাজ বন্ধ করে মুম্বইয়ে অজ্ঞাতনামা হয়ে গেছেন। জানিয়ে রাখি আয়েশার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। তিনি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত। এ ছাড়া ফারহান রাজনীতিতে বেশ আগ্রহী
২০০৯ সালে আয়েশা বিয়ে করেন। এই বিয়ে থেকে তার একটি ছেলে রয়েছে। বিয়ের পর আয়েশা চলচ্চিত্রে কাজ বন্ধ করে মুম্বই গ্ল্যাম দুনিয়া থেকে হারিয়ে গেছেন। আয়েশার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। তিনি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত। এছাড়া ফারহান রাজনীতিতে বেশ আগ্রহী।
২০০৯ সালে আয়েশা বিয়ে করেন। এই বিয়ে থেকে তার একটি ছেলে রয়েছে। বিয়ের পর আয়েশা চলচ্চিত্রে কাজ বন্ধ করে মুম্বই গ্ল্যাম দুনিয়া থেকে হারিয়ে গেছেন। আয়েশার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। তিনি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত। এছাড়া ফারহান রাজনীতিতে বেশ আগ্রহী।
আয়েশার শ্বশুর আবু আসিম আজমির কথা বলি, তিনি মহারাষ্ট্রের ধনী বিধায়কদের মধ্যে গণ্য হন। তিনি মানখুর্দ শিবাজিনগর বিধানসভা আসনে নির্বাচিত বিধায়ক। তাঁর ১৪২ কোটি টাকার সম্পদ রয়েছে। যেখানে তাঁর ছেলে ফারহানের মোট সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকার বেশি।
আয়েশার শ্বশুর আবু আসিম আজমির কথা বলি, তিনি মহারাষ্ট্রের ধনী বিধায়কদের মধ্যে গণ্য হন। তিনি মানখুর্দ শিবাজিনগর বিধানসভা আসনে নির্বাচিত বিধায়ক। তাঁর ১৪২ কোটি টাকার সম্পদ রয়েছে। যেখানে তাঁর ছেলে ফারহানের মোট সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকার বেশি।