রণবীর প্রথম উপার্জনের টাকা এনে রেখেছিলেন নীতুর পায়ে... কত ছিল সেই অঙ্ক? জানলে চমকে যাবেন

Ranbir Kapoor Birthday: রণবীর প্রথম উপার্জনের টাকা এনে রেখেছিলেন নীতুর পায়ে… কত ছিল সেই অঙ্ক? জানলে চমকে যাবেন

রণবীর কপুরের প্রথম বেতন: বলিউড তারকা রণবীর কাপুর এখন একটি ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু জানেন তাঁর প্রথম উপার্জন কত ছিল?
রণবীর কপুরের প্রথম বেতন: বলিউড তারকা রণবীর কাপুর এখন একটি ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু জানেন তাঁর প্রথম উপার্জন কত ছিল? ২৭ সেপ্টেম্বর, রণবীরের জন্মদিনে রইল এই বিশেষ প্রতিবেদন।
'রকস্টার' এবং 'অ্যানিমাল'-এর মতো অনেক ব্লকবাস্টার চলচ্চিত্র দিয়ে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নায়ক, বর্তমানে তিনি স্বনামধন্য। অভিনেতার নাম শীর্ষ এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় আসে। প্রথম উপার্জনের টাকা সরাসরি তাঁর মা নীতু কাপুরের পায়ের কাছে রেখেছিলেন অভিনেতা। তখন তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল জানেন?
‘রকস্টার’ এবং ‘অ্যানিমাল’-এর মতো অনেক ব্লকবাস্টার চলচ্চিত্র দিয়ে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নায়ক, বর্তমানে তিনি স্বনামধন্য। অভিনেতার নাম শীর্ষ এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় আসে। প্রথম উপার্জনের টাকা সরাসরি তাঁর মা নীতু কাপুরের পায়ের কাছে রেখেছিলেন অভিনেতা। তখন তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল জানেন?
এক সাক্ষাৎকারে রণবীর তাঁর প্রথম রোজগারের কথা জানিয়েছিলেন। অভিনেতা জানান, তিনি যখন 'প্রেম গ্রন্থ' করেছিলেন, তখন সেই উপার্জন হাতে এসেছিল।
এক সাক্ষাৎকারে রণবীর তাঁর প্রথম রোজগারের কথা জানিয়েছিলেন। অভিনেতা জানান, তিনি যখন ‘প্রেম গ্রন্থ’ করেছিলেন, তখন সেই উপার্জন হাতে এসেছিল। বয়স তখন তাঁর ১৪ বছর।
যদিও নামমাত্র টাকা, তবু মায়ের পায়ের কাছে গিয়ে যখন রেখেছিলেন সেই টাকার অঙ্ক, আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীতু। কাঁদছিলেন মা-ছেলে।
যদিও নামমাত্র টাকা, তবু মায়ের পায়ের কাছে গিয়ে যখন রেখেছিলেন সেই টাকার অঙ্ক, আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীতু। কাঁদছিলেন মা-ছেলে।
'প্রেম গ্রন্থ' ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এটি পরিচালনা করেছিলেন রণবীরের কাকা রাজীব কাপুর। রণবীর এই ছবিতে অভিনয় না করলেও কাকাকে অ্যাসিস্ট করেছেন।
‘প্রেম গ্রন্থ’ ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এটি পরিচালনা করেছিলেন রণবীরের কাকা রাজীব কাপুর। রণবীর এই ছবিতে অভিনয় না করলেও কাকাকে অ্যাসিস্ট করেছেন।
রাজীব কাপুরকে সহায়তা করার জন্য রণবীর কাপুর ২৫০ টাকা পেয়েছিলেন। সেটিই ছিল জীবনের প্রথম উপার্জন।
রাজীব কাপুরকে সহায়তা করার জন্য রণবীর কাপুর ২৫০ টাকা পেয়েছিলেন। সেটিই ছিল জীবনের প্রথম উপার্জন।
নীতুর সঙ্গে আজও গভীর সম্পর্ক তাঁর পুত্র রণবীরের। তাঁকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমেল'-এ। বক্স অফিসে আয়ের অনেক বড় রেকর্ড ভেঙেছে এই ছবি।
নীতুর সঙ্গে আজও গভীর সম্পর্ক তাঁর পুত্র রণবীরের। তাঁকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এ। বক্স অফিসে আয়ের অনেক বড় রেকর্ড ভেঙেছে এই ছবি।
রণবীর কাপুর এই ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার ট্রফিও পেয়েছিলেন। খুব শীঘ্রই, অভিনেতাকে দেখা যাবে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এ।
রণবীর কাপুর এই ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার ট্রফিও পেয়েছিলেন। খুব শীঘ্রই, অভিনেতাকে দেখা যাবে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ।
রণবীর কাপুর এই ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার ট্রফিও পেয়েছিলেন। খুব শীঘ্রই, অভিনেতাকে দেখা যাবে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এ।
রণবীর কাপুর এই ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার ট্রফিও পেয়েছিলেন। খুব শীঘ্রই, অভিনেতাকে দেখা যাবে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ।