বলিউড এমন একটা জগত যেখানে সাফল্য সকলকে আকর্ষণ করে৷ কিন্তু সেই সাফল্যের পিছনে কত লড়াই, কত কাঁটায় রক্তাক্ত হওয়ার ঘটনা থাকে তা অনেকেই জানে না৷ এরকমই এক অভিনেত্রী যিনি এখন এক শোতে গেস্ট হিসেবে হাজির থাকার জন্য ৮ কোটি টাকা পান প্রতি এপিসোডে৷ কিন্তু তাঁর শুরুর জীবনে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে রক্তাক্ত হয়েছিলেন৷ Photo- Collected 

Bollywood Gossip: ১০০-র বেশি সিনেমায় অভিনয়, বেশিরভাগই বি গ্রেড! বিয়ে লুকিয়েছিলেন দিনের পর দিন, এখন কোটিতে পান পেমেন্ট, বলি অভিনেত্রীর জবর গল্প

বলিউড এমন একটা জগত যেখানে সাফল্য সকলকে আকর্ষণ করে৷ কিন্তু সেই সাফল্যের পিছনে কত লড়াই, কত কাঁটায় রক্তাক্ত হওয়ার ঘটনা থাকে তা অনেকেই জানে না৷ এরকমই এক অভিনেত্রী যিনি এখন এক শোতে গেস্ট হিসেবে হাজির থাকার জন্য ৮ কোটি টাকা পান প্রতি এপিসোডে৷ কিন্তু তাঁর শুরুর জীবনে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে রক্তাক্ত হয়েছিলেন৷ Photo- Collected 
বলিউড এমন একটা জগত যেখানে সাফল্য সকলকে আকর্ষণ করে৷ কিন্তু সেই সাফল্যের পিছনে কত লড়াই, কত কাঁটায় রক্তাক্ত হওয়ার ঘটনা থাকে তা অনেকেই জানে না৷ এরকমই এক অভিনেত্রী যিনি এখন এক শোতে গেস্ট হিসেবে হাজির থাকার জন্য ৮ কোটি টাকা পান প্রতি এপিসোডে৷ কিন্তু তাঁর শুরুর জীবনে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে রক্তাক্ত হয়েছিলেন৷ Photo- Collected
২৬ সেপ্টেম্বর, ১৯৬২তে  জন্মান এক পাঞ্জাবি পরিবারে৷ অর্চনা পূরণ সিং তাঁর মডেলিং কেরিয়ার শুরু করেন ২০ বছর বয়সে। গ্ল্যামার দুনিয়ায় অর্চনার কোনো গডফাদার ছিল না এবং মডেলিং থেকে কীভাবে চলচ্চিত্রে প্রবেশ করতে হয় তার কোনো ধারণা ছিল না। অর্চনা প্রথম নজরে পড়েন প্রযোজক জালাল আগার ব্যান্ড-এইড বিজ্ঞাপনের মাধ্যমে। Photo- Collected
২৬ সেপ্টেম্বর, ১৯৬২তে  জন্মান এক পাঞ্জাবি পরিবারে৷ অর্চনা পূরণ সিং তাঁর মডেলিং কেরিয়ার শুরু করেন ২০ বছর বয়সে। গ্ল্যামার দুনিয়ায় অর্চনার কোনো গডফাদার ছিল না এবং মডেলিং থেকে কীভাবে চলচ্চিত্রে প্রবেশ করতে হয় তার কোনো ধারণা ছিল না। অর্চনা প্রথম নজরে পড়েন প্রযোজক জালাল আগার ব্যান্ড-এইড বিজ্ঞাপনের মাধ্যমে। Photo- Collected
অর্চনা তাঁর বলিউড কেরিয়ার শুরু করেছিলেন স্ক্রিনে ১০ সেকেন্ডের ভূমিকা দিয়ে৷  মডেলিংয়ের মাধ্যমে, অর্চনা পূরণ সিং বলিউড পরিচালক বি আর চোপড়ার চোখে পড়েন৷ অর্চনা ১৯৮২-র নিকাহ  ছবিতে কাজ করার সুযোগ পান।
অর্চনা তাঁর বলিউড কেরিয়ার শুরু করেছিলেন স্ক্রিনে ১০ সেকেন্ডের ভূমিকা দিয়ে৷  মডেলিংয়ের মাধ্যমে, অর্চনা পূরণ সিং বলিউড পরিচালক বি আর চোপড়ার চোখে পড়েন৷ অর্চনা ১৯৮২-র নিকাহ  ছবিতে কাজ করার সুযোগ পান।
রাজ বব্বর, দীপক পরাশর এবং সালমা আগা অভিনীত একটি ব্লকবাস্টার ছিল৷  ১০ সেকেন্ডের সীমিত ভূমিকা সত্ত্বেও অর্চনা নজরে পড়েন। Photo- Collected
রাজ বব্বর, দীপক পরাশর এবং সালমা আগা অভিনীত একটি ব্লকবাস্টার ছিল৷  ১০ সেকেন্ডের সীমিত ভূমিকা সত্ত্বেও অর্চনা নজরে পড়েন। Photo- Collected
১০০-র বেশি সিনেমাতে অভিনয় করা অর্চনা নিকাহ সিনেমায় অভিনয়ের  পর ১৯৮৭-র জলওয়া কাজ করেন৷ মূলত বি গ্রেড ছবিতেও কাজের সুযোগ পেতে শুরু করেন অর্চনা৷ Photo- Collected
১০০-র বেশি সিনেমাতে অভিনয় করা অর্চনা নিকাহ সিনেমায় অভিনয়ের  পর ১৯৮৭-র জলওয়া কাজ করেন৷ মূলত বি গ্রেড ছবিতেও কাজের সুযোগ পেতে শুরু করেন অর্চনা৷ Photo- Collected
এই ছবিতে অর্চনাকে নাসিরুদ্দিন শাহের বিপরীতে দেখা গিয়েছিল, এটি তার প্রথম প্রধান ভূমিকায় পরিণত হয়েছিল। নাসিরুদ্দিন শাহ এবং সানি দেওলের সঙ্গে সিনেমাগুলিতে তাঁকে বোল্ড ভূমিকায় দেখা যায়৷ সেই সব সিনেমা রীতিমতো হট সিনেমাগুলি দর্শকদের কথার বিষয় হয়েছিল৷ Photo- Collected
এই ছবিতে অর্চনাকে নাসিরুদ্দিন শাহের বিপরীতে দেখা গিয়েছিল, এটি তার প্রথম প্রধান ভূমিকায় পরিণত হয়েছিল। নাসিরুদ্দিন শাহ এবং সানি দেওলের সঙ্গে সিনেমাগুলিতে তাঁকে বোল্ড ভূমিকায় দেখা যায়৷ সেই সব সিনেমা রীতিমতো হট সিনেমাগুলি দর্শকদের কথার বিষয় হয়েছিল৷ Photo- Collected
এদিকে একদিকে যেমন এই সব বি গ্রেড সিনেমায় অভিনয় করে অভিনেতা হওয়ার চেষ্টা করছিলেন ঠিক তেমনিই পারিবারিক জীবনটিও ঘাঁটা ছিল তাঁর৷
এদিকে একদিকে যেমন এই সব বি গ্রেড সিনেমায় অভিনয় করে অভিনেতা হওয়ার চেষ্টা করছিলেন ঠিক তেমনিই পারিবারিক জীবনটিও ঘাঁটা ছিল তাঁর৷
অভিনেত্রীর তেমনিই প্রথম বিয়েটা ব্যর্থ হয়েছিল৷ পাশাপাশি সেই সময়ে তিনি কোনও সম্পর্কে জড়াতে চাননি৷  সম্পর্ক গড়তে ভয় পেতেন তিনি এমন সময়ে তাঁর একটি পার্টিতে পরমিতের সঙ্গে দেখা হয়েছিল৷ এদিকে যখন অর্চনা এবং পরমিতের প্রথম পরিচয় হয়েছিল, তখন অর্চনার প্রাক্তন তাঁর জীবনে আবার ফিরে এসেছিল। Photo- Collected
অভিনেত্রীর তেমনিই প্রথম বিয়েটা ব্যর্থ হয়েছিল৷ পাশাপাশি সেই সময়ে তিনি কোনও সম্পর্কে জড়াতে চাননি৷  সম্পর্ক গড়তে ভয় পেতেন তিনি এমন সময়ে তাঁর একটি পার্টিতে পরমিতের সঙ্গে দেখা হয়েছিল৷ এদিকে যখন অর্চনা এবং পরমিতের প্রথম পরিচয় হয়েছিল, তখন অর্চনার প্রাক্তন তাঁর জীবনে আবার ফিরে এসেছিল। Photo- Collected
এই সময়ে নতুন সম্পর্ক গড়তে বাধোবাধো ঠেকছিল অর্চনা পূরণ সিংয়ের৷ কিন্তু পরমিত চায়ছিলেন সম্পর্কটি গড়তে৷  মনের বন্ধ দরজা খুলে আঘাত ভুলে এই পার্টি পরে একটি নিয়মিত ভিত্তিতে ডেটিং শুরু করেন৷ Photo- Collected
এই সময়ে নতুন সম্পর্ক গড়তে বাধোবাধো ঠেকছিল অর্চনা পূরণ সিংয়ের৷ কিন্তু পরমিত চায়ছিলেন সম্পর্কটি গড়তে৷  মনের বন্ধ দরজা খুলে আঘাত ভুলে এই পার্টি পরে একটি নিয়মিত ভিত্তিতে ডেটিং শুরু করেন৷ Photo- Collected
গাঁটছড়া বাঁধার আগে এই দম্পতি দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের পক্ষে সেই সময়ে এটি সহজ ছিল না কারণ তাদের ব্যক্তিগত বৃত্তের পাশাপাশি পাবলিকের কাছও  প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এমনকি দীর্ঘ সময় পর্যন্ত বিয়ের পরেও তাঁদের বিয়ের কথা সকলের সামনে আনেননি অর্চনা ও পরমার৷ Photo- Collected
গাঁটছড়া বাঁধার আগে এই দম্পতি দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের পক্ষে সেই সময়ে এটি সহজ ছিল না কারণ তাদের ব্যক্তিগত বৃত্তের পাশাপাশি পাবলিকের কাছও  প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এমনকি দীর্ঘ সময় পর্যন্ত বিয়ের পরেও তাঁদের বিয়ের কথা সকলের সামনে আনেননি অর্চনা ও পরমার৷ Photo- Collected
এদিকে বলিউডে  জলওয়ার পরেও অর্চনাকে নায়িকা রোল দেওয়া হত না৷ এইভাবে তিনি অগ্নিপথ (১৯৯০), সওদাগর (১৯৯১), শোলা অর শবনম (১৯৯২), আশিক আওয়ারা (১৯৯৩), রাজা হিন্দুস্তানির মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলিতে সাপোর্টিং অ্যাকট্রেসের  ভূমিকা অভিনয় করেছিলেন।
এদিকে বলিউডে  জলওয়ার পরেও অর্চনাকে নায়িকা রোল দেওয়া হত না৷ এইভাবে তিনি অগ্নিপথ (১৯৯০), সওদাগর (১৯৯১), শোলা অর শবনম (১৯৯২), আশিক আওয়ারা (১৯৯৩), রাজা হিন্দুস্তানির মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলিতে সাপোর্টিং অ্যাকট্রেসের  ভূমিকা অভিনয় করেছিলেন।
কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ছবিতেও  অর্চনা পূরণ সিংয়ের অভিনয় নজর কেড়েছিল৷ Photo- Collected
কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ছবিতেও  অর্চনা পূরণ সিংয়ের অভিনয় নজর কেড়েছিল৷ Photo- Collected
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অর্চনার মোট মূল্য ২২২ কোটি টাকা। তিনি দ্য কপিল শর্মা শো-র (The Kapil Sharma Show) প্রতি এপিসোডের জন্য ১০ লক্ষ টাকা নিতেন৷  রিপোর্ট অনুসারে, তিনি এই শোয়ের তৃতীয় সিজনের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। Photo- Collected
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অর্চনার মোট মূল্য ২২২ কোটি টাকা। তিনি দ্য কপিল শর্মা শো-র (The Kapil Sharma Show) প্রতি এপিসোডের জন্য ১০ লক্ষ টাকা নিতেন৷  রিপোর্ট অনুসারে, তিনি এই শোয়ের তৃতীয় সিজনের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। Photo- Collected