Meet Shraddha Kapoor's 'sister'

Bollywood: শ্রদ্ধা কাপুরের এই ‘বোন’-কে চেনেন? ‘দিদি’-র থেকে কম সফল নন, অপরূপা সুন্দরী, আকাশছোঁয়া স্টারডম, কোটি-কোটির সম্পত্তি

শ্রদ্ধা কাপুরের এই 'বোন' বলিউডে চেষ্টা করেছিলেন ছাপ ফেলতে। কিন্তু প্রতিটা ছবিই মুখ থুবড়ে পরে। কিন্তু তাঁর পাশে ছিল টেলিভিশন। মাত্র ৭ বছর বয়সে তিনি টিভিতে কাজ করা শুরু করেন। যখন তাঁর ৯ বছর বয়স, তখন টেলিভিশনের দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে
শ্রদ্ধা কাপুরের এই ‘বোন’ বলিউডে চেষ্টা করেছিলেন ছাপ ফেলতে। কিন্তু প্রতিটা ছবিই মুখ থুবড়ে পরে। কিন্তু তাঁর পাশে ছিল টেলিভিশন। মাত্র ৭ বছর বয়সে তিনি টিভিতে কাজ করা শুরু করেন। যখন তাঁর ৯ বছর বয়স, তখন টেলিভিশনের দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে
শ্রদ্ধা কাপুরের এই 'বোন'-এর নাম জন্নত জুবের রহমানি। মাত্র ২২ বছর বয়সেই তাঁর জনপ্রিয়তা বলিউডের প্রথম সারির তারকাদের সমতূল্য ছিল।
শ্রদ্ধা কাপুরের এই ‘বোন’-এর নাম জন্নত জুবের রহমানি। মাত্র ২২ বছর বয়সেই তাঁর জনপ্রিয়তা বলিউডের প্রথম সারির তারকাদের সমতূল্য ছিল।
টেলিভিশন শো 'চাঁদ কে পার চলো' দিয়ে অভিনয় জীবন শুরু করেন জন্নত। কিন্তু তাঁর জনপ্রিয়তা আসে সুপারহিট টিভি সিরিয়াল ‘ফুলওয়া’-র হাত ধরে।  ‘ফুলওয়া’-র সেই ছোট্ট মেয়েটি মন কেড়েছিল সবার। ২০১১-এ কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলওয়া’-র মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জন্নতকে।একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন জন্নত। যেমন-- 'আগাহ: দ্য ওয়ার্নিং', 'হিচকি'।
টেলিভিশন শো ‘চাঁদ কে পার চলো’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন জন্নত। কিন্তু তাঁর জনপ্রিয়তা আসে সুপারহিট টিভি সিরিয়াল ‘ফুলওয়া’-র হাত ধরে। ‘ফুলওয়া’-র সেই ছোট্ট মেয়েটি মন কেড়েছিল সবার। ২০১১-এ কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলওয়া’-র মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জন্নতকে।
একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন জন্নত। যেমন– ‘আগাহ: দ্য ওয়ার্নিং’, ‘হিচকি’।
জন্নতের বাবাও একজন অভিনেতা। অভিনয়ের যাবতীয় থুঁটিনাটি বাবার থেকেই শিখেছেন জন্নত। ‘ফুলওয়া’ ছাড়াও একাধিক সিরিয়ালে নজর কেড়েছেন জন্নত। ‘ভারত কা বীর পুত্র-মহারানা প্রতাপ’, ‘কাশি’, ‘মাট্টি কি বান্নো’, ‘মহা কুম্ভ’ ইত্যাদি সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। জন্নতের ভাই আয়ান জুবের রহমানিও একজন অভিনেতা। তিনিও শিশুশিল্পী হিসেবে পর্দায় পা রাখেন।
জন্নতের বাবাও একজন অভিনেতা। অভিনয়ের যাবতীয় থুঁটিনাটি বাবার থেকেই শিখেছেন জন্নত। ‘ফুলওয়া’ ছাড়াও একাধিক সিরিয়ালে নজর কেড়েছেন জন্নত। ‘ভারত কা বীর পুত্র-মহারানা প্রতাপ’, ‘কাশি’, ‘মাট্টি কি বান্নো’, ‘মহা কুম্ভ’ ইত্যাদি সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। জন্নতের ভাই আয়ান জুবের রহমানিও একজন অভিনেতা। তিনিও শিশুশিল্পী হিসেবে পর্দায় পা রাখেন।
সোশ্যাল মিডিয়ার 'স্টার' জন্নত। ঐশ্বর্য রাই, অমিতাভ বচ্চন, করিনা কাপুর এমনকি শাহরুখ খানের থেকেও ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশি।
সোশ্যাল মিডিয়ার ‘স্টার’ জন্নত। ঐশ্বর্য রাই, অমিতাভ বচ্চন, করিনা কাপুর এমনকি শাহরুখ খানের থেকেও ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশি।
জানা যায়, মাত্র ২২ বছর বয়সেই জন্নতের মোট সম্পত্তি ২২ কোটির। রয়েছে বিলাসবহুল বাড়ি, আলিসান গাড়ির সারি।

জানা যায়, মাত্র ২২ বছর বয়সেই জন্নতের মোট সম্পত্তি ২২ কোটির। রয়েছে বিলাসবহুল বাড়ি, আলিসান গাড়ির সারি।
তবে জন্নত শ্রদ্বা কাপুরের নিজের বোন বা জ্ঞাতি-তুতো বোন নয়। 'লভ কা দ্য এন্ড' ছবিতে তিনি শ্রদ্ধা কাপুরের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।
তবে জন্নত শ্রদ্বা কাপুরের নিজের বোন বা জ্ঞাতি-তুতো বোন নয়। ‘লভ কা দ্য এন্ড’ ছবিতে তিনি শ্রদ্ধা কাপুরের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।