গত কয়েক বছরে একের পর এক দক্ষিণী সিনেমার রিমেক হয়েছে বলিউডে। ‘তেরে নাম’ ‘গজনী’, ‘দৃশ্যম’, তালিকা অনেক লম্বা। প্রায় সবকটাই সুপারহিট। কিন্তু উল্টোটা? হ্যাঁ, বলিউডের ছবিও রিমেক হয়েছে দক্ষিণে। শুধু তাই নয় ব্লকবাস্টারও হয়েছে।

অমিতাভের এই ছবির রিমেক হয় দক্ষিণে, ভিড় উপচে পড়ে সিনেমা হলগুলিতে ! হয় ব্লকবাস্টার হিট

গত কয়েক বছরে একের পর এক দক্ষিণী সিনেমার রিমেক হয়েছে বলিউডে। ‘তেরে নাম’ ‘গজনী’, ‘দৃশ্যম’, তালিকা অনেক লম্বা। প্রায় সবকটাই সুপারহিট। কিন্তু উল্টোটা? হ্যাঁ, বলিউডের ছবিও রিমেক হয়েছে দক্ষিণে। শুধু তাই নয় ব্লকবাস্টারও হয়েছে।
গত কয়েক বছরে একের পর এক দক্ষিণী সিনেমার রিমেক হয়েছে বলিউডে। ‘তেরে নাম’ ‘গজনী’, ‘দৃশ্যম’, তালিকা অনেক লম্বা। প্রায় সবকটাই সুপারহিট। কিন্তু উল্টোটা? হ্যাঁ, বলিউডের ছবিও রিমেক হয়েছে দক্ষিণে। শুধু তাই নয় ব্লকবাস্টারও হয়েছে।
বলিউডের সবচেয়ে জনপ্রিয় নাম অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। একাধিক ব্লকবাস্টার ও সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০১৬ সালে একটি মহিলাকেন্দ্রিক ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসা সফল তো হয়ই, তাঁর কাজও অত্যন্ত প্রশংসিত হয়েছিল।
বলিউডের সবচেয়ে জনপ্রিয় নাম অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। একাধিক ব্লকবাস্টার ও সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০১৬ সালে একটি মহিলাকেন্দ্রিক ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসা সফল তো হয়ই, তাঁর কাজও অত্যন্ত প্রশংসিত হয়েছিল।
অমিতাভ বচ্চনের এই ছবির বাজেট ছিল ৩০ কোটি টাকা। বক্স অফিসে ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল। পাঁচ বছর পর তেলেগুতে রিমেক হয় এই ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার পবন কল্যাণ। ছবির নাম ‘উকিল সাব’। হিন্দি ছবির থেকে আলাদা দেখানোর জন্য প্রচুর অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্স রাখা হয় ছবিতে। যার কারণে ছবি তৈরি করতে খরচ হয় ৩০ কোটি টাকা।পবন কল্যাণ অভিনীত এই ছবি মুক্তি পায় লকডাউনের সময়, ২০২১ সালে।
অমিতাভ বচ্চনের এই ছবির বাজেট ছিল ৩০ কোটি টাকা। বক্স অফিসে ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল। পাঁচ বছর পর তেলেগুতে রিমেক হয় এই ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার পবন কল্যাণ। ছবির নাম ‘উকিল সাব’। হিন্দি ছবির থেকে আলাদা দেখানোর জন্য প্রচুর অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্স রাখা হয় ছবিতে। যার কারণে ছবি তৈরি করতে খরচ হয় ৩০ কোটি টাকা।
পবন কল্যাণ অভিনীত এই ছবি মুক্তি পায় লকডাউনের সময়, ২০২১ সালে।
করোনা মহামারীর মধ্যে বেশিরভাগ সিনেমা হলই বন্ধ ছিল। টিমটিম করে চলছিল গুটিকয়েক। ১৩৭ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। একই সময় মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার ১০ কোটি টাকা তুলতেও নাভিশ্বাস উঠে গিয়েছিল। সেখানে ১৩৭ কোটি রেকর্ড।
করোনা মহামারীর মধ্যে বেশিরভাগ সিনেমা হলই বন্ধ ছিল। টিমটিম করে চলছিল গুটিকয়েক। ১৩৭ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। একই সময় মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার ১০ কোটি টাকা তুলতেও নাভিশ্বাস উঠে গিয়েছিল। সেখানে ১৩৭ কোটি রেকর্ড।
অমিতাভ অভিনীত হিন্দি ছবিটির নাম ছিল ‘পিঙ্ক’। সুজিত সরকার প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরি। তিন স্বাধীন চাকরিজীবী মহিলা এক প্রভাবশালী বন্ধুর সঙ্গে ঝামেলায় জ্রিয়ে পড়েন, এখান থেকেই শুরু হয় গল্প। অমিতাভ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রেয়া তারিয়াং, বিজয় ভার্মা, অঙ্গদ বেদির মতো অভিনেতা অভিনেত্রীরা।
অমিতাভ অভিনীত হিন্দি ছবিটির নাম ছিল ‘পিঙ্ক’। সুজিত সরকার প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরি। তিন স্বাধীন চাকরিজীবী মহিলা এক প্রভাবশালী বন্ধুর সঙ্গে ঝামেলায় জ্রিয়ে পড়েন, এখান থেকেই শুরু হয় গল্প। অমিতাভ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রেয়া তারিয়াং, বিজয় ভার্মা, অঙ্গদ বেদির মতো অভিনেতা অভিনেত্রীরা।
আইএমডিবি-তে এই ছবির রেটিং রয়েছে ৮.১। অন্য দিকে, পবন কল্যাণ অভিনীত ‘উকিল সাব’ ছবির পরিচালক ভেনু শ্রীরাম। অভিনয় করেছেন অঞ্জলি, নিবেতা থমাস, অনন্যা নাগাল্লা, শ্রুতি হাসান প্রমুখ। আইএমডিবি-তে এই ছবির রেটিং রয়েছে ৬.৯।
আইএমডিবি-তে এই ছবির রেটিং রয়েছে ৮.১। অন্য দিকে, পবন কল্যাণ অভিনীত ‘উকিল সাব’ ছবির পরিচালক ভেনু শ্রীরাম। অভিনয় করেছেন অঞ্জলি, নিবেতা থমাস, অনন্যা নাগাল্লা, শ্রুতি হাসান প্রমুখ। আইএমডিবি-তে এই ছবির রেটিং রয়েছে ৬.৯।