প্রতিবাদী মঞ্চে একা বসে রয়েছেন বৃদ্ধা

R G Kar Protest: স্বাধীনতা দিবসের আগের দিন অন্য এক কোজাগরীর রাত দেখলেন বাংলার লক্ষ্মীরা

নদিয়া: কোজাগরী লক্ষ্মীপুজোর কথা আমরা সকলেই জানি। কোজাগরী- মানে ‘কে জাগো রে’৷ কোজাগরীর রাতে গৃহস্থ থেকে গৃহকর্তী সকলেই প্রতীক্ষায় থাকেন মা লক্ষ্মীর আগমনের। স্বাধীনতার পুণ্য লগ্নেও আরও এক কোজাগরীর রাত পালন করলেন বাংলার মা বোনেরা।

স্বাধীনতার এত বছর পরেও আবারও অন্য এক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী থাকলো গোটা দেশ। তবে এবারের সংগ্রামটা বাইরের কোনও শত্রুর জন্য নয়, সংগ্রামটা নিজের দেশের নারী সুরক্ষা নিয়ে। স্বাধীনতার আগের রাতে অর্থাৎ, ১৪ আগস্ট গোটা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত, বিভিন্ন জায়গায় জমায়েত করলেন শিশু, কিশোরী, যুবতী, বৃদ্ধা সমস্ত বয়সের মহিলারা। স্বাধীনতার এত বছর পরেও এখনও আক্ষরিক অর্থে তারা পরাধীনতার চাদরে মুড়ে রয়েছেন তারই প্রতিবাদে এই নৈশ্য জমায়েত।

গোটা দেশ তথা বাংলার মতোই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে এদিন ছিল মৌন মিছিল ও নৈশ্য জমায়েত। বাড়ির সকল মহিলারা বেরিয়ে এসেছিলেন রাস্তায়। শুধু মহিলারাই নন তাদের পাশাপাশি তাদের সাহস জোগাতে ছিলেন পুরুষেরাও।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! লাল কেল্লা থেকে বার্তা রাজ্য সরকারদের

কলকাতার নামকরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম আর জি কর মেডিক্যাল কলেজ। বছরের ৩৬৫ দিন রোগীর চাপ সামলাতে হিমশিম খান সেখানকার জুনিয়র থেকে সিনিয়র সমস্ত চিকিৎসকেরাই। সেই আর জি করে হয়ে গেল ভয়াবহ এক নৃশংসতা। নাইট ডিউটিতে কর্মরত এক জুনিয়র মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন জখম মৃতদেহ পাওয়া গেল হাসপাতালে সেমিনার হলে।

এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য! মোমবাতি মিছিল থেকে শুরু করে গোটা রাজ্যের চিকিৎসকদের কর্মবিরতি! বসানো হল তদন্ত কমিটি! দু’দিনের মধ্যেই ধরা হল এক অভিযুক্তকে! যে একজন সিভিক ভলেন্টিয়ার, এই ঘটনায় ‘আপাতত’ মূল অভিযুক্ত! তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা!

আরও পড়ুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের

যদিও এর আগে এই ঘটনায় বিভিন্ন চিকিৎসক মহল থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে! প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। তবে জাতি, ধর্ম, এমনকি রাজনৈতিক রঙ ভুলে সম্মিলিতভাবে সমস্ত নারী জাতিকে নিশুতি রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে প্রতিবাদ করা হয়তো দেখেনি গোটা বাংলা! এই প্রথম বাংলার মেয়েদের এই প্রতিবাদের সাক্ষী থাকলো গোটা সমাজ!

Mainak Debnath