নিঃশব্দে চিরতরে চলে গেলেন হেমা মালিনীর কাছের মানুষ

Dream Girl Producer Death: নিঃশব্দে চিরতরে চলে গেলেন হেমা মালিনীর কাছের মানুষ, ‘ড্রিম গার্ল’ প্রযোজক রাজ বহেলের মৃত্যুতে শোকের ছায়া

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই একের পর এক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে সকলকে৷ রবিবার কুমার সাহানির মৃত্যুশোকের মধ্যেই ফের মৃত্যু সংবাদে সকলের মন ভারাক্রান্ত৷ চিরতরে চলে গেলেন ‘ড্রিম গার্ল’ প্রযোজক ইন্দর রাজ বহেল৷ নিজের প্রিয়জনকে হারালেন হেমা মালিনী৷ প্রযোজকের মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারু তথা বলিউড প্রযোজক ইন্দর রাজ বহালের মৃত্যু হয়েছে ২৩ ফেব্রুয়ারি৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইন্দর রাজ বহেল৷ মৃ্ত্যুকালে প্রযোজকের বয়স হয়েছিল ৯২ বছর৷

আরও পড়ুন-        মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-       মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

অভিনেত্রীর হেমা মালিনীর দীর্ঘদিনের পরিচিত ছিলেন রাজ৷ ১৯৭৭ সালে অভিনেত্রীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে ‘ড্রিম গার্ল’ প্রযোজনা করেছিলেন ইন্দর রাজ বহেন। পরবর্তীতে হেমা মালিনীর কেরিয়ারের মাইলস্টোন হয় এই ছবি। শুধু তাই নয়, সকলের কাছেই তিনি ‘ড্রিম গার্ল’ নামেই পরিচিতি পান। তবে শুধু ‘ড্রিম গার্ল’ নয়, বেশ কিছু ছবি যেমন ‘স্বামী ‘, ‘শকিনস ‘ ও প্রযোজনা করেছেন তিনি৷

সিনেমা ছাড়াও টেলিভিশনেও নিজের ছাপ রেখেছেন তিনি৷ ‘দর্পণ ‘, ‘বেনারস ‘-এর মতো বেশ কিছু টিভি শি প্রযোজনা করেছেন ইন্দর৷ রাজ বহালের মৃত্যুর খবরে সকলেই শোকাহত৷