বাংলার পড়শি রাজ্য ওড়িশার কটকে জন্ম এই গায়িকার। গোটা দেশে শুধু গান গাওয়ার জন্যই নয়, বরং তাঁর আরও বেশি পরিচিতি 'ঠোঁটকাটা' হিসেবে। নিজের সাহস ও জ্ঞানের উপর ভিত্তি করে নিজের মনের কথা বলতে কখনওই পিছপা হন না তিনি। ইঞ্জিনিয়ারিং করা বিখ্যাত সব ব্র্যান্ডের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। তিনি সোনা মহাপাত্র।

Sona Mohapatra: ‘সোনা’ মেয়ে বড্ড অবাধ্য! মুখে কিচ্ছু আটকায় না এই গায়িকার? ওড়িশার মেয়ে ‘গাল’ দিয়েছিলেন সচিনকেও!

বাংলার পড়শি রাজ্য ওড়িশার কটকে জন্ম এই গায়িকার। গোটা দেশে শুধু গান গাওয়ার জন্যই নয়, বরং তাঁর আরও বেশি পরিচিতি 'ঠোঁটকাটা' হিসেবে। নিজের সাহস ও জ্ঞানের উপর ভিত্তি করে নিজের মনের কথা বলতে কখনওই পিছপা হন না তিনি। ইঞ্জিনিয়ারিং করা বিখ্যাত সব ব্র্যান্ডের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। তিনি সোনা মহাপাত্র।
বাংলার পড়শি রাজ্য ওড়িশার কটকে জন্ম এই গায়িকার। গোটা দেশে শুধু গান গাওয়ার জন্যই নয়, বরং তাঁর আরও বেশি পরিচিতি ‘ঠোঁটকাটা’ হিসেবে। নিজের সাহস ও জ্ঞানের উপর ভিত্তি করে নিজের মনের কথা বলতে কখনওই পিছপা হন না তিনি। ইঞ্জিনিয়ারিং করা বিখ্যাত সব ব্র্যান্ডের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। তিনি সোনা মহাপাত্র।
বলিউড, খেলার জগৎ থেকে রাজনৈতিক ময়দান, কোথাও কোনও 'বেঠিক' দেখলেই ফোঁস করে ওঠেন সোনা। নামে 'সোনা' হলেও, এ মেয়ে যে একেবারেই অবাধ্য সেকথা দেগে দিতে ছাড়েন না সমালোচকেরাও।
বলিউড, খেলার জগৎ থেকে রাজনৈতিক ময়দান, কোথাও কোনও ‘বেঠিক’ দেখলেই ফোঁস করে ওঠেন সোনা। নামে ‘সোনা’ হলেও, এ মেয়ে যে একেবারেই অবাধ্য সেকথা দেগে দিতে ছাড়েন না সমালোচকেরাও।
তাঁর গানের গলা যেমন অন্যরকম, ছকভাঙা। তেমনই মানুষ হিসেবেও নিজেকে ছকভাঙা তৈরি করতে ভালবাসেন সোনা মহাপাত্র। আমির খানের টেলিভিশন শো 'সত্যমেব জয়তে'-র টাইটেল ট্র্যাক গেয়ে খুবই জনপ্রিয়তা পান সোনা।
তাঁর গানের গলা যেমন অন্যরকম, ছকভাঙা। তেমনই মানুষ হিসেবেও নিজেকে ছকভাঙা তৈরি করতে ভালবাসেন সোনা মহাপাত্র। আমির খানের টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’-র টাইটেল ট্র্যাক গেয়ে খুবই জনপ্রিয়তা পান সোনা।
সোনা বলেন, 'বলিউডে ওড়িশা গায়িকার প্রভাব কোথায়? নিজেকে বাদে সবই তো পঞ্জাবি, রাজস্থানী, বাঙালি বা দক্ষিণী দেখি'। বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক রাম সমপতের স্ত্রী হয়েছেন সোনা ২০০৫ সালে।
সোনা বলেন, ‘বলিউডে ওড়িশা গায়িকার প্রভাব কোথায়? নিজেকে বাদে সবই তো পঞ্জাবি, রাজস্থানী, বাঙালি বা দক্ষিণী দেখি’। বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক রাম সমপতের স্ত্রী হয়েছেন সোনা ২০০৫ সালে।
মুম্বইতে সোনা ও রামের নিজস্ব গানের স্টুডিও সঙ্গীত প্রযোজনা সংস্থা রয়েছে, নাম ওমগ্রোন। ২০১৮ সালে প্রথম সোনা মহাপাত্র কৈলাশ খের ও অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থাকারীর অভিযোগ তুলেছিলেন। সেই থেকেই বলিউডের 'ঠোঁটকাটা' গায়িকা সোনা।
মুম্বইতে সোনা ও রামের নিজস্ব গানের স্টুডিও সঙ্গীত প্রযোজনা সংস্থা রয়েছে, নাম ওমগ্রোন। ২০১৮ সালে প্রথম সোনা মহাপাত্র কৈলাশ খের ও অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থাকারীর অভিযোগ তুলেছিলেন। সেই থেকেই বলিউডের ‘ঠোঁটকাটা’ গায়িকা সোনা।
একটি সাক্ষাৎকারে সোনা বলেছেন, 'কৈলাশ ও অনুর বিরুদ্ধে বলার পর খুনের হুমকি পেয়েছি, ধর্ষণের হুমকি পেয়েছি, আরও কত কিছুর যে হুমকি পেয়েছি তা বলতে পারব না। তবে আমাকে চুপ করানো যাবে না'।
একটি সাক্ষাৎকারে সোনা বলেছেন, ‘কৈলাশ ও অনুর বিরুদ্ধে বলার পর খুনের হুমকি পেয়েছি, ধর্ষণের হুমকি পেয়েছি, আরও কত কিছুর যে হুমকি পেয়েছি তা বলতে পারব না। তবে আমাকে চুপ করানো যাবে না’।
একবার সোনা ক্রিকেট ইশ্বর সচিন তেন্ডুলকরের বিরুদ্ধেও ট্যুইট করেছিলেন। অনু মালিকের মতো 'যৌন হেনস্থাকারী' যে শো-এর বিচারক, সেই গানের প্রতিযোগিতার শো-এর প্রচার করেছিলেন সচিন। সে কারণে সচিনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সোনা।
একবার সোনা ক্রিকেট ইশ্বর সচিন তেন্ডুলকরের বিরুদ্ধেও ট্যুইট করেছিলেন। অনু মালিকের মতো ‘যৌন হেনস্থাকারী’ যে শো-এর বিচারক, সেই গানের প্রতিযোগিতার শো-এর প্রচার করেছিলেন সচিন। সে কারণে সচিনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সোনা।
তবে তা নিয়ে তীব্র বিতর্ক হওয়ায় পরে নিজের ট্যুইটের ব্যাখ্যাও দেন সোনা। সরাসরি সচিনের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই তা দাবি করেছিলেন সোনা। গায়িকা সলমান খানের বিরুদ্ধেও ঝাঁঝালো বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার 'ভারত' ছবি নাকোচ করার পর।
তবে তা নিয়ে তীব্র বিতর্ক হওয়ায় পরে নিজের ট্যুইটের ব্যাখ্যাও দেন সোনা। সরাসরি সচিনের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই তা দাবি করেছিলেন সোনা। গায়িকা সলমান খানের বিরুদ্ধেও ঝাঁঝালো বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘ভারত’ ছবি নাকোচ করার পর।
সোনা মহাপাত্র নিজে একটি ডকুমেন্টারি ছবি তৈরি করেছেন। সেটির নাম 'শাট আপ সোনা'। বহু পুরস্কারও পেয়েছে ছবিটি। করোনার সময় কর্মহীন হয়ে পড়েছিলেন সোনা। সেই সময়ই মূলত এই ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন গায়িকা। দীপ্তি গুপ্ত পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম ‘শাট আপ সোনা’। সোনা মহাপাত্রর জীবনের কিছু অজানা গল্প উঠে এসেছে এই ডকুমেন্টারি ফিল্মে।
সোনা মহাপাত্র নিজে একটি ডকুমেন্টারি ছবি তৈরি করেছেন। সেটির নাম ‘শাট আপ সোনা’। বহু পুরস্কারও পেয়েছে ছবিটি। করোনার সময় কর্মহীন হয়ে পড়েছিলেন সোনা। সেই সময়ই মূলত এই ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন গায়িকা। দীপ্তি গুপ্ত পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম ‘শাট আপ সোনা’। সোনা মহাপাত্রর জীবনের কিছু অজানা গল্প উঠে এসেছে এই ডকুমেন্টারি ফিল্মে।
#মিটু মুভমেন্ট ও স্লাট-শেমিং নিয়ে সরব হয়েছেন সোনা। চিরকারলই নানা মন্তব্য করে বিতর্কের শিরোনামে থাকেন সোনা মহাপাত্র। পাল্টা ট্রোল করলেও দমে যান না সোনা। একবার বিকিনি পরা ছবি পোস্ট করে কটূক্তির শিকার হয়েছিলেন সোনা। জবাবে লিখেছিলেন, 'আমি গত সন্ধেয় যে ছবি পোস্ট করেছিলাম সেখানে কিছু মানুষ লিখেছিলেন ‘এই ধরণের পোশাক পড়বেন, তারপর #মিটু নিয়ে কথা বলবেন?!’ আবার কিছুজন বলেছেন, ‘ভেবেছিলাম আপনি সিরিয়াস মানুষ?!’ আবার অনেকে ভালবাসাও জানিয়েছেন। আমার কিছু যায় আসে না, ঠিক যেমন নিজের কষ্ট করে ভুঁড়ি কমানো নিয়েও কোনও মাথাব্যথা নেই।'
#মিটু মুভমেন্ট ও স্লাট-শেমিং নিয়ে সরব হয়েছেন সোনা। চিরকারলই নানা মন্তব্য করে বিতর্কের শিরোনামে থাকেন সোনা মহাপাত্র। পাল্টা ট্রোল করলেও দমে যান না সোনা। একবার বিকিনি পরা ছবি পোস্ট করে কটূক্তির শিকার হয়েছিলেন সোনা। জবাবে লিখেছিলেন, ‘আমি গত সন্ধেয় যে ছবি পোস্ট করেছিলাম সেখানে কিছু মানুষ লিখেছিলেন ‘এই ধরণের পোশাক পড়বেন, তারপর #মিটু নিয়ে কথা বলবেন?!’ আবার কিছুজন বলেছেন, ‘ভেবেছিলাম আপনি সিরিয়াস মানুষ?!’ আবার অনেকে ভালবাসাও জানিয়েছেন। আমার কিছু যায় আসে না, ঠিক যেমন নিজের কষ্ট করে ভুঁড়ি কমানো নিয়েও কোনও মাথাব্যথা নেই।’
সম্প্রতি রাহুল গান্ধি ন্যায় যাত্রায় নির্বাচনের প্রচারের সময় আক্রমণ করেছিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় যাওয়া নিয়ে ছিল এই বিদ্রুপ। সোনা মহাপাত্র তা নিয়ে মুখ খুলেছিলেন। রাহুলকে বিঁধতে ছাড়েননি ওড়িশার মেয়ে।
সম্প্রতি রাহুল গান্ধি ন্যায় যাত্রায় নির্বাচনের প্রচারের সময় আক্রমণ করেছিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় যাওয়া নিয়ে ছিল এই বিদ্রুপ। সোনা মহাপাত্র তা নিয়ে মুখ খুলেছিলেন। রাহুলকে বিঁধতে ছাড়েননি ওড়িশার মেয়ে।