শোলে৷ ১৯৭৫ সালে তৈরি ওই একটা সিনেমা, যেটা এখনও টিভি-র কোনও চ্যানেলে দেখতে পেলে, চট করে চ্যানেল চেঞ্জ করতে পারেন না৷ ডায়লগ থেকে শুরু করে গান...অনেকেরই প্রায় ঠোঁটস্থ৷ তা-ও বার বার একাধিকবার দেখার রোমাঞ্চ৷ জয়, বীরু, বসন্তী গব্বর, ঠাকুর এরা যেন আমাদেরই জীবনের জ্বলজ্যান্ত কয়েকটা চরিত্র৷

bollywood story: সঞ্জীব কুমার নয়, ‘ঠাকুর’ চরিত্রে কে প্রথম পছন্দ ছিলেন জানেন? ‘গব্বর’ চরিত্রেও দেখা যেতে পারত অন্য মুখ, জানুন ‘শোলে’র অন্য কাস্ট

শোলে৷ ১৯৭৫ সালে তৈরি ওই একটা সিনেমা, যেটা এখনও টিভি-র কোনও চ্যানেলে দেখতে পেলে, চট করে চ্যানেল চেঞ্জ করতে পারেন না৷ ডায়লগ থেকে শুরু করে গান...অনেকেরই প্রায় ঠোঁটস্থ৷ তা-ও বার বার একাধিকবার দেখার রোমাঞ্চ৷ জয়, বীরু, বসন্তী গব্বর, ঠাকুর এরা যেন আমাদেরই জীবনের জ্বলজ্যান্ত কয়েকটা চরিত্র৷
শোলে৷ ১৯৭৫ সালে তৈরি ওই একটা সিনেমা, যেটা এখনও টিভি-র কোনও চ্যানেলে দেখতে পেলে, চট করে চ্যানেল চেঞ্জ করতে পারেন না৷ ডায়লগ থেকে শুরু করে গান…অনেকেরই প্রায় ঠোঁটস্থ৷ তা-ও বার বার একাধিকবার দেখার রোমাঞ্চ৷ জয়, বীরু, বসন্তী গব্বর, ঠাকুর এরা যেন আমাদেরই জীবনের জ্বলজ্যান্ত কয়েকটা চরিত্র৷
সত্তরের দশকে মুক্তি পাওয়া এই সিনেমা সে বছরের অন্য সব সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। আপনি নিশ্চয়ই ‘শোলে’ সিনেমার পিছনের একাধিক গল্প শুনে থাকবেন, আজ এই সিনেমারই অন্য একটা গল্প শোনাচ্ছি আমরা৷
সত্তরের দশকে মুক্তি পাওয়া এই সিনেমা সে বছরের অন্য সব সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। আপনি নিশ্চয়ই ‘শোলে’ সিনেমার পিছনের একাধিক গল্প শুনে থাকবেন, আজ এই সিনেমারই অন্য একটা গল্প শোনাচ্ছি আমরা৷
আপনি কি জানেন যে, সঞ্জীব কুমার এই সিনেমার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। শুধু তাই নয়, তিনি নিজেও 'ঠাকুর' চরিত্রে অভিনয় করতে চাননি। বরং তাঁর পছন্দ ছিল ‘শোলে’ সিনেমার অন্য এক চরিত্র৷ এই সিনেমায় ‘ঠাকুরে’র চরিত্রে সঞ্জীব কুমারের পরিবর্তে, নির্মাতারা অন্য এক অভিজ্ঞ অভিনেতাকে কাস্ট করতে চেয়েছিলেন।
আপনি কি জানেন যে, সঞ্জীব কুমার এই সিনেমার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। শুধু তাই নয়, তিনি নিজেও ‘ঠাকুর’ চরিত্রে অভিনয় করতে চাননি। বরং তাঁর পছন্দ ছিল ‘শোলে’ সিনেমার অন্য এক চরিত্র৷ এই সিনেমায় ‘ঠাকুরে’র চরিত্রে সঞ্জীব কুমারের পরিবর্তে, নির্মাতারা অন্য এক অভিজ্ঞ অভিনেতাকে কাস্ট করতে চেয়েছিলেন।
গব্বর, জয়-বীরু, বসন্তী থেকে শুরু করে 'শোলে'র ঠাকুর৷ ‘শোলে’ সিনেমার এমন অনেক চরিত্র আছে যাদের মানুষ কখনও ভুলতে পারবে না। মাল্টিস্টারার ফিল্মে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া বচ্চন এবং সঞ্জীব কুমার নিজের নিজের চরিত্রে চিরস্মরণীয় অভিনয় করেছিলেন৷ যা দেখে কেউ কোনও দিন ভাবতেও পারবেন না, যে ওই চরিত্রে অন্য কারও অভিনয় করার কথা ছিল৷
গব্বর, জয়-বীরু, বসন্তী থেকে শুরু করে ‘শোলে’র ঠাকুর৷ ‘শোলে’ সিনেমার এমন অনেক চরিত্র আছে যাদের মানুষ কখনও ভুলতে পারবে না। মাল্টিস্টারার ফিল্মে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া বচ্চন এবং সঞ্জীব কুমার নিজের নিজের চরিত্রে চিরস্মরণীয় অভিনয় করেছিলেন৷ যা দেখে কেউ কোনও দিন ভাবতেও পারবেন না, যে ওই চরিত্রে অন্য কারও অভিনয় করার কথা ছিল৷
আসলে সঞ্জীব কুমার ‘গব্বরে’র রোল করতে চেয়েছিলেন৷ কারণ, গব্বরের রোলটি তাঁর অত্যন্ত চ্যালেঞ্জিং লেগেছিল৷ কিন্তু, নির্মাতারা 'গব্বর' চরিত্রে আমজাদ খানকে অলরেডি সাইন করে দিয়েছিলেন রমেশ সিপ্পি। তাই সঞ্জীব কুমারের ওই রোল পাওয়ার সুযোগই ছিল না৷
আসলে সঞ্জীব কুমার ‘গব্বরে’র রোল করতে চেয়েছিলেন৷ কারণ, গব্বরের রোলটি তাঁর অত্যন্ত চ্যালেঞ্জিং লেগেছিল৷ কিন্তু, নির্মাতারা ‘গব্বর’ চরিত্রে আমজাদ খানকে অলরেডি সাইন করে দিয়েছিলেন রমেশ সিপ্পি। তাই সঞ্জীব কুমারের ওই রোল পাওয়ার সুযোগই ছিল না৷
আসলে 'ঠাকুর' চরিত্রে রমেশ সিপ্পির প্রথম পছন্দ সঞ্জীব কুমার নয়, ছিলেন দিলীপ কুমার৷ কিন্তু দিলীপ কুমার এই চরিত্রে অভিনয় করতে চাননি। এরপরেও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে, দিলীপ কুমার এই চরিত্র প্রত্যাখ্যান করা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।
আসলে ‘ঠাকুর’ চরিত্রে রমেশ সিপ্পির প্রথম পছন্দ সঞ্জীব কুমার নয়, ছিলেন দিলীপ কুমার৷ কিন্তু দিলীপ কুমার এই চরিত্রে অভিনয় করতে চাননি। এরপরেও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে, দিলীপ কুমার এই চরিত্র প্রত্যাখ্যান করা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।
দিলীপ কুমার ঠাকুর চরিত্রটি প্রত্যাখ্যান করার পরে, অপেক্ষাকৃত তরুণ অভিনেতা সঞ্জীব কুমারকেই প্রবীণ ‘ঠাকুরে’র চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়৷ তার পর বাকিটা তো ইতিহাস৷ এই চরিত্রে অভিনয়ের জন্য সঞ্জীব কুমার অমিতাভের চেয়েও বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন৷
দিলীপ কুমার ঠাকুর চরিত্রটি প্রত্যাখ্যান করার পরে, অপেক্ষাকৃত তরুণ অভিনেতা সঞ্জীব কুমারকেই প্রবীণ ‘ঠাকুরে’র চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়৷ তার পর বাকিটা তো ইতিহাস৷ এই চরিত্রে অভিনয়ের জন্য সঞ্জীব কুমার অমিতাভের চেয়েও বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন৷
ছবির গল্প লিখেছেন লেখক সেলিম খান এবং জাভেদ আখতারের জুটি ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবিতে 'ঠাকুর বলদেব সিং'-এর চরিত্রে অভিনয় করার জন্য সঞ্জীব কুমার পেয়েছিলেন ১ লাখ ২৫ হাজার টাকা।
ছবির গল্প লিখেছেন লেখক সেলিম খান এবং জাভেদ আখতারের জুটি ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবিতে ‘ঠাকুর বলদেব সিং’-এর চরিত্রে অভিনয় করার জন্য সঞ্জীব কুমার পেয়েছিলেন ১ লাখ ২৫ হাজার টাকা।
আপনি হয়ত বিশ্বাস করবেন না, কিন্তু অমিতাভ বচ্চন 'জয়' চরিত্রের জন্য সঞ্জীব কুমারের থেকে কম টাকা পারিশ্রমিক পেয়েছেন। এই চরিত্রের জন্য তিনি পেয়েছিলেন মাত্র ১ লাখ টাকা।
আপনি হয়ত বিশ্বাস করবেন না, কিন্তু অমিতাভ বচ্চন ‘জয়’ চরিত্রের জন্য সঞ্জীব কুমারের থেকে কম টাকা পারিশ্রমিক পেয়েছেন। এই চরিত্রের জন্য তিনি পেয়েছিলেন মাত্র ১ লাখ টাকা।sholay