Sharmila Tagore House: খ্যাতনাম নায়িকা পতৌদি ঘরণী শর্মিলা ঠাকুর পুরোপুরি মনে প্রাণে বাঙালি! এখনও বাড়িতে যা করেন, শুনলে লজ্জাই লাগবে! এবার পতৌদি প্যালেসের গোপন তথ্য ফাঁস

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে কে না চেনেন৷ তুখোড় অভিনেত্রী, স্বনামধন্য ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির স্ত্রী৷ অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন। সিনেমা প্রেমীরা তাঁর সৌন্দর্যের ভক্ত। শর্মিলার মেয়ে ও অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে পতৌদি প্রাসাদের গোপন কথা জানিয়েছেন।
বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে কে না চেনেন৷ তুখোড় অভিনেত্রী, স্বনামধন্য ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির স্ত্রী৷ অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন। সিনেমা প্রেমীরা তাঁর সৌন্দর্যের ভক্ত। শর্মিলার মেয়ে ও অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে পতৌদি প্রাসাদের গোপন কথা জানিয়েছেন।
বাঙালি বাড়ির মেয়ে শর্মিলা৷ ছোট থেকে সেভাবে বড় হয়েছেন৷ ফলে গুছিয়ে সংসার করার যে সুপ্ত ইচ্ছা যে কোনও বাঙালি মহিলার থাকে, তাঁরও রয়েছে৷ নিজে নামী অভিনেত্রী হয়েও সুন্দরভাবে সংসার করছেন৷ এমনকী এখনও সংসার সামলাচ্ছেন দক্ষ ভাবে৷
বাঙালি বাড়ির মেয়ে শর্মিলা৷ ছোট থেকে সেভাবে বড় হয়েছেন৷ ফলে গুছিয়ে সংসার করার যে সুপ্ত ইচ্ছা যে কোনও বাঙালি মহিলার থাকে, তাঁরও রয়েছে৷ নিজে নামী অভিনেত্রী হয়েও সুন্দরভাবে সংসার করছেন৷ এমনকী এখনও সংসার সামলাচ্ছেন দক্ষ ভাবে৷
পতৌদি পরিবার, রাজ পরিবারে বিয়ে হয়েও সংসার সামলানোর পদ্ধতিতে খুব বেশি বদল করেননি শর্মিলা৷ মেয়ে সোহা আলি খান জানিয়েছেন তাঁর মায়ের সংসার চালানোর গোপন কথা!
পতৌদি পরিবার, রাজ পরিবারে বিয়ে হয়েও সংসার সামলানোর পদ্ধতিতে খুব বেশি বদল করেননি শর্মিলা৷ মেয়ে সোহা আলি খান জানিয়েছেন তাঁর মায়ের সংসার চালানোর গোপন কথা!
সোহা জানান, আজও তাঁর মা বাড়ির অ্যাকাউন্টের খেয়াল রাখেন৷ অর্থাৎ সংসার চালানোর জাবতীয় খরচ কোথায় কী হবে, তিনি সেটা করেন৷ এবং সবকিছু যেন ঠিকঠাকভাবে করা হয় তা নিশ্চিত করেন। সোহা আরও জানান, তাঁর মা, শর্মিলা, প্রতিদিনের খরচের হিসেব রাখেন। প্রতিটি টাকার হিসেব করেন শর্মিলা, এমনই জানা গিয়েছে৷
সোহা জানান, আজও তাঁর মা বাড়ির অ্যাকাউন্টের খেয়াল রাখেন৷ অর্থাৎ সংসার চালানোর জাবতীয় খরচ কোথায় কী হবে, তিনি সেটা করেন৷ এবং সবকিছু যেন ঠিকঠাকভাবে করা হয় তা নিশ্চিত করেন। সোহা আরও জানান, তাঁর মা, শর্মিলা, প্রতিদিনের খরচের হিসেব রাখেন। প্রতিটি টাকার হিসেব করেন শর্মিলা, এমনই জানা গিয়েছে৷
কীভাবে বাড়ির খরচ বাঁচান শর্মিলা, তাও বলেছেন মেয়ে৷ তিনি বলেন যে শর্মিলা ঠাকুর তাঁদের রাজপ্রাসাদের পেইন্টিং এর পরিবর্তে চুন রং করিয়েছেন, কারণ এটি কম ব্যয়বহুল। শুধু তাই নয়, বহু বছর ধরে পতৌদি প্রাসাদে নতুন কিছু আসেনি কারণ এখানকার স্থাপত্য ও খোদাই খুব সুন্দর।
কীভাবে বাড়ির খরচ বাঁচান শর্মিলা, তাও বলেছেন মেয়ে৷ তিনি বলেন যে শর্মিলা ঠাকুর তাঁদের রাজপ্রাসাদের পেইন্টিং এর পরিবর্তে চুন রং করিয়েছেন, কারণ এটি কম ব্যয়বহুল।
শুধু তাই নয়, বহু বছর ধরে পতৌদি প্রাসাদে নতুন কিছু আসেনি কারণ এখানকার স্থাপত্য ও খোদাই খুব সুন্দর।
শুধু তাই নয়, বহু বছর ধরে পতৌদি প্রাসাদে নতুন কিছু আসেনি কারণ এখানকার স্থাপত্য ও খোদাই খুব সুন্দর।
পতৌদি প্রাসাদের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে তাঁর ঠাকুমা ছিলেন ভোপালের বেগম এবং তাঁর ঠাকুরদা ছিলেন নবাব পতৌদি। সাইফ ইলি খান ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন এবং তাঁকে রাজকুমার করা হয়। সোহার জন্ম ১৯৭৮ সালে, কিন্তু ততক্ষণে রয়্যাল বা রাজ পরিবারের উপাধি পাওয়া শেষ হয়ে গিয়েছিল৷ ফলে সোহা পতৌদির বাড়ির মেয়ে হয়েও রাজকন্যা হয়ে উঠতে পারেননি।
পতৌদি প্রাসাদের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে তাঁর ঠাকুমা ছিলেন ভোপালের বেগম এবং তাঁর ঠাকুরদা ছিলেন নবাব পতৌদি। সাইফ ইলি খান ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন এবং তাঁকে রাজকুমার করা হয়। সোহার জন্ম ১৯৭৮ সালে, কিন্তু ততক্ষণে রয়্যাল বা রাজ পরিবারের উপাধি পাওয়া শেষ হয়ে গিয়েছিল৷ ফলে সোহা পতৌদির বাড়ির মেয়ে হয়েও রাজকন্যা হয়ে উঠতে পারেননি।
পতৌদি প্যালেস তৈরি করেছিলেন সোহার ঠাকুরদা অর্থাৎ শর্মিলার শ্বশুর। তিনি জানান যে পতৌদি প্রাসাদ তৈরির সময় তাঁদের অর্থে টান পড়ে, তাই মেঝেতে মার্বেল স্থাপনের পরিবর্তে, প্রচুর সিমেন্টের কাজ করা হয়েছিল এবং উপরে কার্পেট বিছানো হয়েছিল।
পতৌদি প্যালেস তৈরি করেছিলেন সোহার ঠাকুরদা অর্থাৎ শর্মিলার শ্বশুর। তিনি জানান যে পতৌদি প্রাসাদ তৈরির সময় তাঁদের অর্থে টান পড়ে, তাই মেঝেতে মার্বেল স্থাপনের পরিবর্তে, প্রচুর সিমেন্টের কাজ করা হয়েছিল এবং উপরে কার্পেট বিছানো হয়েছিল।