বন্যা কবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বাদের সরানোর তোড়জোড়।প্রতীকী ছবি।

West Midnapore Flood: বন্যা কবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বাদের সরানোর তোড়জোড়! ৪৫ জনকে পাঠানো হল ‘মাদারস হাব’-এ

খড়গপুর: আবহাওয়ার উন্নতি হলেও ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায়। উপরের জেলাগুলির একাধিক জলাধার থেকে জল ছাড়ার কারণে বানভাসি এলাকা। জল ঢুকেছে চন্দ্রকোণা, দাসপুর-সহ বিভিন্ন ব্লক এলাকায়। জলের প্রবল স্রোত চলছে রাস্তার উপর দিয়ে।

বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক স্থান থেকে অন্তঃসত্ত্বাদের দ্রুত সরানোর কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে চিকিৎসকদের কথা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই প্রসব হবে বলে জানা গিয়েছে, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলাশাসক জানিয়েছেন, জেলার নয় ব্লক থেকে ইতিমধ্যেই ৪৫ জন অন্তঃসত্ত্বা মহিলাকে ‘মাদারস হাব’ বা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে প্রশাসন।

আরও পড়ুনঃ পুজোর আগেই ঝলমলে ত্বক! রোজ সকালে খালি পেটে ভিটামিনে ঠাসা দুটি পাতা, ২ টাকায় দাগছোপ ৩ দিনে গায়েব

খড়গপুর-১ ব্লক থেকে ৫ জনকে, কেশপুর ব্লক থেকে ২ জনকে, দাঁতন-২ ব্লক থেকে ২ জনকে, ডেবরা ব্লক থেকে ২ জনকে, চন্দ্রকোণা ১ নম্বর ব্লক থেকে ৮ জনকে, চন্দ্রকোণা ২ নম্বর ব্লক থেকে ৩ জনকে, ঘাটাল ব্লক থেকে ৯ জনকে, দাসপুর ১ ব্লক থেকে ৮ জনকে, দাসপুর ২ ব্লক থেকে ৬ জনকে- সব মিলিয়ে ৪৫ জন অন্তঃসত্ত্বাকে সরানো হয়েছে মাদারস হাবে।

আরও পড়়ুন: ডাক্তার বলেও আর চিনবেন না কেউ, সন্দীপ ঘোষকে নিয়ে বৃহস্পতিবারই বড় সিদ্ধান্ত ঘোষণা

আরও পড়ুনঃ   ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

অন্যদিকে যে সব ডায়ালিসিস রোগী রয়েছেন, তাঁদেরও দ্রুত স্থানান্তর করা হচ্ছে। বিশেষ করে ঘাটাল, ডেবরার মতো জায়গায় যাঁরা আটকে আছেন, জেলা প্রশাসন দ্রুত তাঁদের স্থানান্তর করছেন। তাঁদের চিকিৎসা নিয়ে যাতে অসুবিধা তৈরি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে প্রশাসনের শীর্ষ স্তর থেকে।