নতুন ভূমিকায় দেখা যাবে নেইমারকে, সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম দল তৈরি

#দোহা: ব্রাজিলের মাঠে নামতে দেরি আছে আর একটা দিন। তার আগে হলুদ জার্সিধারীদের অভিজ্ঞ কোচ তিতে ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন প্রথম একাদশ। পুরোটা বোঝা না গেলেও নাম্বার নাইন অর্থাৎ প্রধান স্ট্রাইকার হিসেবে রিচারলিসন খেলবেন নিশ্চিত। বাঁদিক দিয়ে ভিনি। একটু পেছন থেকে নেইমার। অনেকটা ফ্রি ফুটবলারের ভূমিকায় দেখা যাবে তারকাকে।

নেইমারকে এমনিতেই বিপক্ষ দল প্রচুর ফাউল করে। তাই এই নতুন ভাবনা ব্রাজিল কোচের। বিশ্বকাপ মানেই ফেভারিট ব্রাজিল। সেলেকাওদের ঘিরে মানুষের প্রত্যাশা নতুন নয়। এবারও প্রিয় দলকে ঘিরে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। কল্পনা নেইমারময়। তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে হেক্সা জয়ের স্বপ্ন।

আরও পড়ুন – মৃত্যুদণ্ড অথবা জেল! দেশে ফিরলেই বিরাট শাস্তির মুখে পড়বেন ইরান ফুটবলাররা

তিতের অধীনে ব্রাজিলকে রীতিমতো অপ্রতিরোধ্য দেখাচ্ছে। ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল সেলেকাওরা। বিশ্বকাপের বাছাই পর্বে শীর্ষে থেকেই যোগ্যতা অর্জন করেছে তারা। ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, পাকুয়েতাদের সঙ্গে আছেন ড্যানি আলভেস, থিয়াগো সিলভার মতো পোড় খাওয়া ফুটবলার। তবে কেন্দ্রে নেইমারই। ২০১৪ সালে দেশের মাটিতে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন মাঝপথে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই কাতারের মেগা আসরকে স্মরণীয় রাখতে মরিয়া নেইমার। শনিবার রাতে দোহায় পা রাখার পর থেকেই সেলেকাওদের নিয়ে আবেগে মেতেছেন সমর্থকরা। বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কয়েক হাজার মানুষ। দোহার আল আরবি স্পোর্টস ক্লাবে অনুশীলনেও দেখা গিয়েছে আবেগের বিস্ফোরণ।

সমর্থকদের এই প্রত্যাশার চাপ নিতে তৈরি তিতে-ব্রিগেড। বৃহস্পতিবার রাতে গ্রুপ-জি’তে সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে ব্রাজিল। ব্রাজিলের অনুশীলনে চনমনে মেজাজে দেখা গেল নেতা নেইমারকে। সতীর্থদের সঙ্গে খুনসুটির ফাঁকেই বুঝিয়ে দিলেন কার কী দায়িত্ব।

কখনও আবার সাইডলাইনের ধারে এসে আলোচনা সারলেন কোচ তিতের সঙ্গে। সবমিলিয়ে কাতারে বিশ্বজয়ের জন্য প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি নেই ব্রাজিলের। জাপান-দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও এশিয়ার মাটি থেকে বিশ্বকাপ জিতে ফেরার তাগিদ প্রকট তিতে-নেইমারদের চোখেমুখে।

বর্তমান ব্রাজিল ম্যানেজার তিতের অধীনে ৭৬ ম্যাচে ব্রাজিলের জয় ৫৬, ড্র ১৪ এবং হার ৫। সার্বিয়ার বিপক্ষে আজ পর্যন্ত ব্রাজিল খেলেছে কুড়িটি ম্যাচ। তার মধ্যে জয় ১১, ড্র ৭ এবং পরাজয় দুটি।