Tag Archives: Neymar

Brazil: ব্রাজিলকে সাসপেন্ড করবে ফিফা? খেলা হবে না ২০২৬ বিশ্বকাপ! মাথায় হাত ভক্তদের

কলকাতা: বিরাট খবর! আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে পেলে-রোনাল্ডো-নেইমারের ব্রাজিল। প্রবল সংকটে ফুটবল স্কিলের শ্রেষ্ঠ দেশ ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগেজকে বহিষ্কার করেছে সেই দেশের সর্বোচ্চ আদালত। আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন ফেডারেশনের শীর্ষ আধিকারিক। সেই কারণেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আদালতের এমন সিদ্ধান্তের জন্যই ফিফা পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে সাসপেন্ড করতে পারে বলে খবর।

ফিফা একটি চিঠি পাঠিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থাকে। সেই চিঠিতে তারা জানিয়েছে, যে সংস্থার সভাপতি এডনাল্ডো রড্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। যদি এই নির্দেশের পরেও তাড়াহুড়ো করে এডনাল্ডো রড্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তা হলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।

আরও পড়ুন: রেল স্টেশনে আদৌ ঠিক খাবার দিচ্ছে তো! চলছে অডিট, পুরস্কার পেল চমকে দেওয়া এক স্টেশন

ফিফার নিয়মে বলা রয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ব্রাজিল ফুটবল সংস্থাকে সাসপেন্ড করতে পারে ফিফা। কারণ সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ থাকলে সেই সংস্থাকে বাতিল ঘোষণা করতে পারে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। ২০২১ সালে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এডনাল্ডো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদে বহাল হন। নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।

আরও পড়ুন: সুপ্ত প্রতিভার সন্ধান, চমকে দিল ত্রিপুরা! এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী

ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত অনিয়মের অভিযোগে রড্রিগেজকে বহিষ্কার করেছে। যদিও রড্রিগেজের আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু তৃতীয় পক্ষ যেভাবে ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করেছে, তা ফিফার নিয়ম বহির্ভূত। সেই কারণেই ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা পেলে ব্রাজিল দল, তাদের কর্মকর্তা এবং রেফারিরা আন্তর্জাতিক ম্যাচ এবং ইভেন্টে অংশ নিতে পারবেন না। সমস্যায় পড়ে গেল পেলে-গ্যারিঞ্চার দেশ। তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।

মডেলের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস! বাবা হওয়ার একমাসের মধ্যেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

কলকাতা: সময়টা একবারেই ভাল যাচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। প্রথমে চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। কবে মাঠে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার ব্যক্তিগত জীবনেও জোর ধাক্কা খেলেন নেইমার। বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙল তাঁর। যদিও এক্ষেত্রে দায়ী নেইমার। এমনটাই অভিযোগ ব্রুনা বিয়ানকার্ডির।

নেইমার এবং ব্রুনা বিয়ানকার্ডি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। মাসখানেক আগে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। কিন্তু নেইমার ও ব্রুনার হঠাৎ বিচ্ছেদের খবরে হতবাক সকলেই। বিয়ানকার্ডির অভিযোগ, নেইমার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ব্রাজিলের প্রাপ্ত বয়স্কদের সাইটের মডেল এলেনা ফারিয়াস সঙ্গে একটি চ্যাট ফাঁস হয়েছে। যেখানে অশ্লীল এবং আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন নেইমার। এছাড়াও একাধিকবার নাইট ক্লাবে অন্যান্য মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে ব্রাজিল তারকাকে।

এই বিষয়টি নিয়েই নেইমার ও ব্রুনার সম্পর্ক তলানিতে গিয়ে পৌছায় বলেই খবর। অবশেষে ব্রেকআপের সিদ্ধান্ত নেন ব্রুনা। তিনি জানিয়েছেন,”বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিষ্কার ভাবে জানাচ্ছি, আর কোনও সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।”

আরও পড়ুনঃ Kolkata Knight Riders: আইপিএল নিলামে এই ৫ ভয়ঙ্কর ক্রিকেটারকে টার্গেট করছে কেকেআর! দেখে নিন তালিকা

প্রসঙ্গত, ব্রুনা বিয়ানকার্ডি একজন মডেল। ইনস্টাগ্রামে তাঁর ৯০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। ২০২১ সাল থেকে নেইমার ও ব্রুনা ডেটিং শুরু করেন। চলতি বছরের ৭ অক্টোবর ব্রুনা কন্যা সন্তানের জন্ম দেন। সম্পর্ক ভাঙার কারণে নেইমারকে এখন মেয়ে মাভিসের থেকে দূরে থাকতে হতে পারে।

Neymar: চোটেই শেষ নেইমার! ব্রাজিল এবং পিএসজি দুটো জার্সিতেই হয়তো বেশি দিন নয় আর

প্যারিস: আবার চোট পেলেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র, চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ মিস করতে চলেছেন তিনি। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পিএসজি কোচ ক্রিস্টোফ গলতিয়েরকে নেইমারকে দলের বাইরেই রাখতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড ওফ সিক্সটিনের প্রথম ম্যাচই বায়ার্নের কাছে প্রথম ম্যাচে ঘরের মাঠে হারতে হয় প্যারিস সা জার্মানকে।

প্রথম ইউসিলের স্বপ্ন এখন একটু দূরেই মনে হচ্ছে পিএসজির। বায়ার্নের ঘরে নেইমারকে বাদ দিয়েই নামতে হবে পিএসজিকে। দলের অন্যতম মুখ্য প্লেয়ার নেইমার, পাস স্কিল ফিনিশ সব দিকেই বড় অবদান রাখতে সক্ষম। কঠিন মুহূর্তে তার অসাধারণ সৃজশীলতা ক্ষমতা রাখে বড় কিছু ঘটানোর। কিন্তু প্রয়োজনের সময়ে চোট পেয়ে বাইরে চলে যান।

আরও পড়ুন – ইস্টবেঙ্গলের ঝগড়া যেন শেষ হওয়ার নয়! কর্তাদের পাঠানো তালিকা কতটা গুরুত্ব দিচ্ছে ইনভেস্টর?

কাতার বিশ্বকাপের মঞ্চেও চোট পেয়ে যান। চোট সারিয়ে ওঠার কিছুদিনের মধ্যেই আবার চোট পেয়ে যান তিনি। এরকমটাই হয়ে এসেছে তার বছরের পর বছর। ২০২১ থেকে তার পারফরম্যান্সের অবনতি শুরু হয়েছে। বার বার চোট পেয়ে তার গতি এবং তীক্ষ্ণতা কমে গেছে প্রচুর। অনেকবার গোড়ালি এবং পেশিতে ট্রিটমেন্ট হওয়ার জন্য আগের মতো স্টেপ অভার বা গতি দেখা যায় না আর।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পাওয়াটা, ফেলে দিতে পারে তার কেরিয়ার এবং মনোবল। পিএসজি ধীরে ধীরে নেইমারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। তাকে ছাড়াই ফরাসী লিগে পর পর ম্যাচ জিতছে পিএসজি। মেসি এবং এমব্যপের জুটি জ্বলে উঠেছে প্যারিস সা জার্মানের লাইনাপে। ব্যভেরিয়ান দানব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ঘাড়ে অনেক চাপ নিয়ে খেলতে নামবে পিএসজি।

মেসিকেই ওঠাতে হবে খেলা তৈরি করার বোঝা, নেইমার থাকলে অর্ধেক কাজ কমে যেত তার। কিন্তু সম্প্রতি লিওনেল মেসির ফর্ম আশ্বস্ত করেছে পিএসজি সমর্থকদের। আলিয়াঞ্জ এরিনাতে মুখোমুখি হবে বায়ার্ন পিএসজি। স্পটলাইট থাকবে মেসি এবং এমব্যপের ওপর। লিগ ওয়ানের শেষ কয়েকটি ম্যাচে এরা একে অপরকে অনেক গোল করিয়েছেন।

২০২২-২৩ মরশুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন দুজনেই। পিএসজির আক্রমণের কারিগর হিসেবে নির্দ্বিধায় দায়িত্ব দেওয়া যায় ফিফার বর্ষসেরা জয়ী লিওনেল মেসির উপর।

নেইমারের বিশাল চোট! আবার প্রশ্নের মুখে ব্রাজিল তারকার ফুটবল জীবন

প্যারিস: কাতার বিশ্বকাপের সময় পায়ে চোট লেগে ছিটকে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আসলে নেইমার মেসি এবং রোনাল্ডোর থেকে অনেক পিছিয়ে থাকবেন শুধু এই অতিরিক্ত চোট সমস্যায় ভোগার জন্য। বোনের জন্মদিনটা আসলেই নেইমারের কিছু একটা ঘটবেই। হয় গুরুত্বপূর্ণ কোনো খেলা থাকবে, নয়তো তিনি ইনজুরিতে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন।

গত ১০টি বছর ধরেই ঘটছে এমন। শুধুমাত্র ২০২২ সালে বোনের জন্মদিনে পিএসজির হয়ে বোর্দক্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। এবারও ঠিক বোনের জন্মদিনের ঠিক আগে অভিশাপটা আবার পড়ল নেইমারের ওপর। রোববার রাতে লিলের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। স্ট্রেচারে করেই তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।

আরও পড়ুন – বাংলার রিচা বিশ্বকাপ এনে দিতে পারে ভারতকে! শিলিগুড়ির মেয়ের লড়াইয়ে মুগ্ধ গোটা দেশ

লিলের বিপক্ষে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার। ম্যাচের ৫১তম মিনিটেই গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। ডান পায়ের গোড়ালি মচকে যায়। ঠিক যেভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোড়ালি মচকে গিয়েছিলো, সেভাবেই লিলের বিপক্ষে গোড়ালি মচকে গেছে নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকার ইনজুরিতে পড়ার কারণে পিএসজি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ।

কারণ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে নেইমার খেলতে পারবেন কি না সে শঙ্কা দেখা দিয়েছে। ৮ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে জার্মান জায়ান্ট ক্লাবটির মুখোমুখি হবে পিএসজি।পিএসজি রোববার শেষ দিকে জানিয়েছে, নেইমারের ইনজুরির স্থানে স্ক্যান করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে গোড়ালিতে কোনো ফ্র্যাকশ্চার হয়নি।

তবে মচকে যাওয়ার কারণে ফুলে রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি স্ক্যান করা হবে। এরপর বোঝা যাবে তার প্রকৃত কী অবস্থা এবং কবে মাঠে ফিরতে পারবেন আবার। নেইমার কেন বারবার এত চোট পান এটাও একটা প্রশ্ন। বড় ফুটবলাররা কিভাবে চোট এড়িয়ে থাকতে হয় সেই কায়দাও জানেন।

নেইমারের মেজাজ এবং পার্টি করার মনোভাব তাকে আরও পিছিয়ে দিচ্ছে দিন দিন। বলতেই হবে নিজের প্রতিভা অনুযায়ী শেষ কয়েক বছর মেলে ধরতে পারেনি ব্রাজিল তারকা। চোট তার অন্যতম কারণ।

বন্ধু না শত্রু! পিএসজিতে ফিরতেই মেসিকে লাথি মারলেন নেইমার

#প্যারিস: কাতার বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্তছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজয়ের পর বুধবার নিজের ক্লাব পিএসজিতে ফিরে আসেন তিনি। সেখানে মেসিকে বীরের সম্মান দেওয়া হয়। মাঠে নামার সময় মেসিকে গার্ড অফ অনার দেয় পিএসজির সতীর্থরা। তুলে দেওয়া হয় একটি স্মারকও। কিন্তু গার্ড অফ অনার দেওয়ার সময় মেসিকে লাথি মারতে দেখা যায় নেইমারকে। যা নিয়ে নেট দুনিয়ায় তৈরি হয়েছে বিতর্ক।

মেসি যখন অনুশীলন নামছিলেন তখন সারিবদ্ধভাবে মেসিকে গার্ড অফ অনার দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন পিএসজির সতীর্থরা। লাইনের প্রথমেই ছিলেন নেইমার। মেসি যখন দুদিতে সারিবদ্ধ প্লেয়ারদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই পেছন থেকে লাথি মারেন নেইমার। গার্ড অফ অনারের মত প্রেস্টিজিয়াস বিষয়ের সময় কেন নেইমার এমন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যেই ভিডিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

যদিও বিষয়টির মধ্যে সিরিয়াস কিছুই নেই। কারণ পুরোটাই মজার ছলে করেছেন নেইমার। আর মেসি ও নেইমার কতটা ভালো বন্ধু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নানা সময়ে তাদেরপ বন্ধুত্বের উদাহরণ সামনে এসেছে। তা সে মেসির বিশ্বজয়ে নেইমারের উছ্বাস থেকে কোপা আমেরিকা জয়ের পর কান্নায় ভেঙে পড়া নেইমারকে মেসির আগলে রাখা। সবকিছুই দেখেছে ফুটবল বিশ্ব। এই লাথিও মেসির প্রতি নেইমারের ভালোবাসার প্রমাণ।

 

আরও পড়ুনঃ আর কি কখনও ক্রিকেটে ফিরতে পারবেন ঋষভ পন্থ, কী বলছে বোর্ড ও চিকিৎসক

 

প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতেই অনুশীলনে নেমে পড়েন মেসি। প্রথম দিন একটু হালকাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। দলের সঙ্গে পাসিং খেলার পাশাপাশি নিজেও একা একা অনুশীলন করেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের পর ফের একবার বল পায়ে মেসিকে মাঠে দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট

#রিও: দিনের শেষে ঘুমের দেশে, অথবা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন! এরকম অনেক গানের লাইন মানিয়ে যায় পেলের চলে যাওয়ার পর। একে একে সমবেদনা এবং ভালোবাসা আছড়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান তারকা এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কে নেই ফুটবল সম্রাটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়ার জন্য। আসুন দেখে নেওয়া যাক কে কি লিখল।

নেইমার জুনিয়র

১০, শুধুই একটি নম্বর ছিল পেলের আগে। পেলের আগে ফুটবল শুধু একটি খেলা ছিল। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গদের আওয়াজ ওঠাতে সক্ষম করেছেন এবং ব্রাজিলীয়দের দৃশ্যমান করেছেন গোটা বিশ্বের কাছে। তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে চিরকালীন।”

 

View this post on Instagram

 

A post shared by NJ ?? (@neymarjr)

 

লিওনেল মেসি

তার আত্মার শান্তি কামনা করি। জানি না কি বলব। দিয়েগো মারাদোনার পর পেলেও চলে গেলেন। মানতে কষ্ট হচ্ছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আমার গভীর সমবেদনা সমগ্র ব্রাজিলের জন্য, বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। একটি সাধারণ “বিদায় বার্তা” কখনই সমগ্র ফুটবল বিশ্বের যন্ত্রণাকে বর্ণনা করতে পারবে না। লক্ষাধিক মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি প্রাসঙ্গিক।

যে ভালবাসা তুমি আমায় দিয়েছ সেটা আমার জীবনে ফুটে উঠেছে প্রতিটি মুহূর্তেই, এমনকি আমরা দূরত্ব থেকেও যে মুহূর্তগুলি ভাগ করে নিয়েছি সেখানেও। তিনি অবিস্মরণীয় এবং তার স্মৃতি চিরকাল আমাদের ফুটবল প্রেমীদের মধ্যে থেকে যাবে। তোমার আত্মার শান্তি কামনা করি, সম্রাট পেলে।

থিয়াগো সিলভা

চিরকালের ফুটবলের রাজা, কিংবদন্তী , শান্তিতে ঘুমোও পেলে। তুমি ফুটবলের ইতিহাস বদলে দিয়েছ, তুমি যা দিয়ে গেছ সবসময় আমাদের হৃদয়ে থাকবে। সব কিছুর জন্য ধন্যবাদ।

এরলিং হালান্ড

যা কিছুই তোমরা যে কোনোও খেলোয়াড়কে করতে দেখছ আজ পেলে সেটা প্ৰথম করেছিলেন। শান্তিতে ঘুমোও

বারাক ওবামা

পেলে এই সুন্দর খেলার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, বিশ্বের অন্যতম সবচেয়ে জনপ্ৰিয় ক্রীড়াবিদ, মানুষকে একজায়গায় আনতে খেলার ক্ষমতা তিনি বুঝেছিলেন, তার পরিবারের প্রতি ও যারা তাকে ভালোবাসে ও প্রশংসা করে প্রত্যেকের প্রতি আমার সমবেদনা।

‘নেইমারকে রাখলে পিএসজি ছেড়ে দেব’ ক্লাবের মালিককে খোলা শর্ত দিলেন এমবাপে

#প্যারিস: তিনি ফুটবল বিশ্বের আগামী দিনের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন সন্দেহ নেই। গতি, শক্তি এবং স্কিল – তিনটে জিনিসের অদ্ভুত সংমিশ্রণ আছে তার খেলায়। কিন্তু কিলিয়ান এমবাপে কিছুটা ইগো সমস্যায় ভুগছেন। ক্রমশ খেলার থেকে নিজেকে বড় ভাবতে আরম্ভ করেছেন। বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। বর্তমানে আর্জেন্তিনাতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লিও মেসি।

জানা গিয়েছে, ৩ জানুয়ারি ক্লাবের অনুশীলনে যোগ দেবেন আর্জেন্তাইন মহাতারকা। সেক্ষেত্রে স্ট্রসবার্গ ও লেনসের বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হচ্ছে কোচ ক্রিস্টোফে গালতিয়েরকে। ১১ জানুয়ারি ঘরের মাঠে অ্যাঞ্জার্সের বিরুদ্ধে পিএসজি’র জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে বাঁ পায়ের জাদুকরকে।

আরও পড়ুন- শ্রীলঙ্কা সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক, ডেপুটি সূর্য কুমার! দলে এলেন মুকেশ

এদিকে, ‘লুসেইল ব্যর্থতা’ ঝেড়ে ফেলে ক্লাব ফুটবলে পুরোপুরি মনোনিবেশ করেছেন কিলিয়ান এমবাপে। পিএসজি অনুশীলনেও বেশ চনমনে দেখাচ্ছে এই ফরাসি তারকাকে। তবে সূত্রের খবর, পার্ক দ্য প্রিন্সেসে তাঁর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। ইতিমধ্যেই ক্লাবের কর্ণধার নাসের আল খেলাফিকে বেশ কিছু শর্ত দিয়েছেন এমবাপে।

প্রথমটা শুনলে চমকে উঠবেন। কোনও রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘নেইমারকে দল ছাড়তে হবে।’ ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটির সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে তাঁর। অনুশীলনেও একে অপরের সঙ্গে সেভাবে কথা বলছেন না। বিশেষজ্ঞদের ধারণা, মেসি-নেইমারের বন্ধুত্বই নাকি এমবাপের অস্বস্তির কারণ।

তাই নেইমারকে তাড়িয়ে মেসির গুরুত্ব খর্ব করতে চাইছেন তিনি। একইসঙ্গে পিএসজি কোচের পদে জিদানকে চাইছেন ফরাসি তারকা। তবে এমবাপের ‘আবদার’ কর্তৃপক্ষ কতটা মানবেন তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত বৃহস্পতিবার স্ট্রসবার্গের বিরুদ্ধে জেতাই লক্ষ্য কোচ ক্রিস্টোফে গালতিয়েরের।

তবে পিএসজি ক্লাবের মালিক ফরাসি তারকা এমবাপেকে বুঝিয়ে দিয়েছেন তার কথায় ক্লাস চলবে না। তিনি প্রয়োজন হলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল ছাড়তে পারেন। মেসি এবং নেইমারকে ছাড়বে না পিএসজি। এখন দেখার ক্লাবের মালিক নাসির আল খেলাফির এই কথা এমবাপে মেনে নেন, নাকি দল পরিবর্তন করেন।

‘মেসিকে দেখে লড়াই শিখুক নেইমার’ উপদেশ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর

#সাও পাওলো: ২০২২ কাতার বিশ্বকাপে হৃদয় বিদারক পরাজয়ের সম্মুখীন হয়েছে ব্রাজিল। প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো দে লিমা মনে করছেন এই পরাজয়ে নেইমারের ভেঙে পড়া উচিত না, বরং পরবর্তী বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দেওয়া উচিত। ব্রাজিল টুর্নামেন্টের ফেভারিট থেকে, একের পর এক দলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

কিন্তু সেখানে ক্রোয়েশিয়ার কাছে বড় ধাক্কা খেয়ে থেমে গেছিল ব্রাজিলের বিজয় রথ। অতিরিক্ত সময়ে নেইমার গোল করে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দিলেও আবার পরক্ষনেই সমতা ফিরিয়ে এনেছিল লড়াকু ক্রোটরা। টাইব্রেকারেই বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় ফেভারিট নেইমার, ভিনি জুনিয়রদের। নেইমারকে দেখা যায় কাদতে কাদতে মাঠ ছাড়তে।

আরও পড়ুন – পায়ে বিশ্বকাপের ট্যাটু আর্জেন্টিনার ডি মারিয়ার! বলছেন মৃত্যু পর্যন্ত থেকে যাবে এই চিহ্ন

এরকম হতাশাজনক পরাজয়ের পর ভীষণ ভাবে ভেঙে পড়েন গোটা ব্রাজিল দল। নিজেদের মানসিকভাবে শক্ত করার জন্য ছুটি কাটাতে চলে যান নেইমার, মারকিনিওস। ফুটবল মহলে এরম জল্পনা শোনা যায়, ৩১ বছর বয়সী নেইমার বিদায় জানাতে পারেন আন্তর্জাতিক ফুটবল থেকে।

নেইমার উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও দে লিমা। তিনি বললেন পিএসজি ফরোয়ার্ড নেইমারের বয়স এখনও কম তাই তার পক্ষে সহজেই সম্ভব পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করা, এখন তার(নেইমার) মন খারাপ, সেটা ঠিকাছে, কিন্তু সে এখনো তরুণ। ৩১ বছর বয়সে ও সহজেই আরেকটি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে… তার জাতীয় দলে অবদানের জন্য ব্রাজিলে ভীষণই জনপ্রিয় তিনি… ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি দুর্দান্ত খেলেছিলেন এবং দলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

রোনাল্ডো বিশ্বাস করছেন পিএসজি তারকা নেইমার আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। হার না মেনে লড়াই করে যাওয়ার সবথেকে বড় উদাহরণ এই বিশ্বকাপেই দেখালেন নেইমারের কাছের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি। ২৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে পরাজয়, তার পরে পর পর দুটি কোপা আমেরিকা ফাইনালে পরাজয়, ৩১ বছর বয়সে বিশ্বকাপে শেষ ষোলোর রাউন্ডে বিদায় নেওয়ার পরেও হার মানেননি তিনি।

সেখান থেকে লড়াই করে ৩৪ বছর বয়সে কোপা আমেরিকা এবং ৩৫ এ বিশ্বকাপ তুললেন তিনি। পিএসজি শিবিরে যোগ দেওয়ার পর অবশ্যই নেইমারকে উদ্বুদ্ধ করবে মেসির এই লড়াইয়ের কাহিনী। মেসি নিজেও চাইবেন নেইমার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ক্লাবে আসুন। রোনালদো বলছেন মেসি যদি একটা বিশ্বকাপ জিততে এত বছর নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে ব্রাজিলকেও হেক্সা এনে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে হবে নেইমারকে।

নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের

#দোহা: তিনি নেইমার দা সিলভা। ব্রাজিলের ফুটবলের মহানায়ক। এই নিয়ে তিনটি বিশ্বকাপ খেলা হয়ে গেলেও দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি। অথচ এবার যেভাবে ব্রাজিল শুরু করেছিল তাতে নেইমার সাম্বা ম্যাজিক দেখিয়ে হলুদ সবুজ জার্সিধারীদের চ্যাম্পিয়ন করবেন, এমন ভাবনা অমূলক ছিল না। কিন্তু থেমে যেতে হয়েছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে।

টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেদিন গোল করেও দলকে টিকিয়ে রাখতে পারেনি তিনি। কিন্তু এবার লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য দিলখোলা শুভেচ্ছা জানালেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের পর নেইমার মেসির বিশ্বকাপ স্পর্শ করার ছবি দিয়ে লেখেন, শুভেচ্ছা ভাই। তোমার এটা প্রাপ্য ছিল।

আরও পড়ুন – চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা

কে বলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ মাঠের বাইরে হয়? ব্রাজিলের সেরা ফুটবলার আর্জেন্টিনার সেরা তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বকাপ জয়ের জন্য। আর্জেন্টিনার নাম্বার টেন আর ব্রাজিলের ১০ নম্বর মিলেমিশে যেন একাকার। নেইমার এবং মেসির সম্পর্কটাও বহু পুরনো।

দুজনে এক ক্লাবে খেলেন। কোপা আমেরিকার পরেও দেখা গিয়েছিল মেসির আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে ফাইনালে কেঁদেছিলেন নেইমার। কিন্তু তারপর মেসির সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেছিলেন। এটাই ফুটবল। এটাই ভ্রাতৃত্ববোধ এবং খেলার সংস্কৃতি। আজ সব ব্রাজিলিয়ান আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখে আনন্দিত হয়েছেন এমন নয়।

সেটা হয়তো দোষের নয়। ফুটবলের দুই ছিল প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান জায়ান্ট কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েন না। একে অপরকে কটু কথা বলতে ও পিছপা হন না। কিন্তু লিওনেল মেসি নামক একজন ফুটবল জিনিয়াসকে সবুজ মাঠে আলপনা আঁকতে দেখলে এবং বিশ্বসেরা হতে দেখলে তখন প্রশংসা না করে থাকা যায় না।

তা সে যতই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল হোক না কেন। আর নেইমার তো কবেই মেসিকে বড় ভাই বলে মেনে নিয়েছেন। তাই আজ ভাইয়ের বিশ্বসেরা হওয়ার আনন্দ উপভোগ করছেন সাম্বা কিং।

কোচ তিতের জন্য আবেগঘন বার্তা নেইমারের! ঘুরে দাঁড়ানোর শপথ ব্রাজিল অধিনায়কের

#সাও পাওলো: ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম বড় সুযোগ ছিল এবার। ফুটবল পণ্ডিতরা এক কথায় মেনে নিয়েছিলেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। সাম্বা ব্রিগেড যেভাবে ঝড় তুলে শুরু করেছিল বিশ্বকাপ অভিযান, তাতে স্বপ্ন দেখছিলেন অনেকেই। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা যখন ফুটবল, তখন ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের বিদায় মেনে নেওয়াটা কঠিন হলেও অবাস্তব নয়। ফুটবল বড়ই নিষ্ঠুর। যেমন দেয়, তেমন কেড়ে নেয়।

নেইমারের থেকে এটা ভাল কে বুঝবেন? হেক্সার স্বপ্ন পূর্ণ হয়নি। প্রি-কোয়ার্টার ফাইনালেই ঘটেছে স্বপ্নভঙ্গ। ক্রোয়েশিয়ার কাছে টাই-ব্রেকারে হেরে থেমেছে ব্রাজিলের অভিযান। ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন ম্যানেজার তিতে। এমন দুঃসময়ে এক আবেগঘন বার্তায় তাঁকে নিজের অন্যতম সেরা কোচের স্বীকৃতি দিলেন সুপারস্টার নেইমার।

ছিটকে যাওয়ার পর তাঁর কান্নার ছবি তুলেছিল আলোড়ন। ইনস্টাগ্রামের পোস্টেও বিশ্বজুড়ে সাম্বাপ্রেমীদের হৃদয়ে সাড়া ফেলেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সির মালিক। নেইমার লিখেছেন, জানতাম, আপনি ভালো কোচ। তবে আপনার অধীনে খেলার পর মনে হলো, যা শুনেছিলাম তার চেয়েও আপনি ভাল মানুষ। আমার দেখা অন্যতম সেরা কোচ।

 

View this post on Instagram

 

A post shared by NJ ?? (@neymarjr)

আগামী দিনেও এই উচ্চাসনেই থাকবেন। সব সময় আপনার পাশে থাকব। একসঙ্গে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা। যন্ত্রণার স্মৃতিও রয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ক্ষত যেমন থেকেই যাবে দীর্ঘদিন। বিশ্বকাপ আপনার প্রাপ্য ছিল। কিন্তু তা হল না। এটাই খারাপ লাগছে।

ছয় বছর কোচ হিসেবে তিতেকে পেয়েছেন নেইমার। কাতার বিশ্বকাপে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের উল্লেখ করে তিনি লিখেছেন, আমাদের সবচেয়ে বড় স্বপ্নকে সফল করার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কিন্তু ঈশ্বর নিশ্চয়ই তা চাননি। প্রফেসর তিতে, এত কিছু শেখানোর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার দেওয়া মানসিকভাবে শক্ত থাকার বার্তা সব সময় মনে রাখবো। এই মুহূর্তে সেটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। প্রতি পদে আপনাকে ভীষণই মিস করব। অতীতেপ বহু ঘটনা এখনও স্মৃতিপটে তরতাজা।