সিওয়ান জেলার গন্ডাকি নদীর উপর একটি সেতুর অংশ বুধবার সকালে ধসে পড়ে

Bridge Collapse: বিহারে ফের ভেঙে পড়ল সেতু! ১৫ দিনে সাতবার ঘটল একই ঘটনা

বিহার: ফের সেতুভঙ্গের খবর বিহারে৷ যদিও বিহারে সেতু ভেঙে পড়ার খবর এই প্রথম নয়৷ ২২শে জুন বিহারের দারুন্দা এলাকায়  সেতুর একটা অংশ ধসে পড়ে৷ তার ঠিক এগারো দিনের মাথায় আরও একটা সেতু ধসে পড়ল৷ ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়৷ এই নিয়ে প্রায় বিহারে সাতটি সেতু ভেঙে পড়েছে৷ সম্প্রতি মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারন, কিষাণগঞ্জের মতো জায়গাতেও একের পর এক সেতু ভেঙে পড়েছিল৷

আরও পড়ুন– রাশিফল ৮ জুলাই – ১৪ জুলাই; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সিওয়ান জেলার গন্ডাকি নদীর উপর একটি সেতুর অংশ বুধবার সকালে ধসে পড়ে। এই ব্রিজটি মহারাজগঞ্জের সঙ্গে বেশ কয়েকটা গ্রামকে একসঙ্গে সংযুক্ত করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত ১১ দিনে সেতু ভেঙে পড়ার ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। ঘটনাটি ঘটে ভোর পাঁচটার দিকে৷ প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে, সেতুটি ১৯৮২-৮৩ সালে নির্মিত হয়েছিল৷ গত কয়েকদিন ধরেই সেতু মেরামতের কাজ চলছিল৷

আরও পড়ুন: বিজেপিকে ‘হারানোর অস্ত্র’ হাতে এসে গেছে! বিস্ফোরক প্রশান্ত কিশোর! যা বললেন, তোলপাড় দেশ

গ্রামবাসীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের কারণে সেতুর কাঠামো আগে থেকেই দূর্বল হয়ে গিয়েছিল, তার জন্যই এই দূর্ঘটনা৷ ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার মুকেশ কুমার জানান এই বিষয়ে সঠিক তদন্ত চলছে৷ তিনি আরও জানিয়েছেন,“ব্লকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আমিও সেখানে যাচ্ছি”

যদিও পর পর সেতুভঙ্গের ঘটনায় বিহার সরকারের টনক নড়ছে৷ যে সকল অঞ্চলে সেতু ভেঙে পড়েছে, সেখান থেকে রিপোর্ট জমা পড়েছে৷ মনে করা হচ্ছে, সেই অনুযায়ী বিহারে একটা উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷