Tag Archives: Bridge Collapsed

Bridge Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, গুরুতর জখম চালক, চরম বিপাকে হাজার হাজার মানুষ

উত্তর ২৪ পরগনা: ব্রিজের উপর দিয়ে পাথর বোঝায় ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালককে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে সময় ব্রিজে কেউ না থাকায়, আর হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর থেকে বন্ধ কয়েক হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ ব্রিজ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদা থানা বাঁশঘাটা ও সুটিয়ার মধ্যবর্তী স্থানে। স্থানীয়রা জানান, ব্রিজের উপর থেকে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় ব্রিজটিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়। তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনও মেরামতের কাজ করা হয় নি, যার কারণে এই অবস্থা বলে দাবি।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

স্থানীয়রা আরও জানান, এই ব্রিজ ব্যবহার করে ৮ থেকে ৯ টি গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফ যাতায়াত করেন। ব্রিজটির দ্রুত সংস্কার না হলে চরম সমস্যায় পড়তে হবে সীমান্ত এলাকার মানুষদের।

এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে মেনটেনেন্স হয় না। যে রাস্তা হাজার হাজার মানুষ, বিএসএফ ব্যবহার করে প্রতিদিন। বহুবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা। এখন কত দ্রুত এই ব্রিজ সংস্কার হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Rudra Narayan Roy

Bihar Bridge Collapsed: ভোটের মুখে বড় দুর্ঘটনা! বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাপা পড়ে শ্রমিকেরা

সুপৌল: বিহারের সুপৌলে একটি বড় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এখানে একটি নির্মীয়মাণ সেতুর স্ল্যাব ভেঙে ৩০ জন শ্রমিক আটকা পড়েছেন বলে খবর। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। প্রাণহানি হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতমালা প্রকল্পের অধীনে এই সেতুটি তৈরি হচ্ছে। শুক্রবার সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ত্রাণ ও উদ্ধার কাজে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন

গত বছর ২৩ জুন বিহারের ভাগলপুর জেলায় গঙ্গার উপর নির্মীয়মাণ একটি সেতু পুরোপুরি ভেঙে পড়েছিল। এই ঘটনার সময় সেতুটিতে কোনও নিমার্ণকর্মী না থাকায় প্রাণহানি হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ সম্পূর্ণ গঙ্গায় মিশে যায়।

সেতু ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন এলাকায় উপস্থিত বেশ কয়েক জন। তাতে দেখা গিয়েছে, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সেতুটি ভেঙে পড়ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।