বনধ নিয়ে হেল্পলাইন নম্বর।

ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তা নিয়ে ডিজির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রসচিবের

কলকাতা: সীমান্তবর্তী অঞ্চল গুলির নিরাপত্তা নিয়ে  রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সীমান্তে নিরাপত্তা নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিএসএফকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য পুলিশকে নজরদারি বাড়াতে হবে। অনুপ্রবেশ নিয়ে রাজ্য পুলিশের  ডিজিকে বাড়তি সতর্ক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।  বৈঠকে অসম,ত্রিপুরার ডিজিরাও ছিলেন বলে সূত্রের খবর।

Bsf এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উঠে এল বাংলাদেশের পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ‘‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও মন্তব্য করবেন না। ফেসবুক বা কোনও জায়গায় কিছু পোস্ট করবেন না। যা বলার ভারত সরকার বলবে৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের। রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলাকালীন এই বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর।

রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘‘বাংলার সবাইকে আমরা শান্ত থাকতে অনুরোধ করব। কেউ যেন উত্তেজনা না ছড়ায়। প্ররোচনায় পা না দেয়। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী যা জানাবেন, তাই আমরা করব।’’

সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷

এ দিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷  বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷