চক্ষুদান সম্পূর্ণ, চিকিৎসায় গবেষণার জন্য দেহ দান, পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস, শুক্রবার শেষ যাত্রায় বুদ্ধদেব

Buddhadeb Bhattacharjee Death: চক্ষুদান সম্পূর্ণ, চিকিৎসায় গবেষণার জন্য দেহ দান, পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস, শুক্রবার শেষ যাত্রায় বুদ্ধদেব

কলকাতা: প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮:২০ মিনিটে ইহলোক ত‍্যাগ করেছেন প্রবীণ রাজনীতিবিদ। দুপুর দুটো নাগাদ বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের ফ্ল‍্যাট থেকে তাঁর মরদেহ নিয়ে শকট পৌঁছয় পিস ওয়ার্ল্ডে।

চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন বুদ্ধবাবু। ইতিমধ‍্যেই চক্ষুদানের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রয়ানের চারঘণ্টার মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞরা এসে নিয়ে গেছেন। আগামিকাল চিকিৎসা ও গবেষণার জন্য দেহ দান হবে।

আরও পড়ুন: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?

বৃহস্পতিবার প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর দেহ সংরক্ষণ করা হবে। বামফ্রন্টের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্যর দেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে এখান থেকে দেহ বার করা হবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের টিম মোতায়েন রয়েছে সেখানে।

বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপর বিধানসভা থেকে বুদ্ধবাবুর মরদহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে বারোটা থেকে বেলা তিনটে বেজে ১৫ মিনিট পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। বেলা তিনটে বেজে ৩০ মিনিট থেকে তিনটে বেজে ৪৫ মিনিট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে।

আরও পড়ুন: ‘বলিষ্ঠ নেতা’, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিনটে বেজে ৪৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ পর্যন্ত শেষ যাত্রা শুরু হবে। বিকেল চারটেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান করা হবে এনআরএস-এ ডাক্তারি পড়ুয়াদের গবেষণার জন্য।‌