প্রাতঃরাশের পরই আচমকা শরীরের অবনতি, চিরঘুমে বুদ্ধদেব! দেখুন ভিডিও

এ দিন ভোরের দিক থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, বাড়ে জ্বর৷ সকালে অবশ্য তিনি প্রাতঃরাশও করেন৷ এর পরেই পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে৷ বেড়ে যায় শ্বাসকষ্টের সমস্যা, কমতে থাকা শরীরে অক্সিজেনের মাত্রা৷ দ্রুত পৌঁছন বুদ্ধবাবুকে দেখাশোনার দায়িত্বে থাকা এক চিকিৎসক৷ খবর পেয়ে দক্ষিণ কলকাতার হাসপাতাল থেকে চিকিৎসকরাও পৌঁছে যান পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে৷ চলে আসে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সও৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ আর পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত এ দিন সকাল ৮.২০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য৷