পূর্ণাঙ্গ বাজেট কেমন লাগল? প্রতিক্রিয়া প্রকাশ করলেন নামীদামি শিল্পপতি এবং ব্যবসায়ীরা (Photo: PTI)

Budget 2024 Reactions: পূর্ণাঙ্গ বাজেট কেমন লাগল? প্রতিক্রিয়া প্রকাশ করলেন নামীদামি শিল্পপতি এবং ব্যবসায়ীরা

কলকাতা: অবশেষে পেশ হয়ে গেল চলতি বছরের কেন্দ্রীয় বাজেট। কেমন হল সেই বাজেট। তা নিয়েই মন্তব্য করলেন দেশের নামীদামি ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা।

গোদরেজ অ্যান্ড বয়েস-এর একজিকিউটিভ ডিরেক্টর ও সিইও অনিল জি. ভার্মা (Anil G. Verma, Executive Director & CEO, Godrej & Boyce):

নয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রয়েছে ভারসাম্য। আসলে কৃষি, কর্মসংস্থান, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, আরবান ডেভেলপমেন্ট, এনার্জি, ইনফ্রাস্ট্রাকাচার, ইনোভেশন ও আরঅ্যান্ডডি এবং নেক্সট জেনারেশন রিফর্মসের মতো ৯টি প্রধান গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকার খুবই সূক্ষ্ম ভাবে অর্থনীতির চাহিদাগুলির মধ্যে সমতা বজায় রেখেছে। অর্থবর্ষ ২৫-এর রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৫.১% থেকে ৪.৯% কমানো অত্যন্ত ইতিবাচক। ক্যাপেক্স ব্যয় ১১.১ লক্ষ কোটি টাকা। যা অপরিবর্তিতই রয়েছে। আর এর থেকেই স্পষ্ট যে, অর্থনীতিকে চাঙ্গা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগের উপর জোর দিচ্ছে সরকার।

আরও পড়ুন– টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

আবার ১৪৮ লক্ষ কোটি টাকার সংস্থান-সহ এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়েবিলিটিকে এক বড় পূর্ণতা দেওয়া হয়েছে। যা এই সময়ের জন্য অত্যন্ত উপযোগী। একটি নতুন স্কিমের কথা ঘোষণা হয়েছে। যা আগামী ৫ বছরে প্রায় ১ কোটিরও বেশি ছাত্রছাত্রীকে ৫০০টি সেরা সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেবে। এর মাধ্যমে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। ছোট মডিউলার রিঅ্যাক্টরগুলি বিকাশের জন্য প্রাইভেট সেক্টরের সঙ্গে অংশীদারিত্ব করার জন্য সরকারের যে অভিপ্রায়, তা ভারতের শক্তির মিশ্রণে পারমাণবিক শক্তির গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য একটি ভাল পদক্ষেপও বটে। তাছাড়া মহাকাশ প্রযুক্তির প্রচারের জন্য ১০০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ভারতের উন্নতিশীল মহাকাশ সেক্টরে বেসরকারি খাতের বৃহত্তর মাপের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য একটি ভাল পদক্ষেপ। আসলে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিশ্বসেরার আসনে বসার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের। বাজেট একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের দিকে পথ প্রশস্ত করতে পরিচালিত হয়েছে। এমন পদক্ষেপের মাধ্যমে বৃহত্তর প্রাইভেট সেক্টরগুলির অংশগ্রহণকে আরও উৎসাহিত করা হবে। আবার অর্থবর্ষ ২৬-এ ৪.৫% রাজস্ব ঘাটতিতে রাজকোষের গতিপথও বজায় রাখবে। এমএসএমই-কে লক্ষ্য করে বেশ কয়েকটি পদক্ষেপ ভারতের জিডিপিতে ৩০% অবদানকারী অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতের উপর চাপ কমাতে পারে। ৫০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি এবং নতুন ব্যবস্থার অধীনে ট্যাক্স স্ল্যাবের অনুকূল পরিবর্তন গ্রাহকদের হাতে নিষ্পত্তিযোগ্য আয় বৃদ্ধি করবে। যা কনজাম্পশনকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এটি সক্ষমতা বৃদ্ধিতে বৃহত্তর বেসরকারি বিনিয়োগের দিকে প্রয়োজনীয় প্রেরণা প্রদান করবে।

আরও পড়ুন– নতুন ব্যবস্থায় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল, আর কী কী ঘোষণা বাজেটে? দেখে নিন এক নজরে

গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপ বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছে।

FICCI প্রেসিডেন্ট ডঃ অনীশ শাহ (FICCI President Dr Anish Shah):

বাজেট ২০২৪-২৫ প্রসঙ্গে ড. অনীশ শাহ বলেন যে, বিকাশ-ভিত্তিক বাজেট পেশ করার জন্য সম্মানীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে এফআইসিসিআই। আসলে এই বাজেট রাজস্ব শৃঙ্খল বজায় রাখার পাশাপাশি স্বল্পমেয়াদি চাহিদা উদ্দীপনা এবং মাঝারি থেকে দীর্ঘমেয়াদী বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কর্মকাণ্ড প্রদান করেছে। এই বাজেট অন্তর্ভুক্তিমূলক। কারণ গুণমানসম্পন্ন চাকরি এবং দক্ষতা তৈরির উপর এতে জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি কৃষি এবং পরিষেবা-সহ উৎপাদনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে। আবার পলিসি ঘোষণার ক্ষেত্রেও রয়েছে ধারাবাহিকতা। কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে যে বিষয়গুলি আরও একবার প্রতিধ্বনিত হয়েছে, সেগুলি হল – সহ-সরল ভাবে ব্যবসা করার উপর জোর, উৎপাদন বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্ব, প্রযুক্তির ব্যবহার, মহিলাদের সহায়তা, কৃষক ও এমএসএমই এবং স্থায়িত্বের প্রচার।
তিনি আরও বলেন যে, বাজেটের লক্ষ্যে থাকা ক্ষেত্রগুলির সঙ্গে মিল রয়েছে এফআইসিসিআই-এর মূল অগ্রাধিকারগুলির। আর এই বাজেটে এফআইসিসিআই-এর অনেক পরামর্শ বিবেচনা করা হয়েছে দেখে আমরা খুশি। এর মধ্যে অন্যতম হল – কৃষি গবেষণা বৃদ্ধি, উৎপাদনের কাজে মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করা, গ্রিন ইকোনমির প্রচারের পাশাপাশি উৎপাদনমূলক প্রতিযোগিতার উন্নতি।

বেদান্ত লিমিটেড-এর চেয়ারম্যান অনিল আগরওয়াল (Anil Agarwal, Chairman, Vedanta Ltd):

তিনটি উদ্ভাবনী কর্মসংস্থান-সম্পর্কিত স্কিম-সহ কর্মসংস্থানের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। অ্যাঞ্জেল ট্যাক্স বিলুপ্তির ফলে আমাদের স্টার্ট-আপ এবং তরুণ উদ্যোগপতিদের খুবই ভাল হবে। আসলে এঁরাই তো পরে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। আইবিসি রেজোলিউশনের গতি বাড়ানোর প্রতিশ্রুতি ১২০০০টি ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করার জন্য এবং আরও অনেক চাকরির দিকে পরিচালিত করবে। আর আমি ক্রিটিক্যাল মিনারেলস মিশন সংক্রান্ত বিষয়ে ঘোষণা দেখেও বেশ আপ্লুত। খনির দিকটা ভারতের আরও এক্সপ্লোর করা উচিত। আর ভবিষ্যতে দেশের অভ্যন্তরেই এইসব ধাতুর প্রক্রিয়া করতে হবে।

রেমন্ড-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর গৌতম হরি সিংহানিয়া (Gautam Hari Singhania, Chairman and Managing Director, Raymond):

বাজেটে ঘোষিত ৯টি প্রায়োরিটি সেক্টরে বিনিয়োগ দেশের অগ্রগতির প্রতি সরকারের অঙ্গীকারের একটি প্রমাণ। আর এটি দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যবসায়িক অনুভূতিকে আরও বাড়িয়ে তুলবে। দেশের সামগ্রিক সমষ্টিগত অর্থনৈতিক অগ্রগতির দিকে সরকারের নজর রয়েছে। এর মধ্যে অন্যতম হল – আগামী বছরের মধ্যেই রাজস্ব ঘাটতি জিডিপি-র ৪.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা, সমস্ত শিল্পক্ষেত্রে প্রাথমিক শুল্ক হ্রাস, নতুন কর ব্যবস্থা আনয়ন। যা অত্যন্ত প্রশংসনীয়। আর ভারসাম্যপূর্ণ ও দ্রুত অর্থনীতির বিকাশের লক্ষ্যমাত্রা রয়েছে এই বাজেটে। আবার রিয়েল এস্টেটের দিক থেকে দেখতে গেলে এর মধ্যে রয়েছে – হোম লোনের ডিডাকশন লিমিট বৃদ্ধি, কনসেশনাল রেটে বিল্ডারদের জিএসটি পরিশোধ করার সুবিধা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান ২.০-র মাধ্যমে সাশ্রয়ী এবং মাঝারি আয়ের হাউজিং। ফলে যাঁরা সাশ্রয় মূল্যে বাড়ি কিনতে চান, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ। আর এর ফলে ডেভেলপাররা সাশ্রয়ী হাউজিং প্রকল্পে মনোযোগ দেবেন এবং তার পাশাপাশি হাউজিংয়ের চাহিদাও বৃদ্ধি পাবে।

মাহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্টস ইন্ডিয়া লিমিটেড-এর এমডি ও সিইও মনোজ ভাট (Manoj Bhat, MD & CEO, Mahindra Holidays and Resorts India Ltd):

এই বাজেট আর্থিক বিচক্ষণতা, বিনিয়োগেরপ বিকাশ, কর্মসংস্থান প্রদান এবং অর্থনীতির বিকাশকে উৎসাহিত করার উপর জোর দিয়েছে। উন্নত সংযোগ এবং পরিকাঠামোর উপর জোর দেওয়া অভ্যন্তরীণ পর্যটন ক্ষেত্রকে ব্যাপক ভাবে উপকৃত করবে। ধর্মীয় পর্যটন বিকাশের উপর গুরুত্ব দেওয়ার ফলে বিনিয়োগ এবং কর্মসংস্থান প্রদানের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হবে।

ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও দেবদত্ত চাঁদ (Debadatta Chand, Managing Director & CEO, Bank of Baroda):

অর্থনৈতিক সমীক্ষার মূল বিষয়গুলির পরিপূরক হয়ে উঠেছে এই কেন্দ্রীয় বাজেট। সেই সঙ্গে তা অর্থনীতির মধ্যমেয়াদী উন্নয়নের উপরেও স্পষ্ট ভাবে জোর দিয়েছে। কৃষি, স্কিল ডেভেলপমেন্ট এবং এমএসএমই-র উপর জোর দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টিই হয়ে উঠবে আগামী বছরগুলিতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বাজেটের সামগ্রিক আকার অন্তর্বর্তীকালীন বাজেট থেকে প্রায় অপরিবর্তিত রয়েছে। বাজেটে রাজস্ব বিচক্ষণতার পথ ধরে এগিয়ে যাওয়ার দৃঢ় অভিপ্রায় দেখানো হয়েছে এবং বছরের জন্য রাজস্ব ঘাটতি ৪.৯% নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এই কর্মকাণ্ড বিকাশকে স্থিতিশীল রাখবে। আর তা শুধু অর্থনীতির জন্যই দৃঢ় হবে না, বরং ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্যও শক্তিশালী হয়ে উঠবে। এভাবেই এফআরবিএম-এর লক্ষ্য অনুযায়ী অর্থবর্ষ ২৬-এ তা ৪.৫ শতাংশের মাত্রা স্পর্শ করবে। অর্থবছরের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হল- সামগ্রিক মোট ঋণ এবং নেট ঋণ প্রায় একই স্তরে অন্তর্বর্তীকালীন বাজেটের মতোই রাখা হয়েছে। এর অর্থ হল যে, এটি বাজারের জন্য কার্যত নিরপেক্ষ লিক্যুইডিটি এবং বন্ড। যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। আবার ব্যাঙ্কিং ক্ষেত্র বাজেট থেকে উল্লেখযোগ্য ইতিবাচক পদক্ষেপ দেখতে পারে। যা লিক্যুইডিটির উপর নিরপেক্ষ প্রভাবকে ছাড়িয়ে যাবে। প্রথমত একটি ক্রেডিট গ্যারান্টি স্কিমের মাধ্যমে এমএসএমই-র উপর জোর দেওয়া হয়েছে। আর এমএসএমই-র ক্ষেত্রে যে কোনও সহায়তা শুধু জিডিপি-ই নয়, কর্মসংস্থানের উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত রিটেল লেভেলে শিক্ষা ঋণের উপর জোর দেওয়া হয়েছে। যা সময়োপযোগী স্কিল তৈরিতে সাহায্য করবে। তৃতীয়ত, বাজেট বক্তৃতায় রিকভারি স্থান পেয়েছে। এমনকী, ডেট রিকভারি ট্রাইব্যুনালের উপরেও জোর দেওয়া হবে। চতুর্থত, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন লক্ষ্যে উত্তর-পূর্ব অঞ্চলে আরও সংযোগ স্থা়পন করাও অন্তর্ভুক্ত। যা ব্যাঙ্কিংকে আরও সার্বজনীন করতে সাহায্য করবে। আর সব শেষে, হাউজিংকে উৎসাহিত করার জন্য বাজেটের পুনরাবৃত্তির অর্থ হল, গ্রামীণ এবং শহর উভয় স্তরেই এই কর্মসূচি পালনে ব্যাঙ্কগুলিকে আরও বড় ভূমিকা পালন করতে হবে।

গ্যারওয়্যার টেকনিক্যাল ফাইবারস লিমিটেডের সিইও শুজউল রেহমান (Shujaul Rehman, CEO, Garware Technical Fibres Limited):

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, উৎপাদনশীলতা বাড়াতে এবং জলবায়ু-সহনশীলজাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণার রূপান্তর আমাদের কৃষি খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একেবারেই সঠিক। গ্যারওয়্যার টেকনিক্যাল ফাইবারস-এ আমরাও উদ্ভাবনী এবং স্থায়ী সমাধান প্রদান করে এই দৃষ্টিভঙ্গি সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যা কৃষি দক্ষতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করে।

সাউথ সিটি প্রজেক্টস (কলকাতা) লিমিটেড-এর ম্যানেজিং পার্টনার এবং বিটিএল ইপিসি লিমিটেড, শ্রাচী এগ্রিমেক-এর ম্যানেজিং ডিরেক্টর রবি টোডি (Ravi Todi Managing Director at BTL EPC Ltd, Shrachi Agrimech | Managing Partner, South City Projects (Kolkata) Ltd)

ক্রেডিট গ্যারান্টি স্কিমের মাধ্যমে এমএসএমই-র সহায়তা বাড়ানোর ঘোষণা এবং একটি নতুন গ্যারান্টি ফান্ড চালু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যাঙ্ক ফিনান্সিংয়ের জন্য অভ্যন্তরীণ মূল্যায়নের অনুমতি দিয়ে এবং স্ট্রেসড লোনের জন্য গ্যারান্টি ফান্ডে অ্যাক্সেস প্রদান করার মাধ্যমে সরকার এমএসএমই-গুলির জন্য আরও ব্যাপক এবং অ্যাক্সেসযোগ্য সহায়তা নিশ্চিত করছে। এটি কেবল তাদের আর্থিক স্থিতিশীলতাই বাড়াবে না, বরং এর পাশাপাশি এই খাতে বিকাশ এবং স্থিতিশীলতাকেও উন্নীত করবে।