TMC: আর সময় নষ্ট নয়! উপনির্বাচন ঘোষণা হতেই ভোটের প্রস্তুতিতে নেমে পড়ার বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের…

কলকাতা: লক্ষ্য ৬-এ ৬। রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হতেই প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। মাদারিহাট থেকে সিতাই, নৈহাটি থেকে হাড়োয়া সর্বত্র নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়ছে জেলা তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- রাজ্যের বেশ কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

আজ বুধবারই মাদারিহাট কেন্দ্রের জন্য প্রস্তুতি-বৈঠক সেরে ফেললেন আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব। আগামিকাল থেকে কোচবিহারে সিতাই কেন্দ্রের জন্য টানা সাংগঠনিক বৈঠক-সভা হবে। এ ছাড়াও মেদিনীপুর ও বাঁকুড়াতেও মাঠে নামছে দল। উপনির্বাচনে বিপুল ভোটে দলীয় প্রার্থীরা জিতবেন— এই আত্মবিশ্বাস ভোটের আগে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।ইতিমধ্যেই পিছিয়ে থাকা মাদারিহাট নিয়ে বৈঠক সেরেছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২০ তারিখ মাদারিহাট বিধানসভা এলাকার মোট ১২টি গ্রাম পঞ্চায়েতে প্রতিটিতে একজন করে জেলা নেতা গিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। তবে ইতিমধ্যেই বুথভিত্তিক বৈঠক স্থানীয়স্তরে চলছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।

দেওয়াল লিখন থেকে  রাস্তার কর্মসূচি- সব লক্ষ্মীপুজো মিটলেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতারা। দল প্রার্থীর নাম ঘোষণা করলেই সকলে মিলে ভোটযুদ্ধে নেমে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।