Shami-র নামটাই ভুল! ভরা মঞ্চে হাসাহাসি কাণ্ড! কলকাতায় এই ঘটনা আগে ঘটেনি

কলকাতা: তিনি যেখানে খেললেন এত গুলো বছর, সেখানে তাঁর নামটাই লেখা হল ভুল! কলকাতায় এমন ঘটনা কখনও ঘটেছিল কি না বলা মুশকিল। মুখ পুড়ল সিএবির।

শনিবার মহম্মদ শামিকে সম্বর্ধনা দিতে গিয়ে সিএবি যে কাণ্ডটা করল, তাতে হাসাহাসি পড়ে গেল। মহম্মদ শামির নামের বানানটাই ভুল! মঞ্চে সেই ভুল বানান জ্বলজ্বল করল! নিজের নামের ভুল বানানের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন শামি।

ভারতীয় দলের পেসার অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি। সিএবি, বাংলার মানুষকে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করে গেলেন তিনি। তবে শামির সঙ্গে যে ভুলটা সিএবি এদিন করল, তা ক্রিকেটপ্রেমীরা হয়তো অনেকদিন মনে রাখবেন!

আরও পড়ুন- ‘রেগে গেলে ধোনি ভয়ঙ্কর! ড্রেসিংরুমে বোতলকে লাথি মেরে…’ মুখ খুললেন সতীর্থ

২০২৩ বিশ্বকাপে ২৪ টি উইকেট পাওয়ার জন্য সামিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। স্মারক হিসেবে তুলে দেওয়া হয় সোনার একটি হাত, সেখানে একটি লাল বল ধরা রয়েছে।

শামি এদিন বলেন, বাংলা বা সিএবি-কে যতই কৃতজ্ঞতা জানাই না কেন, তা কম হবে। আমি এমন একটা জায়গায় জন্মেছিলাম, যেখানে সুযোগ সুবিধা ছিল না। আমি জন্মেছি, বড় হয়েছি উত্তর প্রদেশে। ক্রিকেটার হয়েছি বাংলায়।

আরও পড়ুন- ক্লোজড ডোর অনুশীলনে তৈরি হচ্ছে বাংলাদেশ হারানোর ছক! প্রস্তুতিতে চমক টিম ইন্ডিয়ার

তিনি আরও বলেন, এটা একটা লম্বা সফর। ২০-২৫ বছর লেগেছে এই সফরটায়। এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে টিভিও ছিল না। তবে এখন সময় পাল্টেছে। এখন এক সেকেন্ডে সব কিছু দেখা যায়। একটা সময় ছিল ঘুগনির সঙ্গে কখন রুটি আসবে অপেক্ষা করতাম। এই পুরস্কারের জন্য, আপনাদের ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। এই ভাল বাসার জন্যই আমি ভারতের জন্য যা খেলেছি, তাতে সক্ষম হয়েছি।