সিইএসসি অভিযানের অনুমতি পেল বিজেপি৷

BJP CESC rally: সিইএসসি অভিযানের অনুমতি পেল বিজেপি, কী কী শর্ত বেঁধে দিল হাইকোর্ট?

কলকাতা: রাজ্যের আপত্তি সত্ত্বেও শর্ত সাপেক্ষে বিজেপিকে ধর্মতলায় সিইএসসি ভবন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ২৬ জুলাই এই অভিযানের দিন নির্দিষ্ট করেছে হাইকোর্ট৷ তবে বিজেপির সিইএসএসি ভবন অভিযানে ১০০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না বলে নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ৷

পাশাপাশি, মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্ব এবং কলকাতা পুলিশকে৷

বিদ্যুতের বিল অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে সিইএসসি ভবন অভিযানের জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব৷ সেই অনুমতি না মেলায় মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ৷ এ দিন মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে উঠলে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, শনি অথবা রবিবার বিজেপি চাইলে সিইএসসি সদর দফতর ভিক্টোরিয়া হাউজের সামনে ধরনা দিতে পারে৷ অথবা সপ্তাহের অন্য দিনে ধর্মতলারই ওয়াই চ্যানেলে বিজেপিকে ধরনা করার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষে৷ রাজ্য সরকারের আইনজীবী যুক্তি দেন, ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপি সপ্তাহের কাজের দিনে ধরনা দিলে যানজটের সমস্যা তৈরি হবে৷

আরও পড়ুন: রাজ্য জুড়ে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, বিতর্ক এড়াতে তৈরি হচ্ছে বিধি

এই প্রস্তাব শুনে বিচারপতি ভরদ্বাজ একঘণ্টার জন্য বিজেপিকে ভিক্টোরিয়া হাউজের সামনে ধরনার অনুমতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দেন৷ বিজেপির আইনজীবী পাল্টা বলেন, প্রতিবার বিরোধী রাজনৈতিক দলের সভা সমিতি হলেই একই যুক্তি দেখায় রাজ্য। রাজভবনের সামনে ধর্নার সময়ও রাজ্য বলে ইয়াই চ্যানেলে করো। বিজেপি মামলাকারীর হযে আদালত কে আশ্বস্ত করছি বিজেপি কোনওদিন ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্না করবে না, শর্ত একটাই আজ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সমস্ত রাজনৈতিক দলের সভা বন্ধ করে দেওয়া হোক।

রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দেন, ২১ জুলাই সভা হয় দীর্ঘদিন ধরে, ১৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাকে স্মরণ করে ওই সমাবেশ করা হয়। রাজ্যের আইনজীবী আরও বলেন, বিজেপির ৭ থেকে ১০ জন প্রতিনিধি গিয়ে ভিক্টোরিয়া হাউজে ডেপুটেশন দিয়ে আসতে পারে৷ কিন্তু ধরনা হোক ওয়াই চ্যানেলেই৷
দু পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি ভরদ্বাজ জানান, আগামী ২৬ জুলাই দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি৷ রাজ্য বিজেপির সদর দফতর ৬, মুরলীধর সেন লেন থেকে মিছিল শুরু হয়ে ভিক্টোরিয়া হাউজের সামনে শেষ হবে এবং সেখানেই জমায়েত হবে৷ তবে ওই জমায়েতে ১০০০ জনের বেশি থাকতে পারবেন না৷

পাশাপাশি মিছিল করতে গিয়ে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি-কে পর্যাপ্ত পরিমাণে বাহিনী মোতায়েন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷ শান্তিশৃঙ্খলা বজায় রেখেই মিছিল করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি ভরদ্বাজ৷