ফাইল ছবি

Calcutta High Court: হাইকোর্টে বড় কাণ্ড, মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লাখ টাকা জরিমানা আদালতের!

কলকাতা: ১৪ বছরেও অপ্রকাশিত পরীক্ষার ফল! মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু-লাখ টাকা জরিমানার নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের।

২০১০ সালের গ্রুপ ডি- র ফল ও প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় ১.৪ হাজার শূন্যপদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: আর নয় লম্বা লাইন! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বিরাট সিদ্ধান্ত নতুন BJP সরকারের! পুণ্যার্থীদের জন্য বড় খবর

কমিশন আজ জানায় তারা আবারও পরীক্ষা নিতে চায়। কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।