সোশ্যাল মিডিয়া তে প্রচার 

West Medinipur News: বেজে গিয়েছে নির্বাচনের দামামা! জনসংযোগের পাশাপাশি সমাজমাধ্যমেও জোর প্রার্থীদের

পশ্চিম মেদিনীপুর: শিয়রে লোকসভা নির্বাচন। প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা। কখনও জনসংযোগ আবার কখনও রোড শো, লোকসভা নির্বাচনে কার জয় আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তপ্ত দুপুরেও মানুষের মধ্যে কথা বলছেন তারা। তবে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রচারে ভরসা অনলাইন মাধ্যম। সাধারণ মানুষের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জনসংযোগ নয়, ডিজিটালেও জনসংযোগ সারছেন তারা। আর এই পন্থাকে বেশ লুফে নিচ্ছেন সাধারণ ভোটাররা।

রাজনৈতিক নেতাদের প্রচারের ধরন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছেন সাধারণ মানুষ। যদিও এই ধরনের প্রচারকে সাধুবাদ জানিয়েছেন সকলে। মাঝে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি লোকসভা নির্বাচনের। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, প্রার্থীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, জনসংযোগ এমনকি বিভিন্ন মিটিং মিছিল করছেন। শুধু তাই নয়, মানুষের সঙ্গে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনও করছেন তারা। তবে এই প্রচার মিছিল মিটিং পথসভা অনলাইন মাধ্যমেও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন নেতা-নেত্রীরা।

বর্তমানে ডিজিটালের যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন তারা। বিভিন্ন রোড শো, মিছিল কিংবা পথসভা অনলাইন মাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন প্রার্থী থেকে সেই রাজনৈতিক দল। প্রার্থীদের সকলের রয়েছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় একাউন্ট। সেখান থেকে তারা লাইভ সম্প্রচার করেমানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন। যদিও এই ধরনের পন্থাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে কোনও অশান্তি যাতে সৃষ্টি না হয় তার দাবি করেছেন সাধারণ ভোটাররা।

যদিও এই বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখছে সমস্ত রাজনৈতিক দল। সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সমাজের মানুষের খুব কাছে পৌঁছে যাওয়া যায় বলে মত রাজনৈতিক নেতাদের। সামাজিক মাধ্যমে লাইভ কিংবা নানান প্রচার মূলক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে মানুষের মধ্যে বেশ ইম্প্যাক্ট পড়ে মন্তব্য শাসক নেতার। স্বাভাবিকভাবে স্বশরীরে প্রচারের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও জোর দিয়ে মানুষের মধ্যে জনসংযোগের বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দলই।

রঞ্জন চন্দ