Category Archives: উত্তর ২৪ পরগণা

Vande Bharat: রাতের অন্ধকারে অশোকনগরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! কবে থেকে কোন রুটে চলবে? কৌতুহল বাড়ছে

অশোকনগর: রাতের অন্ধকারে অশোকনগরের রাস্তায় হঠাৎই দেখা গেল বন্দে ভারত এক্সপ্রেস। রাস্তার ধারে বন্দে ভারত এক্সপ্রেস দেখে দাঁড়িয়ে গেলেন সকলে। নীল সাদা রংয়ের হুবহু যেন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে অশোকনগর কল্যাণগড় বেকারি পট্টি এলাকায়। রাস্তার উপরেই রেললাইনে বন্দেভারতের এক্সপ্রেসের তিনটি বগি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন সকলে। পথ চলতি মানুষজন দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন এই বন্দে ভারত ট্রেনের সঙ্গে।

নীল সাদা ট্রেনের বগিতে লেখা, ভারতীয় রেল বন্দে ভারত-সহ ট্রেনের কোচ নম্বরও। ট্রেনের বগিগুলিতে লাগানো রয়েছে কালো কাচের জালানা। ট্রেনের ছাদে রয়েছে প্যান্টোগ্রাফ। এই বন্দে ভারতের দেখা মিলছে, রাস্তার উপর পাতা ছোট লাইনের উপর। ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। তার জন্য তৈরি হচ্ছে স্টেশন।

আরও পড়ুনঃ এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত

জানা গিয়েছে, এই বন্দেভারত ট্রেন ব্যবহার হবে অশোকনগর কল্যাণগড়ের জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোর একটি মণ্ডপের থিম হিসেবে।  সেখানেই চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। একসঙ্গে প্রায় কুড়ি জন এই ট্রেনে চড়তে পারবেন সকলেই, তাও আবার বিনামূল্যে। উদ্যোক্তাদের তরফে ট্রেনের দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

ইতিমধ্যেই এই বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে কৌতুহল বেড়েছে অশোকনগরের বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বন্দেভারতের ছবি, আর তা দেখেই এখন কল্যানগড়ে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। মনে করা হচ্ছে এ বারের জগদ্ধাত্রী পুজোয় অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।

Rudra Nrayan Roy

ICC World Cup Final 2023: ভিডিও হলে বিশ্বকাপ ফাইনাল দেখার প্রস্তুতি, বিধ্বংসী আগুনে সব শেষ! সুন্দরবনে হা হুতাশ

অনুপম সাহা, হিঙ্গলগঞ্জ: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখার সুযোগ কম৷ তবে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উন্মাদনায় খামতি ছিল না৷ তাই গ্রামের বন্ধ হয়ে যাওয়া ভিডিও হলেই বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করেছিলেন উৎসাহীরা৷

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

কিন্তু ফাইনালের ঠিক একদিন আগে ভেস্তে গেল সেই পরিকল্পনা৷ কারণ শুক্রবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ভিডিও হল৷ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া দুলদুলি এলাকায়৷ ঘটনায় রীতিমতো হতাশ গ্রামবাসীরা৷

আরও পড়ুন: ফাইনালের আগেই শামির জন্য দু’দুটো গিফট, উপহার দিলেন ‘এই’ রাজ্যের মুখ্যমন্ত্রী

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নও তুলছেন গ্রামবাসীরা৷ কারণ বন্ধ হয়ে থাকায় ওই ভিডিও হলে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না৷ মা তুলসী ভিডিকীও কর্নার নামে ওই হলটিতে এর পরেও কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না স্থানীয়রা৷ ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত আছে কি না, সেই প্রশ্নও তুলছেন তাঁরা৷ অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ৷

ভিডিও হলে বিশ্বকাপ ফাইনাল দেখার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কীভাবে একসঙ্গে সবাই মিলে রবিবারের মহাযুদ্ধ উপভোগ করা যায়, সেই উপায় খুঁজছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা৷ তবে প্রত্যন্ত এলাকায় এত অল্প সময়ে এই আয়োজন করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে অনেকেই৷