Protest for free Palestine: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল প্যালেস্তিনীয় পতাকা! স্লোগানে স্লোগানে তপ্ত আমেরিকার একাধিক ক্যাম্পাস, ইতিমধ্যেই গ্রেফতার ২৭৫

আমেরিকা: ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’৷ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়৷ যা মেধার সমন্বয়ে বলিয়ান, স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে স্লোগানে স্লোগানে তপ্ত হল সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়৷ এখানেই শেষ ন, জন হার্ভার্ড, যাঁর নামে এই বিশ্ববিদ্যালয়, তাঁর মূর্তির পিছনে, যেখানে আমেরিকার জাতীয় পতাকা রখাই রীতি এবং নিয়ম, বিক্ষোভকারীরা নামিয়ে দিলেন সেই পতাকা৷ বদলে সেখানে উড়ল প্যালেস্তিনীয় ফ্ল্যাগ৷ ঘটনায় রীতিমতো শোরগোল পশ্চিমি দুনিয়ায়৷

শনিবারের ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে ‘ফ্রি, ফ্রি প্যালেস্তাইন’ এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’স্লোগান তুলে বিক্ষোভকারীরা জন হার্ভার্ডের মূর্তির পিছন থেকে মার্কিন পতাকা নামিয়ে উত্তোলন করছে প্যালেস্তিনীয় পতাকা৷

আরও পড়ুন: ভোররাতে শহরের বুকে অগ্নিকাণ্ড! নাখোদা মসজিদের কাছে গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ঘটনার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জনাথন এল. সোয়েইন৷ তীব্র নিন্দা জানিয়ে জনাথনের মন্তব্য, ‘‘এটা বিশ্ববিদ্যালয়ের নীতি উল্লঙ্ঘন যোগ্য অপরাধ৷’’ পাশাপাশি, যে সমস্ত পড়ুয়া এবং কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

আরও পডুন: বিজেপি ক্ষমতায় এলেও কি দিতে হবে উত্তরাধিকার কর? সম্পত্তি পুনর্বণ্টন নিয়ে কী অবস্থান নরেন্দ্র মোদির?

শুধু মাত্র হার্ভার্ভ বিশ্ববিদ্যালয়েই নয়, প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে মিছিলের ঢেউ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, সেন্ট লুই ওয়াশিংটন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভর্সিটি এবং ইন্ডিয়ানা ইউনিভর্সিটিতেও৷

কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ অব্যাহত থাকায়, আমেরিকার সরকারের তরফে রবিবার বলা হয়েছিল যে, প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভে পুলিশ সপ্তাহান্তে চারটি পৃথক ক্যাম্পাসে প্রায় ২৭৫ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রখার চেষ্টা চলছে৷