আরজি কর কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ৷

Sandip Ghosh arrest: আরজি করে চিকিৎসক ধর্ষণ, খুন কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ! বিরাট পদক্ষেপ সিবিআই-এর

কলকাতা: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই৷ সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷ সন্দীপ ঘোষের পাশাপাশি আজ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও একই অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই৷

এর আগেই আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই৷ এবার মূল মামলায় তাঁকে গ্রেফতার করা হল৷

আরও পড়ুন: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনে বহু অসঙ্গতি! ৩৬ দিনের মাথায় গ্রেফতার টালা থানার ওসি

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ৷ এই ঘটনার তদন্তে নেমে পরের দিনই গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে৷ এর পর এই মামলার তদন্তভার হাতে নিয়ে সন্দীপ ঘোষকে একটানা প্রায় ১৪ দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তাঁর পলিগ্রাফ টেস্টও করা হয়৷

সিবিআই সূত্রে খবর, আরজি করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের যে ভূমিকা ছিল, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে৷ তথ্যপ্রমাণ লোপাটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তাতেও সন্দীপ ঘোষের ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই৷ টানা জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষ বার বার তদন্তকারীদের এই বিষয়গুলিতে সন্দীপ ঘোষ বিভ্রান্ত করেছেন বলে সিবিআই সূত্রে অভিযোগ৷

এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন সন্দীপ ঘোষ৷ খুন এবং ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষখে হেফাজতে নেওয়ার জন্য রবিবার আদালতে আবেদন করবে সিবিআই৷