ভিডিওর একটি অংশ। picture courtesy- X

New Delhi: উড়ানের কিছু মুহূর্ত আগে বাতিল বিমান, গেটের সামনেই বিক্ষোভ যাত্রীদের দিল্লির ঘটনার ভিডিও ভাইরাল…

নয়াদিল্লি: বিমান ওড়ার ঠিক পাঁচ মিনিট আগে গোটা বিমানযাত্রাই বাতিল ঘোষণা করল বিমান সংস্থা। আর এই নিয়েই যাত্রীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় ওই বিমানসংস্থার কর্মীদের মধ্যে। শনিবার, নয়াদিল্লিতে স্পাইসজেটের একটি বিমানের উড়ান বাতিল ঘোষণাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর চত্বরে।
বাতিল বিমান, স্পাইসজেট এসজি ৪৯৫ দিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাওয়ার কথা ছিল। কিন্তু, বিমান ওড়ার ঠিক মিনিট পাঁচেক আগে গোটা বিমানের যাত্রাই বাতিল ঘোষণা করার জানানো হয় বিমান সংস্থার পক্ষ থেকে।
এরপরেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বিমান বাতিল হওয়ায় যাত্রীরা রীতিমত বিরক্ত। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেককে “স্পাইসজেট মুর্দাবাদ” বলে চিৎকার করতে। দিল্লির টার্মিনাল ৩ নম্বর গেটের সামনে রীতিমত আন্দোলন করতে দেখা যায় যাত্রীদের।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু! খেলার সময়েই ঘটল দুর্ঘটনা
অনেক যাত্রীদের স্পাইসজেটের এই নিয়মিত বিমান বাতিলের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় কার্যত নিজদের রাগের বহিপ্রকাশ ঘটান তাঁরা। এক যাত্রী তাঁর দিল্লি থেকে গোয়া যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে জানান, “আমি স্পাইসজেট এসজি২১১ ফ্লাইটে দিল্লি থেকে গোয়া যাচ্ছিলাম। সেটাও হঠাৎ বাতিল ঘোষণা করে দেওয়া হয়।

আরও পড়ুন: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, রাজৌরিতে আহত এক জওয়ান
আরও এক যাত্রী নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ” আমি স্পাইসজেট করে আহমেদাবাদ থেকে বারাণসী যাচ্ছিলাম আমাদের নিরাপত্তাকর্মীদের অভাবে সেখানে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।”
এইসব নানা অভিযোগ ওই বিমানসংস্থার বিরুদ্ধে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নেটাগরিকরা।