সিবিআই সূত্রে খবর, আরজি কর দুর্নীতি কাণ্ডে ধৃত হাসপাতালের অন্যতম শিশু রোগ বিভাগের পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে প্রায় এক বছর ধরে হাসপাতালের জরুরি বিভাগ বা শিশু বিভাগে কোনও ডিউটিই করেননি৷ অথচ হাজিরা খাতায় নিয়মিত সই রয়েছে তাঁর৷ বেতনও পেয়েছেন তিনি৷

Sandip Ghosh RG Kar: আরজি করের হাজিরা খাতায় বিরাট কেলেঙ্কারির খোঁজ, সূত্রে সেই সন্দীপ ঘোষ! কী পেল সিবিআই?

মাসের পর মাস ডিউটি করেননি, অথচ মোটা টাকা সরকারি বেতন নিয়েছেন৷ এমন কি, ডিউটি না করেও চিকিৎসকদের হাজিরা খাতায় সই রয়েছে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে ধৃত চিকিৎসক আশিস পাণ্ডে৷
মাসের পর মাস ডিউটি করেননি, অথচ মোটা টাকা সরকারি বেতন নিয়েছেন৷ এমন কি, ডিউটি না করেও চিকিৎসকদের হাজিরা খাতায় সই রয়েছে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে ধৃত চিকিৎসক আশিস পাণ্ডে৷
 আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডের বিরুদ্ধে এমনই তথ্যপ্রমাণ এসেছে তদন্তকারীদের হাতে৷ সেই অভিযোগের তদন্তেই এ দিন বিকেলে আরজি কর হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা৷
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডের বিরুদ্ধে এমনই তথ্যপ্রমাণ এসেছে তদন্তকারীদের হাতে৷ সেই অভিযোগের তদন্তেই এ দিন বিকেলে আরজি কর হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা৷
সিবিআই সূত্রে খবর, আরজি কর দুর্নীতি কাণ্ডে ধৃত হাসপাতালের অন্যতম শিশু রোগ বিভাগের পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে প্রায় এক বছর ধরে হাসপাতালের জরুরি বিভাগ বা শিশু বিভাগে কোনও ডিউটিই করেননি৷ অথচ হাজিরা খাতায় নিয়মিত সই রয়েছে তাঁর৷ বেতনও পেয়েছেন তিনি৷
সিবিআই সূত্রে খবর, আরজি কর দুর্নীতি কাণ্ডে ধৃত হাসপাতালের অন্যতম শিশু রোগ বিভাগের  হাউজস্টাফ চিকিৎসক আশিস পাণ্ডে প্রায় এক বছর ধরে হাসপাতালের জরুরি বিভাগ বা শিশু বিভাগে কোনও ডিউটিই করেননি৷ অথচ হাজিরা খাতায় নিয়মিত সই রয়েছে তাঁর৷ বেতনও পেয়েছেন তিনি৷
এই অভিযোগের তদন্তেই এ দিন আরজি কর হাসপাতালে গিয়ে শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহ সেখানকার নার্স, ওয়ার্ড বয় এবং স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷
এই অভিযোগের তদন্তেই এ দিন আরজি কর হাসপাতালে গিয়ে শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহ সেখানকার নার্স, ওয়ার্ড বয় এবং স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷
এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় অ্যানেস্থেসিয়া বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ট্রমা কেয়ার সেন্টারের নোডাল অফিসার ডক্টর সুজাতা ঘোষকে৷
এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় অ্যানেস্থেসিয়া বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ট্রমা কেয়ার সেন্টারের নোডাল অফিসার ডক্টর সুজাতা ঘোষকে৷আরজি কর পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে হাসপাতালে টিএমসিপি সংগঠনের অন্যতম দাপুটে নেতা ছিলেন৷ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের আগে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও আশিস পাণ্ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷আরজি কর পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে হাসপাতালে টিএমসিপি সংগঠনের অন্যতম দাপুটে নেতা ছিলেন৷ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের আগে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও আশিস পাণ্ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷
অভিযোগ, সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন তাঁর প্রশয়েই আশিস পাণ্ডের মতো বেশ কিছু চিকিৎসক হাসপাতালে স্বেচ্ছাচারিতা চালাতেন৷ আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে এই পড়ুয়া চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই৷
অভিযোগ, সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন তাঁর প্রশয়েই আশিস পাণ্ডের মতো বেশ কিছু চিকিৎসক হাসপাতালে স্বেচ্ছাচারিতা চালাতেন৷ আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে এই পড়ুয়া চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই৷