কলকাতা Sandip Ghosh RG Kar: আরজি করের হাজিরা খাতায় বিরাট কেলেঙ্কারির খোঁজ, সূত্রে সেই সন্দীপ ঘোষ! কী পেল সিবিআই? Gallery October 23, 2024 Bangla Digital Desk মাসের পর মাস ডিউটি করেননি, অথচ মোটা টাকা সরকারি বেতন নিয়েছেন৷ এমন কি, ডিউটি না করেও চিকিৎসকদের হাজিরা খাতায় সই রয়েছে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে ধৃত চিকিৎসক আশিস পাণ্ডে৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডের বিরুদ্ধে এমনই তথ্যপ্রমাণ এসেছে তদন্তকারীদের হাতে৷ সেই অভিযোগের তদন্তেই এ দিন বিকেলে আরজি কর হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা৷ সিবিআই সূত্রে খবর, আরজি কর দুর্নীতি কাণ্ডে ধৃত হাসপাতালের অন্যতম শিশু রোগ বিভাগের হাউজস্টাফ চিকিৎসক আশিস পাণ্ডে প্রায় এক বছর ধরে হাসপাতালের জরুরি বিভাগ বা শিশু বিভাগে কোনও ডিউটিই করেননি৷ অথচ হাজিরা খাতায় নিয়মিত সই রয়েছে তাঁর৷ বেতনও পেয়েছেন তিনি৷ এই অভিযোগের তদন্তেই এ দিন আরজি কর হাসপাতালে গিয়ে শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহ সেখানকার নার্স, ওয়ার্ড বয় এবং স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় অ্যানেস্থেসিয়া বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ট্রমা কেয়ার সেন্টারের নোডাল অফিসার ডক্টর সুজাতা ঘোষকে৷আরজি কর পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে হাসপাতালে টিএমসিপি সংগঠনের অন্যতম দাপুটে নেতা ছিলেন৷ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের আগে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও আশিস পাণ্ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ অভিযোগ, সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন তাঁর প্রশয়েই আশিস পাণ্ডের মতো বেশ কিছু চিকিৎসক হাসপাতালে স্বেচ্ছাচারিতা চালাতেন৷ আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে এই পড়ুয়া চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই৷