সঞ্জয় রায়ের ব্যবহার করা কলকাতা পুলিশ লেখা সেই মোটরসাইকেল৷

Sanjay Roy Motorcycle: বড় করে লেখা KP! এই বাইক চড়েই চলত দাদাগিরি করত সঞ্জয়, এবার হেফাজতে নিল সিবিআই

কলকাতা: পুলিশের যে বাইকে চড়ে সর্বক্ষণ ঘুরে বেড়াত আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, সেই মোটরসাইকেল এবার হেফাজতে নিল সিবিআই৷ এতদিন ওই মোটরসাইকেল ছিল কলকাতা পুলিশের হেফাজতে৷ সঞ্জয়ের ব্যবহার করা এই মোটরসাইকেলের ফরেন্সিক পরীক্ষাও করা হবে৷

সামান্য সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের জন্য বরাদ্দ করা মোটরসাইকেল চালাত সঞ্জয়৷ সরকারি পয়সাতেই মোটরসাইকেলের তেলও পেত সে৷ কলকাতা পুলিশ লেখা ওই মোটরসাইকেল নিয়েই বিভিন্ন কুকীর্তি করে বেড়াত সঞ্জয়৷ আরজি কর সহ কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালেও পৌঁছে যেত এই মোটরসাইকেল৷ ঘটনার দিন রাতেও এই মোটরসাইকেল নিয়েই আরজি করে গিয়েছিল সঞ্জয়৷

আরও পড়ুন: কীভাবে হয় পলিগ্রাফ টেস্ট, মিথ্যে বললেই ধরা পড়বেন সঞ্জয়-সন্দীপরা? জানুন গোটা প্রক্রিয়া

এএসআই পদমর্যাদার অফিসারদের জন্য বরাদ্দ মোটরসাইকেল সঞ্জয় কীভাবে ব্যবহার করত তা নিয়ে, রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সঞ্জয়ের এই দাপটের পিছনে কলকাতা পুলিশের এক এএসআই-এর প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ ইতিমধ্যেই সেই এএসআই-কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷

ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দিয়েছে সঞ্জয়৷ আগামিকাল প্রেসিডেন্সি জেলেই তাঁর পলিগ্রাফ টেস্ট করানো হবে বলে খবর৷