NEET PG examination postponed: রাত পোহালেই ছিল নিট-পিজি! হঠাৎ ডাক্তারির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করল কেন্দ্র

নয়াদিল্লি: স্থগিত হয়ে গেল ডাক্তারির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি। রবিবার, অর্থাৎ ২৩ জুন হওয়ার কথা ছিল ডাক্তারির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি। হঠাৎ স্থগিত করল কেন্দ্র।

এর আগে এনটিএ পরিচালিত ইউজিসি-নেট পরীক্ষা মঙ্গলবার নেওয়ার পরে বুধবার তা বাতিল করে দেওয়া হয়। এবার পরীক্ষা নেওয়ার আগের রাতে নিট-পিজির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত করল কেন্দ্র। কিছুক্ষণ আগে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: নিটে প্রশ্নফাঁস-বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ কেন্দ্রের, অপসারিত এনটিএ-র ডিজি, দায়িত্ব নিচ্ছেন কে?

নির্দেশিকায় জানানো হয়েছে, সাম্প্রতিক কালের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিকে কেন্দ্র করে যে সব অভিযোগ উঠেছে, তার উপর ভাবনাচিন্তা করে স্বাস্থ্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন পরিচালিত নিট-পিজির সম্পূর্ণ পরীক্ষাগ্রহণ পদ্ধতি খতিয়ে দেখবে।

সেই সঙ্গে আরও বলা হয়েছে, “ তাই আগাম সতর্কতা হিসাবে আগামী কাল অর্থাৎ ২৩ জুন স্থগিত হতে চলা নিট-পিজি স্থগিত করা হচ্ছে। এই পরীক্ষার নতুন দিনক্ষণ যত দ্রুত সম্ভব জানানো হবে”।

বিতর্ক শুরু হয়, নিট পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে। ৫ মে আয়োজিত হওয়া সেই পরীক্ষায় মোট ২৪ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেন, ৪ জুন সেই পরীক্ষার ফল প্রকাশ হয়। তার পরেই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে বিহারে। সেই নিয়ে এখনও পর্যন্ত দেশ জুড়ে প্রায় ১৯ জন নিট-কাণ্ডে গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রশ্নফাঁস কাণ্ডের রেশ যাচ্ছেই না। এখন কবে নিট-পিজি পরীক্ষা হয় সেটাই দেখার।