Home Loan: এই ১১টি সরকারি ব্যাঙ্কে সস্তায় হোম লোন পাওয়া যাচ্ছে, দেখে নিন কে কত সুদ নিচ্ছে

বিগত কয়েক বছরে সম্পত্তির চাহিদা দ্রুত বাড়ছে। মানুষ ক্রমশ তাদের স্বপ্নের বাড়ি কিনছে। এই কারণে বাড়ির দামেও তেজ গতি দেখা গিয়েছে। বর্তমান সময়ে, কেউ যদি একটি ভাল বাড়ি কিনতে চায়, তবে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা খরচ করতে হতে পারে। কেউ যদি নিজের বাড়ি কেনার কথা ভাবে এবং ৭৫ লাখ টাকা পর্যন্ত হোম লোন নিতে চায়, তাহলে এই ১১টি সরকারি ব্যাঙ্কের সুদের হার দেখতে পারে।
বিগত কয়েক বছরে সম্পত্তির চাহিদা দ্রুত বাড়ছে। মানুষ ক্রমশ তাদের স্বপ্নের বাড়ি কিনছে। এই কারণে বাড়ির দামেও তেজ গতি দেখা গিয়েছে। বর্তমান সময়ে, কেউ যদি একটি ভাল বাড়ি কিনতে চায়, তবে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা খরচ করতে হতে পারে। কেউ যদি নিজের বাড়ি কেনার কথা ভাবে এবং ৭৫ লাখ টাকা পর্যন্ত হোম লোন নিতে চায়, তাহলে এই ১১টি সরকারি ব্যাঙ্কের সুদের হার দেখতে পারে।
১) SBI Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লনণ নিলে ৮.৫০% থেকে ৯.৮৫% হারে সুদ দিতে হবে।২) Bank Of Baroda Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৯০% হারে সুদ দিতে হবে।

৩) Union Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৩৫% থেকে ১০.৯০% হারে সুদ দিতে হবে।
১) SBI Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লনণ নিলে ৮.৫০% থেকে ৯.৮৫% হারে সুদ দিতে হবে।
২) Bank Of Baroda Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৯০% হারে সুদ দিতে হবে।
৩) Union Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৩৫% থেকে ১০.৯০% হারে সুদ দিতে হবে।
৪) PNB Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.১৫% হারে সুদ দিতে হবে।৫) Bank Of India Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৮৫% হারে সুদ দিতে হবে।

৬) Canera Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১১.১৫% হারে সুদ দিতে হবে।
৪) PNB Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.১৫% হারে সুদ দিতে হবে।
৫) Bank Of India Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৮৫% হারে সুদ দিতে হবে।
৬) Canera Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১১.১৫% হারে সুদ দিতে হবে।
৭) UCO Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪৫% থেকে ১০.৩০% হারে সুদ দিতে হবে।8) Bank Of Maharashtra Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৩৫% থেকে ১১.১৫% হারে সুদ দিতে হবে।

৯) Punjab and Sindh Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৫০% থেকে ১০.০০% হারে সুদ দিতে হবে।
৭) UCO Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪৫% থেকে ১০.৩০% হারে সুদ দিতে হবে।
8) Bank Of Maharashtra Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৩৫% থেকে ১১.১৫% হারে সুদ দিতে হবে।
৯) Punjab and Sindh Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৫০% থেকে ১০.০০% হারে সুদ দিতে হবে।
১০) Indian Overseas Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৬০% হারে সুদ দিতে হবে।১১) Central Bank India Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪৫% থেকে ৯.৮০% হারে সুদ দিতে হবে।
১০) Indian Overseas Bank Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪০% থেকে ১০.৬০% হারে সুদ দিতে হবে।
১১) Central Bank India Home Loan থেকে ৭৫ লাখ টাকার হোম লোন নিলে ৮.৪৫% থেকে ৯.৮০% হারে সুদ দিতে হবে।