Income Tax Refund: কবে পাওয়া যাবে ট্যাক্স রিফান্ড? প্যান নম্বর দিয়ে অনলাইনে এভাবে স্ট্যাটাস দেখে নিন

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। এবার ট্যাক্স রিফান্ড পাওয়ার পালা। ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিসের মাধ্যমে যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রিফান্ডের টাকা পাঠানো হবে। তবে প্যান কার্ডে যে নাম বা নামের বানান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সেটাই থাকতে হবে।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। এবার ট্যাক্স রিফান্ড পাওয়ার পালা। ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিসের মাধ্যমে যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রিফান্ডের টাকা পাঠানো হবে। তবে প্যান কার্ডে যে নাম বা নামের বানান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সেটাই থাকতে হবে।
যাঁরা টিডিএস এবং টিসিএস-এর মাধ্যমে বকেয়া শোধ করেছেন তাঁরাই আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য। আয়কর রিটার্ন দাখিল করার পর থেকেই রিফান্ডের অপেক্ষা করেন আয়করদাতারা। তবে রিটার্নের ই-ভেরিফিকেশন না করলে রিফান্ড পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ।
যাঁরা টিডিএস এবং টিসিএস-এর মাধ্যমে বকেয়া শোধ করেছেন তাঁরাই আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য। আয়কর রিটার্ন দাখিল করার পর থেকেই রিফান্ডের অপেক্ষা করেন আয়করদাতারা। তবে রিটার্নের ই-ভেরিফিকেশন না করলে রিফান্ড পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ।
রিটার্ন দাখিল করার পর যাচাই করা বাধ্যতামূলক। রিটার্ন যাচাই না করলে তা অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয়। সোজা কথায়, সেই আটিআর নেই বৈধ নয়। যাইহোক, আয়কর রিটার্ন দাখিলের পর রিফান্ড পেতে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে। যদি কেউ আইটিআর-ভি ফর্মের মাধ্যমে অফলাইনে যাচাই প্রক্রিয়া করেন, তাহলে আরও বেশি সময় লাগবে।
রিটার্ন দাখিল করার পর যাচাই করা বাধ্যতামূলক। রিটার্ন যাচাই না করলে তা অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয়। সোজা কথায়, সেই আটিআর নেই বৈধ নয়। যাইহোক, আয়কর রিটার্ন দাখিলের পর রিফান্ড পেতে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে। যদি কেউ আইটিআর-ভি ফর্মের মাধ্যমে অফলাইনে যাচাই প্রক্রিয়া করেন, তাহলে আরও বেশি সময় লাগবে।
আয়কর বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, করদাতার অ্যাকাউন্টে রিফান্ড জমা করতে কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। তবে প্রযুক্তিগত কারণেও করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসতে দেরি হতে পারে।
আয়কর বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, করদাতার অ্যাকাউন্টে রিফান্ড জমা করতে কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। তবে প্রযুক্তিগত কারণেও করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসতে দেরি হতে পারে।
প্যান কার্ডের মাধ্যমে অনলাইনে ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস দেখার পদ্ধতি: আয়করদাতা প্যান নম্বর দিয়ে অনলাইনে ট্যাক্স রিফান্ডের স্ট্যাটাস দেখে নিতে পারেন। আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে এই স্ট্যাটাস দেখা যায়। এর জন্য করদাতাকে প্রথমেই আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in –এ যেতে হবে।
প্যান কার্ডের মাধ্যমে অনলাইনে ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস দেখার পদ্ধতি: আয়করদাতা প্যান নম্বর দিয়ে অনলাইনে ট্যাক্স রিফান্ডের স্ট্যাটাস দেখে নিতে পারেন। আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে এই স্ট্যাটাস দেখা যায়। এর জন্য করদাতাকে প্রথমেই আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in –এ যেতে হবে।
এখানে প্যান নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ‘মাই অ্যাকাউন্ট’ বিভাগে গিয়ে ‘রিফান্ড/ডিমান্ড স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে প্যান নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ‘মাই অ্যাকাউন্ট’ বিভাগে গিয়ে ‘রিফান্ড/ডিমান্ড স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে করদাতা কোন আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন, বর্তমান স্থিতি, রিফান্ড না পাওয়ার কারণ, অর্থপ্রদানের পদ্ধতি সহ রিফান্ডের অবস্থা বিশদে দেখতে পাবেন।
এখানে করদাতা কোন আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন, বর্তমান স্থিতি, রিফান্ড না পাওয়ার কারণ, অর্থপ্রদানের পদ্ধতি সহ রিফান্ডের অবস্থা বিশদে দেখতে পাবেন।
এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড ঢুকলে আয়কর বিভাগের তরফে করদাতার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেলে বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড ঢুকলে আয়কর বিভাগের তরফে করদাতার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেলে বিজ্ঞপ্তি পাঠানো হয়।