আইপিএলে হইচই! চেন্নাই রাখবে ‘এই’ ৫ জনকে! ধোনি নেই! বড় খবর সিএসকে-র

কী হবে আইপিএলে ধোনির ভবিষ্যত! আদৌ তিনি আর খেলবেন! নাকি ব্যাট-প্যাড তুলে রাখবেন চিরতরে! এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ।
কী হবে আইপিএলে ধোনির ভবিষ্যত! আদৌ তিনি আর খেলবেন! নাকি ব্যাট-প্যাড তুলে রাখবেন চিরতরে! এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ।
ধোনি ছাড়া আইপিএল, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংস! এমনটা এখনও ভাবতে পারেন না অনেকে। মাহি আরও খেলুক, এমনটাই বোধ হয় চায় জনতা। তবে ধোনি কখন কী সিদ্ধান্ত নেবেন, আগে থেকে বোঝা মুশকিল।
ধোনি ছাড়া আইপিএল, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংস! এমনটা এখনও ভাবতে পারেন না অনেকে। মাহি আরও খেলুক, এমনটাই বোধ হয় চায় জনতা। তবে ধোনি কখন কী সিদ্ধান্ত নেবেন, আগে থেকে বোঝা মুশকিল।
যদিও ধোনি ভক্তদের জন্য সুখবর আছে। চেন্নাই সুপার কিংস তাদের রিটেনশন লিস্ট তৈরি করেছে বলে খবর। সেই তালিকায় রাখা হয়েছে পাঁচ জনকে। এই পাঁচজনের তালিকায় রয়েছেন এম এস ধোনিও।
যদিও ধোনি ভক্তদের জন্য সুখবর আছে। চেন্নাই সুপার কিংস তাদের রিটেনশন লিস্ট তৈরি করেছে বলে খবর। সেই তালিকায় রাখা হয়েছে পাঁচ জনকে। এই পাঁচজনের তালিকায় রয়েছেন এম এস ধোনিও।
একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর, মেগা নিলামের আগে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, পাথিরানা ও ধোনিকে রেখে দিচ্ছে সিএসকে। তবে প্রথম চারের মধ্যে মাহিকে রাখেনি সিএসকে।
একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর, মেগা নিলামের আগে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, পাথিরানা ও ধোনিকে রেখে দিচ্ছে সিএসকে। তবে প্রথম চারের মধ্যে মাহিকে রাখেনি সিএসকে।
আগামী আইপিএলের মধ্যেই ৪৪-এ পা দেবেন ধোনি। রিটেন বা আরটিএমের বিস্তারিত নিয়ম কী হয়, সেটাই এখন দেখার বিষয়। রিটেনের সংখ্যা বেড়ে ৫টি হলে সিএসকে-র জার্সিতে দেখা যাবে ধোনিকে।
আগামী আইপিএলের মধ্যেই ৪৪-এ পা দেবেন ধোনি। রিটেন বা আরটিএমের বিস্তারিত নিয়ম কী হয়, সেটাই এখন দেখার বিষয়। রিটেনের সংখ্যা বেড়ে ৫টি হলে সিএসকে-র জার্সিতে দেখা যাবে ধোনিকে।
যদিও খবর এমনও, ধোনিকে এবার কম টাকায় দলে রাখতে চাইছে সিএসকে। উল্লেখ্য, বিসিসিআই চার জন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দিলে সমস্যা হতে পারে চেন্নাই সুপার কিংসের। কারণ ধোনিকে প্রথম চারে রাখেনি সিএসকে।
যদিও খবর এমনও, ধোনিকে এবার কম টাকায় দলে রাখতে চাইছে সিএসকে। উল্লেখ্য, বিসিসিআই চার জন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দিলে সমস্যা হতে পারে চেন্নাই সুপার কিংসের। কারণ ধোনিকে প্রথম চারে রাখেনি সিএসকে।