CSK vs MI: ধোনির আজ ইজ্জতের লড়াই! মুম্বইকে হারাতে মরিয়া চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই: পাঁচবারের আইপিএলজয়ী বনাম চারবারের চ্যাম্পিয়ন! শনিবার চিপকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। যা রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি, আইপিএলের সফলতম দুই অধিনায়কের টক্কর হিসেবেও চিহ্নিত হচ্ছে। ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১১। তবে শেষ তিনটি ম্যাচে জেতেনি ধোনির দল। দুটোতে হেরেছে তারা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে একটি ম্যাচে।

স্বাভাবিকভাবেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হলুদ ব্রিগেড। তবে চিপকে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। চার বছর আগে, ২০১৯ সালে শেষবার এই মাঠে ইন্ডিয়ান্সদের সঙ্গে খেলেছিল তারা। এই মাঠে শেষ দুই সাক্ষাতেই নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি হারিয়েছে চেন্নাইকে। চলতি আসরের প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবশ্য সিএসকে ৭ উইকেটে বশ মানিয়েছিল এমআই’কে।

 মুম্বই ধীরে ধীরে ছন্দে ফিরছে। শুরুতে আগোছালো দেখাচ্ছিল তাদের। কিন্তু তা কাটিয়ে উঠেছে তারা। শেষ দুই ম্যাচেই জিতে আত্মবিশ্বাসের তুঙ্গেও রয়েছেন রোহিতরা। ৯ ম্যাচে তাদের সংগ্রহে ১০ পয়েন্ট। বড় রান তাড়া করার ক্ষমতা দেখিয়েছেন ব্যাটাররা। ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ফিরেছেন মেজাজে। ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিডরাও অবদান রাখছেন।

অধিনায়ক রোহিতের ব্যাটে যদিও বড় রান আসেনি। হিটম্যানের ব্যাটে-বলে হলে মুম্বই ব্যাটিংকে অপ্রতিরোধ্য দেখাবে। বোলিং নিয়ে যদিও কিছুটা উদ্বেগ রয়েছে মুম্বইয়ের। প্রায় প্রতি ম্যাচেই দুশোর বেশি রান দিচ্ছেন বোলাররা। জোফ্রা আর্চার চোট সারিয়ে ফিরলেও পুরনো ফর্ম ফিরে পাননি এখনও। তবে মিডল ওভারে মুম্বই বোলিংকে ভরসা জোগাচ্ছেন অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা।

১৫ উইকেট পেয়ে তিনিই এখন দলের সফলতম বোলার। চেন্নাইয়ের বোলিং আবার দীপক চাহারের প্রত্যাবর্তনে সমৃদ্ধ হয়েছে। বেড়েছে অভিজ্ঞতা। তুষার দেশপাণ্ডের মতো তরুণ তুর্কি ১৭ উইকেট নিলেও রান আটকাতে পারছেন না। তাঁর ইকনমি রেট ১২.১১! সেজন্যই দীপক চাহারের উপস্থিতি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। ১৪ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা অবশ্য মিডল ওভারে আটকে রাখছেন বিপক্ষ ব্যাটারদের। জাড্ডুর সঙ্গে আরও দুই স্পিনার মঈন আলি ও মাথিশা থিকশানাকে ব্যবহার করছেন ধোনি।